IND vs AUS ODI Series: ওডিআই সিরিজ জিততে মরিয়া, অস্ট্রেলিয়া দলে ফিরলেন দুই বিধ্বংসী অলরাউন্ডার

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 23, 2023 | 2:20 PM

টেস্ট সিরিজের মতো গুরুত্বপূর্ণ হতে চলেছে ওডিআই সিরিজও। ভারতের মাটিতে বিশ্বকাপ। সে দিকে নজর রেখে টিম ঘোষণা করল অস্ট্রেলিয়া। ফিরলেন দুই তারকা ক্রিকেটার।

IND vs AUS ODI Series: ওডিআই সিরিজ জিততে মরিয়া, অস্ট্রেলিয়া দলে ফিরলেন দুই বিধ্বংসী অলরাউন্ডার
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: ভারত অস্ট্রেলিয়ার মধ্যে চলছে বর্ডার-গাভাসকর সিরিজ (Border-Gavaskar Trophy)। ইতিমধ্যে দুটি টেস্ট খেলা হয়ে গিয়েছে। নাগপুরে ও দিল্লি টেস্টে ভারতের (Team India) কাছে হেরেছে অজিরা। ইন্দোরে হতে চলেছে এই সিরিজের তৃতীয় টেস্ট। এরই মধ্যে ওডিআই (India vs Australia ODI Series) সিরিজের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। চোট সারিয়ে দলে ফিরলেন দুই তারকা অলরাউন্ডার। চার ম্যাচের টেস্ট সিরিজে বাকি আরও দুটি। এই দুটি টেস্টে হারলে অস্ট্রেলিয়া টিম আরও কোণঠাসা হয়ে পড়বে। তবে ওয়ান ডে সিরিজও দুই টিমের কাছে খুব গুরুত্বপূর্ণ। চলতি বছরের শেষদিকে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে ভারতের পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে একাত্ম হতে চাইবে অস্ট্রেলিয়া টিম। সে দিক থেকে দেখলে, এই ওডিআই সিরিজ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

বর্তমানে চোট সারিয়ে সম্পূর্ণ ফিট অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। পায়ের অস্ত্রোপচারের পর ম্যাক্সওয়েলের এটি প্রথম আন্তর্জাতিক সিরিজ হতে চলেছে। এই সিরিজে নিজেকে পুরনো ফর্মে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। মার্শও বাঁ পায়ে অস্ত্রোপচারের পর বাইশ গজে ফিরছেন। রোহিত শর্মার টিমের বিরুদ্ধে চ্যালেঞ্জ সামলে অস্ট্রেলিয়াকে সাফল্য দিতে চাইবেন। দলে রয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নারও। কনুইয়ে চোটের জন্য তিনি বর্ডার-গাভাসকর ট্রফির বাকি দুটি টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। তবে অস্ট্রেলিয়ার অন্যতম পেসার জশ হ্যাজেলউড চোটের কারণে ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন। ফলে টেস্ট সিরিজের মতোই একদিনের ম্যাচের সিরিজেও তাঁকে পাবে না অস্ট্রেলিয়া। দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন আরও এক পেসার ঝাই রিচার্ডসন। ভারতের বিরুদ্ধে এই সিরিজের গুরুত্ব বোঝাতে গিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক সভাপতি জর্জ বেইলি বলেছেন, “বিশ্বকাপ হতে আর মাত্র সাত মাস বাকি। ভারতের বিরুদ্ধে এই ম্যাচগুলি বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতিতে বড় ভূমিকা পালন করবে।”

আগামী মাসের ১৭ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ। রয়েছে তিনটি ম্যাচ। প্রথম ম্যাচটি মুম্বই এবং বাকি দুটি ম্যাচ বিশাখাপত্তনম ও চেন্নাইয়ে খেলা হবে।

অস্ট্রেলিয়া ওডিআই স্কোয়াড : প্যাট কামিন্স(অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

Next Article