IND vs ENG: ‘শুভমন হয়তো চেয়েছিল…,’ একাদশ নিয়ে প্রশ্ন তুললেন কিংবদন্তি
IND vs ENG 4th Test: আকাশ দীপ, অর্শদীপকে না পাওয়ায় বোলিংয়ে রাখা হয় অংশুলকেই। ব্যাটিং গভীরতা বাড়াতে নীতীশের পরিবর্তে একাদশে আনা হয় শার্দূল ঠাকুরকে। এই একাদশ বাছাই নিয়ে নানা প্রশ্নই উঠছে।

ইংল্যান্ড সিরিজে প্রতি ম্যাচেই একাদশে বদল আনতে হয়েছে। কখনও বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট, আবার কখনও বিকল্প ভেবে দেখেনি। ম্যাঞ্চেস্টার টেস্টের কথাই ধরা যাক। পেস বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি সিরিজ থেকে ছিটকে যান। পরিবর্তে অংশুল কম্বোজকে স্কোয়াডে আনা হয়। আকাশ দীপ, অর্শদীপকে না পাওয়ায় বোলিংয়ে রাখা হয় অংশুলকেই। ব্যাটিং গভীরতা বাড়াতে নীতীশের পরিবর্তে একাদশে আনা হয় শার্দূল ঠাকুরকে। এই একাদশ বাছাই নিয়ে নানা প্রশ্নই উঠছে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরও প্রশ্ন তুলছেন একাদশ নিয়ে।
শার্দূল ঠাকুর এই সিরিজে দুটি টেস্ট খেললেন। দীর্ঘ সময় পর টেস্ট স্কোয়াডে ফিরেছিলেন। কিন্তু সেই অর্থে ছাপ ফেলতে পারেননি। অথচ স্কোয়াডে কুলদীপ যাদবের মতো চায়নাম্যান স্পিনার থাকলেও তাঁকে এক ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি। কুলদীপকে খেলানো হলে বোলিংয়ে বৈচিত্র বাড়ত। টেস্টে সীমিত সুযোগে তাঁর পারফরম্যান্সও ভালো। সবচেয়ে বড় কথা, ট্র্যাডিশনাল স্পিনারের বাইরে খেলানো হলে প্রতিপক্ষ ব্যাটাররা চাপে পড়তে বাধ্য।
ভারতের প্রাক্তন অধিনায়ক এই বিতর্কে বলেছেন, ‘দিনের শেষে দলটা ক্যাপ্টেনেরই। তবে আমরা এটা বলতে পারিনি, ও চায়নি। হতেই পারে শুভমন কুলদীপকেই খেলাতে চেয়েছিল শার্দূলকে নয়।’ জো রুটের বিরুদ্ধে কুলদীপের ট্র্যাকরেকর্ড খুবই ভালো। সেই জো রুটই কিন্তু কেরিয়রের ৩৮তম টেস্ট সেঞ্চুরি করেছেন। ম্যাঞ্চেস্টারে তাঁর ১৫০ এবং বেন স্টোকসের ১৪১ রানের সৌজন্যেই ৬৬৯ রানের বিশাল স্কোর ইংল্যান্ডের।
