ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে কেরিয়ারের সেরা স্থানে মেহেদি

May 26, 2021 | 7:23 PM

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি ওয়ান ডে ম্যাচে ৭ উইকেট নেন মেহেদি। ৭২৫ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ উঠে এসে দু'নম্বরে পৌঁছে গেছেন মেহেদি।

ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে কেরিয়ারের সেরা স্থানে মেহেদি
সৌজন্যে-টুইটার

Follow Us

দুবাই: আইসিসির (ICC) সদ্য প্রকাশিত ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে (ODI rankings) কেরিয়ারের সেরা স্থানে উঠে এলেন বাংলাদেশের (Bangladesh) স্পিনার মেহেদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)। বাংলাদেশের এই স্পিনার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন। আইসিসির ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ। অন্যদিকে ভারতীয় তারকা বোলার জশপ্রীত বুমরা নেমে গেছেন পঞ্চম স্থানে।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি ওয়ান ডে ম্যাচে ৭ উইকেট নেন মেহেদি। ৭২৫ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ উঠে এসে দু’নম্বরে পৌঁছে গেছেন মেহেদি। পাশাপাশি মুস্তাফিজুর রহমানও বেশ উন্নতি করেছেন। আট ধাপ উঠে এসে তিনি পৌঁছে গেছেন আইসিসি ওয়ান ডে র‍্যাঙ্কিংয়েরর প্রথম দশের তালিকায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি ম্যাচে মুস্তাফিজুর নিয়েছেন ৬ টি উইকেট। ৬৫২ পয়েন্ট নিয়ে মুস্তাফিজুর রয়েছেন ৯ নম্বরে। ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭৩৭। ৭০৮ পয়েন্ট নিয়ে আফগানিস্তানের মুজিব উর রহমান রয়েছেন তিন নম্বরে ও চার নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। তাঁর অর্জিত পয়েন্ট ৬৯১।

ওয়ান ডে বোলারদের তালিকায় বড়সড় পরিবর্তন হলেও ব্যাটসম্যানদের তালিকায় কোনও পরিবর্তন হয়নি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম রয়েছেন এক নম্বরে। দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে বিরাট কোহলি ও রোহিত শর্মা।

আরও পড়ুন: ছোটবেলার স্কুলে যৌন নিগ্রহের ঘটনা, চিন্তার ভাঁজ অশ্বিনের কপালে

Next Article