T20 World Cup 2021: টিমের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলবেন না: মাহমুদুল্লাহ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 22, 2021 | 7:25 PM

পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে একতরফা জিতেছে বাংলাদেশ। সাকিব ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করেছেন। হাফসেঞ্চুরি করেছেন মাহমুদুল্লাহ। এই দুই তারকার জোরেই মূলপর্বে পা দিতে অসুবিধা হয়নি বাংলাদেশের।

T20 World Cup 2021: টিমের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলবেন না: মাহমুদুল্লাহ
T20 World Cup 2021: টিমের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলবেন না: মাহমুদুল্লাহ (ছবি-টুইটার)

Follow Us

দুবাই: স্কটল্যান্ডের কাছে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ টিম। সাকিব আল হাসান থেকে শুরু করে ক্যাপ্টেন রিয়াদ মাহমুদুল্লাহর (Mahmudullah) দায়বদ্ধতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিল দেশবাসী। পরের দুটো ম্যাচ দাপিয়ে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে উঠেছে বাংলাদেশ। যার পর মাহমুদুল্লাহ সমালোচকদের একহাত নিয়ে বলেছেন, তাঁদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারও নেই।

পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে একতরফা জিতেছে বাংলাদেশ। সাকিব ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করেছেন। হাফসেঞ্চুরি করেছেন মাহমুদুল্লাহ। এই দুই তারকার জোরেই মূলপর্বে পা দিতে অসুবিধা হয়নি বাংলাদেশের।

ম্যাচের পর মাহমুদুল্লাহ বলেছেন, ‘যা খারাপটুকু ঘটেছে, তার জন্য আক্ষেপ, হতাশা দুই-ই আছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে, আমরাও মানুষ। আমাদেরও পরিবার আছে। আমাদের বাবা-মা, ছেলে-মেয়েরাও কিন্তু টিভি দেখে। সোশ্যাল মিডিয়ায় আজকাল সবাই নিজের মতামত জানায়। কিন্তু সেটা যদি অকারণ হয়, অপ্রয়োজনীয় সমালোচনা হয়, মেনে নেওয়া যায় না।’

টিমের খারাপ পারফরম্যান্সের পিছনে চোট আঘাত একটা বড় কারণ। যা এতদিন অজানাই ছিল। যা তুলে ধরেছেন বাংলাদেশের অধিনায়ক। মাহমুদুল্লাহর কথায়, ‘আমরা চোট নিয়ে দিনের পর দিন খেলে যাচ্ছি। পেনকিলার নিয়ে খেলতে হচ্ছে। অনেকেই সেটা জানেন না। সেই কারণে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না।’

গ্রুপ লিগে পর পর দু’ম্যাচে ম্যাচের সেরা হয়েছেন সাকিব। বল হাতে পিএনজি ম্যাচে আবার ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেটে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া সইদ আফ্রিদিকে (৩৯) ছুঁয়ে ফেলেছেন সাকিব। আইপিএলে ছন্দে না থাকলেও দেশের জার্সিতে নিজেকে মেলে ধরছেন তিনি।

সাকিবকে নিয়ে মাহমুদুল্লাহ বলেছেন, ‘সাকিব বাংলাদেশ টিমের চ্যাম্পিয়ন প্লেয়ার। ওর মতো পারফরমার টিমে থাকা মানে বিরাট ব্যাপার। তবে একই সঙ্গে আমরা কিন্তু মুশফিকুর কিংবা মুস্তাফিজুরের উপর আস্থা হারাচ্ছি না। বাইরে বসে থাকা লোকজন হারাতে পারে। আমরা কোনও ভাবেই নই।’

আরও পড়ুন: T20 World Cup 2021: রোহিত-রাহুল, বুমরা-সামিতেই বিশ্বকাপ জিততে পারে ভারত, মত বিশেষজ্ঞদের

আরও পড়ুন: T20 World Cup 2021: ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ইতিহাস মাথায় রাখছেন না বাবর

Next Article