Virat Kohli: ক্রিজে যখন চেজমাস্টার বিরাট কোহলি, তখন চিন্তা কীসের…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 19, 2023 | 9:00 AM

Chase Master Virat Kohli: বিরাট কোহলি (Virat Kohli) রানমেশিন নামে যতটা পরিচিত, চেজমাস্টার নামেও ঠিক ততটাই খ্যাতি তাঁর।

Virat Kohli: ক্রিজে যখন চেজমাস্টার বিরাট কোহলি, তখন চিন্তা কীসের...
Virat Kohli: ক্রিজে যখন চেজমাস্টার বিরাট কোহলি, তখন চিন্তা কীসের...

Follow Us

কলকাতা: স্কোরবোর্ডে পাহাড়প্রমাণ টার্গেট… প্যাভিলিয়নে ফিরেছে ওপেনিং জুটি। সেই সময় হাতে ব্যাট, পিঠে ১৮ নম্বর জার্সি ও বিরাট লেখা কিংবদন্তি ক্রিকেটার মাঠে প্রবেশ করলেন… ব্যস প্রতিপক্ষ বোলারদের ঘুম ছুটে গেল। এ দৃশ্য আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে বহুবার দেখেছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। বিরাট কোহলি (Virat Kohli) রানমেশিন নামে যতটা পরিচিত, চেজমাস্টার নামেও ঠিক ততটাই খ্যাতি তাঁর। পাহাড়প্রমাণ লক্ষ্য হোক বা অল্প রানের টার্গেট বিরাট কোহলি সব সময় মুখিয়ে থাকেন ভারতীয় টিমকে (Team India) জেতানোর জন্য। তাই তো যেখানে বিশ্বের তাবড় তাবড় ব্যাটাররা চাপ সহ্য করতে পারেন না, সেখানে বিরাট অবলীলায় ম্যাচ বের করে নিয়ে যান। তাই এখনও বিরাট কোহলির ভক্তরা বলে থাকেন, ‘ক্রিজে যখন চেজমাস্টার বিরাট কোহলি, তখন চিন্তা কীসের…’ বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিরাট কোহলিকে কেন চেজ মাস্টার বলা হয়?

  • বিরাট কোহলিকে চেজ মাস্টার বলার অন্যতম কারণ, তাঁর সব ফর্ম্যাটে সেরা রান তাড়া করার ব্যাটিং গড় রয়েছে।
  • টিম ইন্ডিয়াকে কোনও ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় ৬০ শতাংশ ম্যাচ জিততে সাহায্য করেছেন বিরাট কোহলি।
  • সব ফর্ম্যাটে রান তাড়ায় বিরাট কোহলি ব্যাটিং গড় ৬৪। বিশ্ব ক্রিকেটে যা সর্বাধিক। এখনও রান তাড়া করার সময় অন্য কোনও ব্যাটার বিরাটের এই ব্যাটিং গড়ের কাছাকাছি আসতে পারেননি।

সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ করেছেন বিরাট কোহলি। দেশের জার্সিতে প্রতিটা ম্যাচ খেলতে নেমেই কোনও না কোনও রেকর্ড ভাঙা-গড়ার কাজ করেছেন বিরাট কোহলি। এই কাজ চলছে সেই ২০০৮ সাল থেকে। সামনেই ওডিআই বিশ্বকাপ। তার আগে রয়েছে ওডিআই ফর্ম্যাটে এশিয়া কাপ। এই দুই ইভেন্টেই বিরাট কোহলি ভারতীয় দলের অন্যতম যোদ্ধা হিসেবে প্রতি ম্যাচে নামতে পারেন। ওডিআই ক্রিকেটে চেজমাস্টার কোহলির এক রেকর্ড বললে, একবাক্য সকলে স্বীকার করে নেবে, ‘ক্রিজে বিরাট হ্যায় তো বহত কুছ মুমকিন হ্যায়…’

আসলে ওডিআই ক্রিকেটে ৩০০-র বেশি রান তাড়া করায় সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। যা থেকে প্রমাণিত হয়, রান তাড়া করার চাপ বিরাটের খেলায় কোনও প্রভাবই ফেলে না। আর তেমনটা না হলে ৩৩টি ওডিআই ম্যাচে ৩০০-র বেশি রান তাড়া করায় ৯টি শতরান করতে পারতেন না কোহলি। তাও আবার এই ৩৩টি ম্যাচে বিরাট ৬১.৭৬ গড়ে করেছেন ১৮৫৩ রান।

Next Article