PAK vs AUS: পাক সফরে স্পিন সামলাতে অভিনব প্র্যাক্টিস লাবুসেনের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 18, 2022 | 3:55 PM

পাকিস্তানে সেরা টিম নিয়েই যাচ্ছে অস্ট্রেলিয়া। যাতে টেস্ট সিরিজ জিততে কোনও অসুবিধা না হয়। আর তাই লাবুসেন স্পিনের বিরুদ্ধে নিজেকে তৈরি করতে চাইছেন।

PAK vs AUS: পাক সফরে স্পিন সামলাতে অভিনব প্র্যাক্টিস লাবুসেনের
মার্নাস লাবুসেন

Follow Us

সিডনি: পাকিস্তান (Pakistan) সফরে ঘূর্ণির মুখে পড়তে হবে, খুব ভালো করে জানেন। তাই, বাড়ির পিছনে একফালি বারান্দায় স্পিন সামলানোর বিশেষ ট্রেনিং করছেন মার্নাস লাবুসেন (Marnus Labuschagne)। আইপিএলে (IPL) সুযোগ পাননি। তাতে আক্ষেপ নেই। বরং নিজেকে তৈরি করতে চাইছেন পাক সফরের জন্য। দীর্ঘদিন পর বাবর আজমদের দেশে পা দেবে অস্ট্রেলিয়া। তিন টেস্টের সিরিজ, যা শুরু হবে ৪ মার্চ। তারপর তিনটে ওয়ান ডে ম্যাচও খেলবে দুই টিম। ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে অজিদের সফর। পাক সফর নিয়ে যদিও অনেক প্রশ্ন আছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে। নিরাপত্তার কারণে ভয় পাচ্ছেন অনেকেই। তবে, সেরা টিম নিয়েই যাচ্ছে অস্ট্রেলিয়া। যাতে টেস্ট সিরিজ জিততে কোনও অসুবিধা না হয়। আর তাই লাবুসেন স্পিনের বিরুদ্ধে নিজেকে তৈরি করতে চাইছেন।

২৭ বছরের লাবুসেন লিখেছেন, ‘স্পিনিং কন্ডিশন তৈরি করে নিজেকে তৈরি করতে চাইছি। উপমহাদেশের উইকেটে বল সব সময় বেশি ঘোরে। রিপ্লেতে দেখা যায়, সোজা বলেই বেশি উইকেট খোয়ায় ব্যাটাররা। কিন্তু লোকে বেশি ঘোরে যে বলগুলো, সেগুলোর দিকে নজর রাখে না।’ টেপ দিয়ে একফালি বারান্দাকে স্পিন উপযোগী করে তুলেছেন লাবুসেন। ওই টেপে বল পড়লেই স্কিড করবে। রাবারে পড়লে বেশি ঘুরবে বল। ওখানে ঠিকঠাক প্র্যাক্টিস করতে পারলে সুবিধা হবে পাকিস্তানের পিচে স্পিন খেলতে। লাবুসেন বলছেন, ‘টেপে বল পড়লেই বেশি ঘুরবে। রাবারে পড়লে কিন্তু বল ঘুরবে। ব্যাটার হিসেবে আমি নিজেকে তৈরি করার জন্যই এই কন্ডিশন তৈরি করেছি।’

লাবুসেনের এই অভিনব প্র্যাক্টিস তাঁর ভক্তদের বেশ অবাক করেছে। শেন ওয়ার্ন, মাইকেল ভনের মতো প্রাক্তনরাও প্রতিক্রিয়া দিয়েছেন। ওয়ার্ন টুইটারে রিপ্লাই করেছেন, ‘দারুণ ব্যাপার।’ ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন ভন আবার লিখেছেন, ‘তোমার পদ্ধতি পছন্দ হয়েছে। তবে, সতর্ক থেকো। প্র্যাক্টিসের সময় যাতে স্লিপ না করে যাও। তোমার তৈরি পিচ কিন্তু বেশ পিছোল দেখাচ্ছে।’

শুরুতে মনে হয়েছিল, অস্ট্রেলিয়া টিম থেকে চোটের কারণে বাদ পড়তে পারেন স্টিভ স্মিথ। তিনিও রয়েছেন টিম। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ান টিম বাবরের দেশে সাফল্যই খুঁজে পেতে চাইছে। ঘরের মাঠে অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে ফর্মে ফিরেছে অস্ট্রেলিয়া। তবে পাক সফর যে বড় পরীক্ষা, তাও মানছেন তাঁরা। তাই লাবুসেনদের মতো ক্রিকেটাররা নিজেদের তৈরি করতে চাইছেন।

Next Article