কলকাতা: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও যুবরাজ সিং (Yuvraj Singh)। ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) দুই নক্ষত্র। দুজনের সম্পর্ক নিয়ে ভারতীয় ক্রিকেটে কম কথা বা লেখালেখি হয়নি। যুবরাজ সিনিয়র হওয়া সত্ত্বেও এমএস ধোনিকে অধিনায়ক করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। এই নিয়েও বিতর্ক হয়েছিল। তবে কানাঘুসোয় যাই শোনা যাক প্রকাশ্যে দুই ক্রিকেটারের বন্ধুত্ব নিয়েও কম কথা হয়নি। ২০০৭ টি-২০ বিশ্বকাপ হোক বা ২০১১ সালের বিশ্বকাপ। ধোনির দলের দুটি বিশ্ব জয়ের পেছনেই বড় ভূমিকা নিয়েছিলেন যুবরাজ সিং। ধোনি-যুবি জুটি প্রতিপক্ষের ঘুম উড়িয়ে দিত। দুজনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ধোনি আইপিএলের মঞ্চে থাকলেও যুবরাজ এখন কার্যত ২২ গজের বাইরে। এই অবস্থায় আবার দুই তারকার মধ্যে তুলনা টানলেন ভারতের প্রাক্তন সহকারি কোচ প্যাডি অপটন (Paddy Upton)। ১১ বছর আগের বিশ্বকাপ জয়ের স্মৃতি চারণা করতে গিয়ে প্যাডি তুলনা করলেন যুবরাজ ও ধোনির। এগিয়ে রাখলেন এমএসডিকে।
টিম ইন্ডিয়ার প্রাক্তন সহকারি কোচের মতে চাপ নেওয়ার ক্ষেত্রে যবরাজের থেকে ধোনি অনেক এগিয়ে। প্যাডি নিজের কলামে লিখেছেন, “বিশ্বে এমন অনেক কম ক্রিকেটার আছেন যারা ভীষণ চাপের মধ্যে পারফর্ম করতে পারেন। ধোনি এই বিষয়ে বিশ্বসেরা। বিশ্বকাপে আটটি ম্যাচে ধোনির কোনও পারফরম্যান্স ছিল না। কিন্তু যুবরাজ স্বপ্নের ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিল। কিন্তু ফাইনালে যে মঞ্চটা তৈরি হয়েছিল, সেটা ধোনির জন্য ছিল।”
২০১১ বিশ্বকাপের ফাইনালে কি হয়েছিল, ভারতীয় ক্রিকেট ভক্তদের সেটা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। গোটা বিশ্বকাপে দুরন্ত ছন্দে থাকা যুবরাজকে না পাঠিয়ে পাঁচ নম্বরে নেমেছিলেন ধোনি। ক্রিকেট মহল স্বাভাবিক ভাবেই চমেক উঠেছিল। দুরন্ত ফর্মে থাকা যুবরাজের পরিবর্তে অফ ফর্মে থাকা ধোনি? প্রশ্নর উত্তরা সে দিন ওয়াংখেড়েতে দিয়েছিলেন মাহি। কুলশেখরার বলে তাঁর ছক্কা ভারতীয় ক্রিকেটের সেরা বিজ্ঞাপণের একটা। অন্যদিকে গোটা বিশ্বকাপে বল হাতে ১৫টি উইকেট নাওয়ার পাশাপাশি ৩৬২ রান করেছিলেন যুবরাজ। বিশ্বকাপের পর জানা যায় ক্যান্সের নিয়েই বিশ্বকাপের মঞ্চে খেলে গেছেন যুবি।
২০১১ সালের পর দুটি বিশ্বকাপ হয়ে গেছে। দুবরাই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে টিম ইন্ডিয়া। একবার ধোনির নেতৃত্বে আর একবার কোহিলর নেতৃত্বে। ২০২৩ সালে ভারতের মাঠে বিশ্বকাপ। রোহিতের হাতে কি আবার ঘরের মাঠে বিশ্বজায় করতে পারবে টিম ইন্ডিয়া? অপেক্ষায় ভারতীয় ক্রিকেট সমর্থকরা।
আরও পড়ুন : ICC Meeting: আইসিসির বৈঠকের ফাঁকেই চার দেশিয় টুর্নামেন্ট নিয়ে সৌরভের সঙ্গে বৈঠক চান রামিজ