IPL 2022: লজ্জার হারে স্বপ্ন শেষ নাইটদের, স্বপ্ন দেখা শুরু জায়েন্টসদের

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

May 07, 2022 | 11:17 PM

৭৫ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে লখনউ সুপার জায়েন্টস।

IPL 2022: লজ্জার হারে স্বপ্ন শেষ নাইটদের, স্বপ্ন দেখা শুরু জায়েন্টসদের
ম্যাচের সেরা আবেশ খান
Image Credit source: Twitter

Follow Us

লখনউ সুপার জায়েন্টস – ১৭৬/৭ (২০)

কলকাতা নাইট রাইডার্স- ১০১ (১৪.৩)

 

পুণে: আবার একটা হার। কিন্তু ক্রিকেট সমালোচকদের কাছে বোধ হয় প্রশ্নও শেষ। তাই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হার নিয়ে বিশেষ অবাক হন না ক্রিকেট পন্ডিতরা। হার ছোট হোক বা বড়। এ বারের আইপিএলে (IPL 2022) কলকাতা নাইট রাইডার্স যেন ব্যর্থতার আর এক নাম। নিজেদের হারে যেমন প্লে-অফের স্বপ্নটা শেষ করলেন শ্রেয়সের ছেলেরা, তমনই বড় ব্যবধানে ম্যাচ জিতে প্লে-অফের কার্যত পা দিয়ে দিল রাহুলের দল। ৭৫ রানে কেকেআরকে হারিয়ে, গুজরাতকে সরিয়ে পয়েন্টে টেবিলের শীর্ষে উঠে এল কেএল রাহুলের লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। কলকাতার মালিকের দলের কাছে হার কলকাতার দলের। ক্রিকেট মহলের একটাই মত, এই মরসুমটা শেষ, আগামী দিনের দিকে তাকিয়ে এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করুক নাইট শিবির। কারণ তাদের গলদটা মাঠে যতটা তার থেকেও নিলামের টেবিলে বেশি। ১১ ম্যাচে ৮ পয়েন্টে আটকে থাকা দল যে নিজেদের প্রথম এগারো গুছিয়ে উঠতে পারেনি। এর দায় ক্রিকেটারদের যতটা ততটাই নিলামের টেবিলে বসা কর্তাদের।

 

 

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত শ্রেয়স আইয়ারের। প্রথম ওভারেই লখনউয়ের ক্যাপ্টেন কেএল রাহুলের উইকেট তুলে নিয়ে ম্যাচে দাপট দেখানোর চেষ্টা করে নাইটরা। তবে হল ঠিক উল্টো। তিন নম্বরে নামা দীপক হুডাকে সঙ্গে নিয়ে ঝড়ের গতিতে রান তুলতে শুরু করে লখনউ। ৭১ রানের পার্টনারশিপে ভর করে ম্যাচে নিজেদের দখলে নিতে শুরু করে লখনউ। এরপর ক্রণাল কিছুটা এগিয়ে দিলেন। জায়েন্টসেদের ইনিংস সামান্য ধাক্কা খেল বাদোনির ব্যাটে। ইনিংসের গতি কিছুটা কমল। তবে মার্কোস স্টইনিস ঝড় তুলে দিলেন, ১৪ বলে ২৮ রান তাঁর ব্যাট থেকে। ৪ বলে ১৩ রান জেসন হোল্ডারের। মাভিকে বাছাই করে রানরেট বাড়িয়ে নিলেন লখনউয়ের দুই ব্যাটার। ২০ ওভারে ১৭৬ রান বোর্ডে তুলে ফেলে জায়েন্টসরা। নাইটদের হয়ে আন্দ্রে রাসেল ৩ ওভারে ২২ রান দিয়ে নিলেন ২টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খেল কলকাতা। মহসিন খানের প্রথম ওভারে কোও রান এল না। উল্টে ওপেনার বাবা ইন্দ্রজিত্‍ আউট। চতুর্থ ওভারে আউট ক্যাপ্টেন শ্রেয়স। এ বার বোলার চামিরা। রানের গতি নেই উল্টে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই জোড়া উইকেটের পতন। এরপর দশ ওভারের মধ্যে আরেক তারকা প্যাভেলিয়ানের রাস্তা ধরলেন। আবেশ খানের বলে বোল্ড নিতীশ রানা। বিপদ আঁচ করে রাসেল ব্যাট চালাতে শুরু করলেন। রিঙ্কু সিং আজ মাত্র ৬ রানে আউট। ১৯ বলে ৪৫ রান করে আউট রাসেল। স্কোর বোর্ডে ১০১ রান স্কোর বোর্ডে তুলে নাইটরা প্যাভেলিয়ানে ফিরলেন। জায়েন্টসদের হয়ে তিনটি করে উইকেট আবেশ খান ও জেসন হোল্ডারের। ৭৫ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে লখনউ সুপার জায়েন্টস।

 

আরও পড়ুন : Chris Gayle: ‘আইপিএলে যোগ্য সম্মান না পাওয়ায় নিজেকে সরিয়ে নিয়েছিলাম’: ক্রিস গেইল

Next Article