Manchester United: ওল্ড ট্র্যাফোর্ডে আর নেই পোগবা, ইঙ্গিত কোচের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 24, 2022 | 9:45 AM

সাফল্যে ফেরাতে টিম ঢেলে সাজাতে চাইছেন নতুন কোচ এরিক। চলতি কেউ কেউ হয়তো তাঁর তালিকায় থাকবেন না। ওল্ড ট্র্যাফোর্ডে দীর্ঘদিন থাকলেও এই সিনিয়র প্লেয়ার ক্লাব ছাড়ছেন।

Manchester United: ওল্ড ট্র্যাফোর্ডে আর নেই পোগবা, ইঙ্গিত কোচের
Manchester United: ওল্ড ট্র্যাফোর্ডে আর নেই পোগবা, ইঙ্গিত কোচের
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন: নতুন মরসুমে নতুন কোচ এরিক টেন হ্যাগ (Erik Ten Hag) ঢেলে সাজাতে চাইছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। স্যার আলেক্স ফার্গুসন অবসর নেওয়ার পর থেকে আর দীর্ঘমেয়াদি সাফল্য পায়নি ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাব। সেই কারণেই চলতি মরসুমের বেশ কয়েক জন আগামী মরসুমে টিমে নাও থাকতে পারেন। সেই তালিকায় হয়তো নাম থাকতে পারে পল পোগবারও (Paul Pogba)। শোনা যাচ্ছে, তিনি নিজেও আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকতে নারাজ। অন্য ক্লাবে ভবিষ্যৎ পরখ করে নিতে চাইছেন নিজের। চোটের কারণে পোগবাকে যেমন শনিবারের বিকেলের পাওয়া যায়নি, তেমনই মরসুমের বাকি ম্যাচেও হয়তো খেলতে পারবেন না ফরাসি ফুটবলার। এমনিতেও চলতি মরসুমে খুব একটা ফর্মে দেখা যায়নি তাঁকে। পোগবাকে যে রাখা হচ্ছে না, সে বিষয়ে অনেকটাই নিশ্চিত অন্তর্বর্তীকালীন কোচ রাল্ফ রাগনিক। তবে এখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের একটাই লক্ষ্য, লিগ টেবলের প্রথম চারে থাকা। তবেই পরের মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে তারা।

পোগবাকে নিয়ে রাগনিক বলেছেন, ‘ওকে হয়তো বাকি ম্যাচে নাও পাওয়া যেতে পারে। একই সঙ্গে পোগবা হয়তো নিজের চুক্তি নবীকরণ করতে চাইছে না। পরের মরসুমে খুব সম্ভবত ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকবে না।’

মরসুম শেষ হলেই দায়িত্ব ছেড়ে দেবেন রাগনিক। তাঁকে অবশ্য টিমের পরামর্শদাতা থাকতে বলা হয়েছিল। তাতে রাজি নন। বরং তিনি চান, নতুন কোচ যেন সাফল্য পান। এরিকের কোচ হওয়া নিয়ে রাগনিক বলছেন, ‘নতুন কোচ এরিক কী ভাবে পুরো ব্যাপারটা দেখছেন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ও কি আমার মতো কারও সঙ্গে কথা বলতে চান? এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে কোনও কথা হয়নি। টিম কোথায় গিয়ে দাঁড়ায়, কতটা উন্নতি করে, এগুলো দেখতে হবে। আমাদের চমৎকার ট্রেনিং কন্ডিশন, স্টেডিয়াম রয়েছে। সমর্থকরাও পাশে রয়েছে সব সময়। শালকের পর এই রকম পরিকাঠামো আর কোথাও দেখিনি। যদি সব ঠিকঠাক থাকে, তা হলে ভেবে দেখব আমি থাকব কিনা।’

ওলে সোল্কজায়েরের জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ম্যাঞ্চেস্টারের দায়িত্ব নিলেও টিমকে সাফল্য দিতে পারেননি। সমস্যা কোথায়? রাগনিকের স্পষ্ট কথা, ‘কোথায় সমস্যা, সেটা বোঝার জন্য আতসকাচের দরকার নেই। আসল হল, সমস্যা মিটবে কী ভাবে? আর এটার জন্য কিন্তু অস্ত্রোপচারের দরকার।’

আরও পড়ুন: IPL 2022 LSG vs MI Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ

Next Article