Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, PBKS: হয়তো একটা ধারণা তৈরি হয়েছিল, লড়াই সম্পর্কে মুখ খুললেন শ্রেয়স আইয়ার

Punjab Kings-Shreyas Iyer: ক্যাপ্টেন্সি করেছেন। তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়নও হয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও এ মরসুমে কেকেআর রিটেন করেনি শ্রেয়সকে। মেগা অকশনে তাঁকে নিয়েছে পঞ্জাব কিংস। ক্যাপ্টেন্সিও করবেন। এরই মাঝে সাক্ষাৎকারে নানা বিষয়ে বললেন শ্রেয়স আইয়ার।

IPL 2025, PBKS: হয়তো একটা ধারণা তৈরি হয়েছিল, লড়াই সম্পর্কে মুখ খুললেন শ্রেয়স আইয়ার
Image Credit source: PBKS/X
Follow Us:
| Updated on: Mar 18, 2025 | 8:35 PM

ঘরের মাঠে গত ওয়ান ডে বিশ্বকাপ থেকে শুরু করে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করে চলেছেন শ্রেয়স আইয়ার। দেশের জার্সিতে অন্য ফরম্যাটে অবশ্য ধারাবাহিক সুযোগ পাচ্ছেন না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সে ছিলেন শ্রেয়স। ক্যাপ্টেন্সি করেছেন। তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়নও হয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও এ মরসুমে কেকেআর রিটেন করেনি শ্রেয়সকে। মেগা অকশনে তাঁকে নিয়েছে পঞ্জাব কিংস। ক্যাপ্টেন্সিও করবেন। এরই মাঝে সাক্ষাৎকারে নানা বিষয়ে বললেন শ্রেয়স আইয়ার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করা শ্রেয়স আইয়ারকে নিয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা বলেছিলেন, ‘সাইলেন্ট হিরো’। একটা সময় শ্রেয়সকে নিয়ে বলা হচ্ছিল, শর্ট পিচ ডেলিভারি খেলতে পারেন না। গত ওয়ান ডে বিশ্বকাপ চলাকালীন দেখা গিয়েছিল, তৎকালীন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলাদা করে শর্ট বল নিয়ে প্র্যাক্টিস করছেন শ্রেয়স আইয়ার। যদিও এই বিষয়টি নিয়ে তাঁর বিরুদ্ধে একটি ধারনা তৈরি করা হয়েছিল, এমনটাই বলছেন শ্রেয়স।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পঞ্জাব কিংস ক্যাপ্টেন বলেন, ‘হয়তো আমাকে নিয়ে একটা ধারনা তৈরি হয়েছিল। নিজের দক্ষতার উপর সবসময়ই ভরসা ছিল। একজন অ্যাথলিটকে সবসময়ই নিজের দক্ষতার উন্নতি করতে হয়। প্রয়োজন অনুযায়ী নিজের মধ্যে পরিবর্তন আনতে হয়। আমিও ইতিবাচক মানসিকতা ধরে রেখে সেই প্রক্রিয়া চালিয়ে গিয়েছি।’

কে তাঁকে নিয়ে কী ভাবছেন, সেটা মাথায় না রেখে, নিজের উন্নতিতে জোর দিয়েছেন, জানিয়েছেন শ্রেয়স আইয়ার। ওয়ান ডে-তে টিম ইন্ডিয়ার নম্বর ফোর হয়ে উঠেছেন। বাকি দুই ফরম্যাটেও দ্রুতই কামব্যাক দেখা যাবে কি না সময়ই বলবে। আপাতত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই নজর শ্রেয়সের। দল বদলেছে, দায়িত্ব নয়।