IPL 2022: আম্পায়ারের উদ্দেশ্যে কটুক্তি, হ্যাজেলউডের ওপর অগ্নিশর্মা মার্কাস স্টোইনিস

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 20, 2022 | 8:27 PM

আসলে ঠিক কী ঘটেছিল, যে কারণে সতর্ক করা হয়েছে লখনউয়ের মার্কাস স্টোইনিসকে?

IPL 2022: আম্পায়ারের উদ্দেশ্যে কটুক্তি, হ্যাজেলউডের ওপর অগ্নিশর্মা মার্কাস স্টোইনিস
IPL 2022: আম্পায়ারের উদ্দেশ্যে কটুক্তি, হ্যাজেলউডের ওপর অগ্নিশর্মা মার্কাস স্টোইনিস
Image Credit source: IPL Website

Follow Us

মুম্বই: দুরন্ত ছন্দে এ বারের আইপিএলে (IPL 2022) এগিয়ে চলেছিল নতুন দল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। তবে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচে ১৮ রানে হেরেছে লখনউ। টসে জিতে প্রথমে ফিল্ডিং করা সিদ্ধান্ত নিয়েছিলেন লখনউ নেতা কেএল রাহুল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছিল আরসিবি (RCB)। রান তাড়া করতে নেমে ২০ ওভার খেলে লক্ষ্যপূরণ করতে পারেনি সুপার জায়ান্টসরা। তবে ম্যাচ চলাকালীন আইপিএলের নিয়ম ভাঙার জন্য সতর্ক করা হয়েছে লখনউয়ের অলরাউন্ডার মার্কাস স্টোইনিসকে (Marcus Stoinis)।

আসলে ঠিক কী ঘটেছিল, যে কারণে সতর্ক করা হয়েছে লখনউয়ের মার্কাস স্টোইনিসকে?

লখনউয়ের ইনিংস চলাকালীন ১৯তম ওভারে বল করতে আসেন জস হ্যাজেলউড। স্ট্রাইকে ছিলেন মার্কাস স্টোইনিস। হ্যাজেলউডের প্রথম বলটা পিচের লাইন পেরিয়ে গিয়ে পৌঁছে যায় উইকেটকিপারের হাতে। তবে আম্পায়ার ওয়াইড দেননি। যা দেখে রীতিমতো চমকে যান স্টোইনিস। তাঁর চোখেমুখেই ফুটে উঠেছিল ওই বলটা ওয়াইড না দেওয়াটা তিনি বিশ্বাসই করতে পারছেন না। এর পরের বলেই উইকেট দিয়ে বসেন স্টোইনিস। হ্যাজেলউডের বল স্টোইনিসের প্যাডে লাগার পর স্টাম্পে গিয়ে পড়ে। আউট হওয়ার পর হতাশা ধরে রাখতে না পেরে মাঠেই তার বহিঃপ্রকাশ করেন স্টোইনিস। উইকেট হারিয়ে ক্ষোভে হঠাৎ করেই আম্পায়ারের উদ্দেশ্যে কটুক্তি করে বসেন তিনি। যার ফলে ম্যাচের শেষে তাঁকে সতর্ক করা হয়েছে।

১৫ বলে ২৪ রান করে সাজঘরে ফিরে যান স্টোইনিস। ওই সময় লখনউয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ বলে ৩৪ রান। আম্পায়ারের উদ্দেশ্যে খারাপ ভাষার ব্যবহারের জন্য আইপিএলের নিয়ম অনুযায়ী সতর্ক করা হয়েছে লখনউয়ের অলরাউন্ডারকে। কোনও জরিমানা করা হয়নি তাঁকে। উল্লেখ্য লখনউয়ের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন জস হ্যাডেলউড। ১৮২ টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রানে থেমে যায় সঞ্জীব গোয়েঙ্কার লখনউ।

আরও পড়ুন: IPL 2022 Points Table: লখনউকে হারিয়ে লিগ টেবলের দুইয়ে পৌঁছে গিয়েছে আরসিবি

আরও পড়ুন: IPL 2022 Orange Cap: আরসিবির পঞ্চম জয়ে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে অধিনায়ক ফাফ দু’প্লেসিও

আরও পড়ুন: IPL 2022 Purple Cap: পার্পল ক্যাপ হাতছাড়া করছেন না যুজবেন্দ্র চাহাল

Next Article