IPL 2024, LSG vs PBKS: ১৫৫-র বেশি গতি! IPL অভিষেকেই ঝড় তুললেন তরুণ ভারতীয় পেসার

Mar 30, 2024 | 11:31 PM

Lucknow Super Giants vs Punjab Kings: ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচ খেলছে লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচেই অভিষেক হয় মায়াঙ্ক যাদবের। মাত্র একটি প্রথম শ্রেনির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। টি-টোয়েন্টি খেলেছেন সর্বসাকুল্যে দশটি। ওয়ান ডে ফরম্যাটে মাত্র ১৭টি ম্যাচ। সেই তরুণ পেসারই তাক লাগিয়ে দিলেন আইপিএলের মঞ্চে। লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করেন। মায়াঙ্ককে তাই নিজের দক্ষতা প্রমাণের জন্য অপেক্ষা করতে হয়েছিল।

IPL 2024, LSG vs PBKS: ১৫৫-র বেশি গতি! IPL অভিষেকেই ঝড় তুললেন তরুণ ভারতীয় পেসার
Image Credit source: X

Follow Us

ভারতীয় পেসারদের মধ্যে গতির দিক থেকে আইপিএলে অনেক বেশি আলোচনা হয়েছিল উমরান মালিককে নিয়ে। ১৫০ কিমি/ঘণ্টা গতিতে নিয়মিত বল করতেন। ভারতীয় পেস বোলিং আক্রমণের ভবিষ্যৎ মনে করা হচ্ছে তাঁকে। যদিও ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করতে ব্যর্থ উমরান মালিক। জাতীয় দলে হাতে গোনা ম্যাচে সুযোগ পেয়েছেন। গতিতে তাঁকে টক্কর দিতে প্রস্তুত আর এক ভারতীয় তরুণ। অভিষেকেই ঝড় তুললেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচ খেলছে লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচেই অভিষেক হয় মায়াঙ্ক যাদবের। মাত্র একটি প্রথম শ্রেনির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। টি-টোয়েন্টি খেলেছেন সর্বসাকুল্যে দশটি। ওয়ান ডে ফরম্যাটে মাত্র ১৭টি ম্যাচ। সেই তরুণ পেসারই তাক লাগিয়ে দিলেন আইপিএলের মঞ্চে। লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করেন। মায়াঙ্ককে তাই নিজের দক্ষতা প্রমাণের জন্য অপেক্ষা করতে হয়েছিল। সুযোগ মিলল পঞ্জাব ইনিংসের দশম ওভারে। আর প্রথম ওভার থেকেই চিন মিউজিক শোনাতে শুরু করলেন।

আইপিএল কেরিয়ারের প্রথম ওভারে মাত্র ১০ রান খরচ করেন। যদিও তাঁর বোলিং গতি! শুরুটাই করলেন ১৪৭ কিমি/ঘণ্টা দিয়ে। কেরিয়ারের প্রথম ওভারে তাঁর গতি ১৪৭, ১৪৬, ১৫০, ১৪১, ১৪৯। দ্বিতীয় ওভারে গতি বাড়ল। চিন মিউজিকে কাঁবু পঞ্জাব ব্যাটাররা। দ্বিতীয় ওভারে তুললেন ১৫৫.৮ কিমি/ঘণ্টা। প্রথম ২ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নেন। তাঁর সৌজন্যেই পঞ্জাবের বিধ্বংসী ওপেনিং জুটি ভাঙে ১০২ রানে। ম্যাচে তাঁর বোলিং পরিসংখ্যান দাঁড়ায় ৪-০-২৭-৩। তাঁর বোলিংই ম্যাচের রং বদলে দেয়।

এ বারের আইপিএলে সবচেয়ে বেশি গতির ডেলিভারি মায়াঙ্কের। ছবি: Star Sports

এ বারের আইপিএলে দ্রুততম গতির ডেলিভারি ছিল নান্দ্রে বার্গারের। প্রথম আইপিএল খেলছেন বার্গারও। রাজস্থান রয়্যালসে রয়েছেন এই বাঁ হাতি পেসার। তাঁর গতি ছাপিয়ে গেলেন ভারতের তরুণ পেসার মায়াঙ্ক যাদব।

Next Article