Shubman Gill: শুভমন কেমন ক্যাপ্টেন? জবাব দিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ

Mar 30, 2024 | 10:19 PM

IPL 2024, Gujarat Titans: গুজরাট টাইটান্স মেন্টর তথা ব্যাটিং কোচ গ্যারি কার্স্টেন। একটা সময় ধোনির মতো অধিনায়ক খেলেছেন তাঁর কোচিংয়ে। বিশ্বকাপও জিতেছে ভারত। আইপিএলে একেবারেই তরুণ অধিনায়ককে সামলাতে হচ্ছে গুজরাট টাইটান্স মেন্টর তথা ব্যাটিং কোচের। সিনিয়র স্তরে প্রথম বার নেতৃত্ব দিচ্ছেন শুভমন গিল। তাও আবার আইপিএলের মতো বড় মঞ্চে।

Shubman Gill: শুভমন কেমন ক্যাপ্টেন? জবাব দিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ
Image Credit source: IPL

Follow Us

ওয়ান ডে ফরম্যাটে দু-বার বিশ্বকাপ জিতেছে ভারত। ১৯৮৩-র পর ২০১১। গত বছরও ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের সুযোগ এসেছিল ভারতের সামনে। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের। সব ফরম্যাট মিলিয়ে ভারতের শেষ বিশ্বকাপ জয় ২০১১ সালেই। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান হয়েছিল। ভারতীয় দলের কোচ ছিলেন গ্যারি কার্স্টেন। ভারতকে বিশ্বকাপ দেওয়া প্রোটিয়া কোচ এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে।

গুজরাট টাইটান্স মেন্টর তথা ব্যাটিং কোচ গ্যারি কার্স্টেন। একটা সময় ধোনির মতো অধিনায়ক খেলেছেন তাঁর কোচিংয়ে। বিশ্বকাপও জিতেছে ভারত। আইপিএলে একেবারেই তরুণ অধিনায়ককে সামলাতে হচ্ছে গুজরাট টাইটান্স মেন্টর তথা ব্যাটিং কোচের। সিনিয়র স্তরে প্রথম বার নেতৃত্ব দিচ্ছেন শুভমন গিল। তাও আবার আইপিএলের মতো বড় মঞ্চে। ক্যাপ্টেন্সির অভিষেক হয়েছিল ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের মতো শক্তিশালী দলকে হারিয়ে। গত ম্যাচে অবশ্য চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হার। ক্যাপ্টেন শুভমন কেমন? জবাব দিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ।

রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ। তার আগে গ্যারি কার্স্টেন বলছেন, ‘টি-টোয়েন্টি প্রচুর গতিময় খেলা। প্রতি মুহূর্তে সিদ্ধান্ত নিতে হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত বদলাতেও হয়। টেস্ট ক্রিকেটের মতো প্রচুর সময় পাওয়া যায় না। শুভমন যে ভাবে নিজেকে একজন লিডার হিসেবে তুলে ধরেছে, আমি মুগ্ধ।’

২০২২ সালেই আইপিএলে আত্মপ্রকাশ গুজরাট টাইটান্সের। গত দু-মরসুম নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি এ বার মুম্বইতে যাওয়ায় দ্রুতই বিকল্প খুঁজতে হয়েছিল টাইটান্সকে। ভরসা রাখা হয় তরুণ ওপেনার শুভমন গিলের উপর।

Next Article