T20 World Cup 2021: নেতৃত্বই ফারাক গড়ে দেবে ভারত-পাক ম্যাচের: হেডেন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 22, 2021 | 8:24 AM

কোচ হেডেন যে ভাবে ভারতের বিরুদ্ধে একসময় সাফল্য পেয়েছেন, ঠিক সে ভাবেই পাকিস্তান টিমকে সাফল্য দিতে চান টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাবরদের মতো তিনিও স্বপ্ন দেখছেন ভারত-বধের। আর তারপর ট্রফি জেতার।

T20 World Cup 2021: নেতৃত্বই ফারাক গড়ে দেবে ভারত-পাক ম্যাচের: হেডেন
T20 World Cup 2021: নেতৃত্বই ফারাক গড়ে দেবে ভারত-পাক ম্যাচের: হেডেন (ছবি-পাকিস্তান ক্রিকেট টুইটার)

Follow Us

দুবাই: ধুন্দুমার যুদ্ধের অপেক্ষায় ম্যাথু হেডেন (Matthew Hayden)। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার এখন পাকিস্তান টিমের ব্যাটিং কনসালট্যান্ট। নিজের কেরিয়ারে বরাবর ভারতের ‘কাঁটা’ ছিলেন তিনি। কোচ হিসেবেও নিজের বাবর আজমদের ঠিক সে ভাবেই দাঁড় করাতে চাইছেন বিরাট কোহলিদের মুখে।

ভারত ফেভারিট হলেও হেডেন পরিষ্কার বলছেন, ‘কোনও টিমই প্রধান্য দেখিয়ে ম্যাচ জিতবে না। তীব্র লড়াই থাকবে। পরিবেশ, পরিস্থিতির কারণেই দুটো টিম এখানে ভুলত্রুটি কম করবে। এখানে নেতৃত্ব একটা ফ্যাক্টর হবে। বাবর কিন্তু পাকিস্তানকে চমৎকার নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি। আর ব্যাটিং ধরলে, ও কিন্তু টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার। ভারত ওকেই টার্গেট করতে চাইবে। ক্যাপ্টেন এবং ব্যাটসম্যান হিসেবে ওর উপর চাপ থাকবে। কিন্তু দুটো চাপ সামলানোর ক্ষমতা রাখে।’

ভারত-পাকিস্তান (India vs Pakistan) দুই যুযুধান টিমকে নিয়ে হেডেনের মন্তব্য, ‘ভারত আর পাকিস্তানের মতো উত্তেজক কিছু ক্রিকেটে আর আমি দেখিনি। ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় যে চাপ থাকে, তার থেকে অনেক বেশি চাপ দুটো দেশ একে অপরের বিরুদ্ধে নামার সময় থাকে। তবে, চাপ ততটাই থাকবে, যতটা নিতে চাইবে প্লেয়াররা। এটুকু বলতে পারি, পাকিস্তান তৈরি। সুযোগ কাজে লাগাতে পারলে কিন্তু ইতিহাস তৈরি করতে পারবে পাকিস্তান টিম।’

টি-টোয়েন্টি হোক আর ওয়ান ডে, বিশ্বকাপে কখনও ভারত জিততে পারেনি। এ বার সেখান থেকে বেরিয়ে আসতেই পারে তাঁর টিম, মনে করছে হেডেন। তাঁর কথায়, ‘টিম দারুণ ভাবে তৈরি। কী ভাবে নিজেদের এই ম্যাচটার জন্য তৈরি করেছে, তার স্বপক্ষে অনেক কিছু বলা যেতে পারে। যাই বলি না কেন, আকাশছোঁয়া স্বপ্নের থেকে তা কমই হবে। এটুকু বলতে পারি, টিমের প্লেয়াররা সামান্য সুযোগটুকুও কাজে লাগানোর জন্য মরিয়া হয়ে রয়েছে। কিন্তু সবাই ঠান্ডা মাথায় ব্যাপারটা সামলাতে চাইছে।’

পাক টিমের ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার আগে হেডেন কখনও ভাবেননি দায়িত্ব পাবেন। আর সেই কারণেই নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। হেডেনের কথায়, ‘আমি কখনও স্বপ্নেও ভাবিনি যে, পাকিস্তান টিমের ড্রেসিংরুমে কোচ হিসেবে বসব কখনও।’

কোচ হেডেন যে ভাবে ভারতের বিরুদ্ধে একসময় সাফল্য পেয়েছেন, ঠিক সে ভাবেই পাকিস্তান টিমকে সাফল্য দিতে চান টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাবরদের মতো তিনিও স্বপ্ন দেখছেন ভারত-বধের। আর তারপর ট্রফি জেতার।

আরও পড়ুন: T20 World Cup 2021: সাকিবে ভর করে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

Next Article