MS Dhoni: চিপকে আজ শেষ ম্যাচ ধোনির! মাহিকে ঘিরে আবেগে ভাসছেন সমর্থকরা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 14, 2023 | 2:13 PM

সিএসকের জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার প্রবল আকুতি সমর্থকদের। মহেন্দ্র সিং ধোনি কি শুনবেন?

MS Dhoni: চিপকে আজ শেষ ম্যাচ ধোনির! মাহিকে ঘিরে আবেগে ভাসছেন সমর্থকরা
Image Credit source: Twitter

Follow Us

চেন্নাই: ২০২৩ আইপিএলের শুরু থেকেই শিরোনামে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এটাই কি ধোনির শেষ আইপিএল? এখনও উত্তর খুঁজছেন মাহি ভক্তরা। কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন। নিজেই বলেছেন সে কথা। আইপিএল (IPL 2023) খেলতে দেশের যেখানেই যান, গ্য়ালারিতে ‘মিনি চিপক’-এ পরিণত হয়। ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে হলুদ জার্সিতে ছয়লাপ হয়ে গিয়েছিল ক্রিকেটের নন্দন কানন। আজ ফের চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স ম্যাচ (CSK vs KKR)। তবে ইডেনে নয়। চলতি আইপিএলে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচ আজ। দিল্লি বিরুদ্ধে আরও একটি ম্যাচ রয়েছে, তবে সেটি অ্যাওয়ে ম্যাচ। তাহলে কেকেআরের বিরুদ্ধে রবিবারের ম্যাচটাই কি চিপকের মাঠে ধোনির শেষ ম্যাচ? আশঙ্কার দোলাচলে ভুগছেন সিএসকে সমর্থকরা। আইপিএলের লিগ পর্বে মাহি শেষ ম্যাচ ভেবে নিয়েই চিপকের মাঠ কানায় কানায় পূর্ণ করবেন ধোনি সমর্থকরা। বিস্তারিত রইল Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

চলতি আইপিএলে ম্যাচের আগে বা পরে ‘কেরিয়ারের শেষ পর্যায়’, ‘ফেয়ারওয়েল’-র মতো বেশ কিছু শব্দ শোনা গিয়েছে ধোনির মুখে। আবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে টসের সময় সঞ্চালক ড্যানি মরিসনকে বলে দিয়েছিলেন, ‘আপনি কী করে জানলেন এটাই আমার শেষ আইপিএল?’ অবসর নিয়ে ভক্তকূলকে ধাঁধার মধ্যেই রেখেছেন ধোনি। আইপিএল থেকে অবসর নিয়ে তিনি কোন সিদ্ধান্ত নেবেন, একমাত্র ধোনিই তা জানেন। তাই সমর্থকরাও প্রস্তুত। কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ ধরে নিয়ে সিএসকে অধিনায়ককে ফেয়ারওয়েল দেওয়ার পরিকল্পনা করে রেখেছেন সিএসকে সমর্থকরা। রবিবারের চিপকের ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। টিকিটের কালোবাজারির অভিযোগও শোনা গিয়েছে। সবই মাহিকে কেন্দ্র করে।

সিএসকে বনাম কেকেআর ম্যাচের আগে একসময়ের সতীর্থ মহেন্দ্র সিং ধোনির উদ্দেশে কিছু অনুরোধ রেখেছেন হরভজন সিং। সম্প্রচারকারী চ্যানেলের মাধ্যমে ধোনির কাছে ভাজ্জির অনুরোধ, “ধোনির কাছে সময় যেন থমকে গিয়েছে। সেই পুরনো ধোনিকে দেখে পাচ্ছি। ব্যাট হাতে আগের মতোই ভয়ঙ্কর। আমাদের হৃদয় ভেঙে দিও না প্লিজ। খেলা চালিয়ে যাও।”

Next Article