কলকাতা: শনিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স আর লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG)। আইপিএলের এই ম্যাচেও এ বার মোহনবাগানের ছোঁয়া। শনিবারের ম্যাচে সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামবেন ক্রুণাল পান্ডিয়া, নিকোলাস পুরাণ, মার্কাস স্টইনিসরা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে লখনউয়ের দলকে। গত আইপিএলেই আত্মপ্রকাশ করে লখনউ সুপারজায়ান্টস। দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। যিনি আবার মোহনবাগান সুপারজায়ান্ট-এর অন্যতম প্রধান ডিরেক্টর। এ বছরই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান (Mohun Bagan)। সবুজ-মেরুনকে সম্মান জানিয়েই শনিবারের ম্যাচে এই অভিনব সিদ্ধান্ত সঞ্জীব গোয়েঙ্কার। বৃহস্পতিবার কলকাতার আরপিএসজি অফিসে সেই আনুষ্ঠানিক ঘোষণা হয়। সেখানে উপস্থিত ছিলেন লখনউয়ের স্টপগ্যাপ অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
কেএল রাহুল আগেই চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে এখন লখনউ দলকে নেতৃত্ব দিচ্ছেন ক্রুণাল। শনিবারের ম্যাচে লখনউ দল যে জার্সিতে খেলবে তার আনুষ্ঠানিক উন্মোচনও করা হয়। ১৩ ম্যাচে পয়েন্ট সংগ্রহ করে টেবলের তিন নম্বরে রয়েছে লখনউ। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স ১৩ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েছে। প্লে অফে উঠতে জিততেই হবে কেকেআরকে। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও। অন্যদিকে কেকেআরকে হারালে প্লে অফে পৌঁছে যাবে লখনউ।
Lucknow’s #GazabAndaz, now in Kolkata’s colours. ?
Our tribute to Mohun Bagan and the City of Joy. ?? pic.twitter.com/JTaWpSB1vq
— Lucknow Super Giants (@LucknowIPL) May 18, 2023
আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দিনেই মোহনবাগান জনতাকে সুখবর শুনিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। সামনের মরসুম থেকে আর এটিকে নয় মোহনবাগান। খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট নামে। বুধবারই সরকারী ভাবে জানানো হয়, ১ জুন থেকেই তা কার্যকর হবে। ৩১ মে অবলুপ্তি হবে এটিকে নামের। ১ জুন থেকে মোহনবাগান সুপার জায়ান্ট নামেই মাঠে নামবে সবুজ-মেরুন। তবে প্রশ্ন একটাই, শনিবারের ম্যাচে কলকাতা না লখনউ কাকে সমর্থন করবেন বাগান জনতা?