কলকাতা: দিন দুয়েক আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বার্মিংহ্যামে পাকিস্তানকে ফাইনালে হারিয়েছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সরা। ইউনিস খান ও মহম্মদ ইউসুফরা ১৫৭ রানের টার্গেট দিয়েছিলেন যুবরাজ, ইরফানদের। ৫ বল বাকি থাকতেই সেই টার্গেট পূরণ করে ফেলে ভারত। স্বাভাবিকভাবেই ভারত পাকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস জেতায় আলোচনা চলছে। পাকিস্তানকে দুরমুশ করার পর দেশের প্রাক্তন ক্রিকেটারদের সেলিব্রেশনের ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরালও হয়েছে। হরভজন সিং তেমনই এক ভিডিয়ো শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। যা নিয়ে তোলপাড় চলছে। দেশের প্যারা ব্যাডমিন্টন তারকা মানসী জোশী প্রাক্তন ক্রিকেটারদের ওই ভিডিয়ো নিয়ে সরব হয়েছেন।
কী ছিল হরভজন সিংয়ের ভিডিয়োতে? আসলে সেখানে দেখা যায়, একটি দরজা খুলে এক এক করে ঢুকছেন যুবরাজ সিং, হরভজন সিং, সুরেশ রায়নারা। তাঁরা স্বাভাবিক ভাবে ঢুকলে হয়তো এই ভিডিয়ো নিয়ে এত আলোচনা হত না। কিন্তু তাঁরা আসলে একটু অন্যরকম ভাবে দরজা খুলে ভিতরে আসেন। সেই ভিডিয়োর ক্যাপশনে ভাজ্জি লেখেন, ‘১৫ দিনের লেজেন্ডস ক্রিকেটে খেলে বডির তউবা তউবা হয়েছে। শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে গিয়েছে। আমরা যে ভাবে তউবা তউবাতে নাচ করলাম সেটার মতো করার জন্য চ্যালেঞ্জ দিচ্ছি ভিকি কৌশল ও করণ অজুলাকে। একটা দারুণ গান।’ সঙ্গে কয়েকদি হাসির ইমোজিও দেন হরভজন। তাঁর এই ভিডিয়ো থেকে ইঙ্গিত ছিল, তাঁরা বয়স্ক কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন। আর তা হতে গিয়ে এ ভাবে ক্রিকেট খেলে তাঁদের শরীরের বারোটা বেজে গিয়েছে।
এ বার আসা যাক মানসী জোশীর মন্তব্যে। তাঁর মতে ওই রিল বানিয়ে হরভজন, যুবিরা বিশেষ ভাবে সক্ষমদের আবেগে আঘাত করেছেন। তিনি ভাজ্জির ওই রিলের কমেন্টে লেখেন, ‘আপনাদের মতো তারকাদের আরও দায়িত্ববান হওয়া উচিত। মানুষের অক্ষমতা নিয়ে মজা করা মানায় না। এটা মজার বিষয়ও নয়। আপনাদের ব্যবহারে অনেকে কতটা কষ্ট পেয়েছে, আপনারা জানোও না। আশেপাশের মানুষজন আপনাদের প্রশংসা করছে। যা ভয়ঙ্কর। অল্প হাসির জন্য এমন রিল বানানোর মানে নেই। এই রিল ব্যবহার করে প্রতিবন্ধী আরও অল্প বয়স্ক শিশুরা মজার পাত্রে পরিণত হতে পারে। ক্রীড়াবিদদের পিআর এজেন্সিরা পাবলিক প্ল্যাটফর্মের জন্য এই রিলটিকে কীভাবে অনুমোদন করেছে, তা ভেবেও অবাক লাগছে।’
প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার মানসীর মতে, ‘পোলিও আক্রান্ত মানুষদের হাঁটা চলার ধরন নিয়ে মজা করা কোনও কিংবদন্তি সুলভ কাজ নয়।’ উল্লেখ্য, ভাজ্জির ওই ইন্সটাগ্রাম রিলটি ২০ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। ১ লক্ষ ৬০ হাজারের কিছু বেশি মানুষ তা লাইকও করেছেন।