ছোটবেলার স্কুলে যৌন নিগ্রহের ঘটনা, চিন্তার ভাঁজ অশ্বিনের কপালে

নিজের ছোটবেলার স্কুলে এমন ঘটনার জন্য ক্ষোভে ফুসছেন অশ্বিন। পাশাপাশি নিজের দুই মেয়েকে নিয়েও চিন্তিত তিনি।

ছোটবেলার স্কুলে যৌন নিগ্রহের ঘটনা, চিন্তার ভাঁজ অশ্বিনের কপালে
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 26, 2021 | 6:43 PM

নয়াদিল্লি: প্রত্যেক মানুষের কাছে তাঁর ছোটবেলার স্কুলের (School) একটা আলাদা স্মৃতি থাকে। একটা গর্ব থাকে। কিন্তু সেই স্কুলের নাম কালিমালিপ্ত হলে, সেই গর্ব মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যায়। যে স্কুলে পড়াশোনা করে বড় হয়েছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) সেই স্কুলের নামের পাশে কালি লেগেছে। সেখানে ঘটেছে যৌন নিগ্রহের মতো ঘটনা। চেন্নাইয়ের (Chennai) পদ্ম শেশাদ্রি বালা ভবন বিদ্যালয়ের (PSBB) এক শিক্ষক রাজাগোপালনের বিরুদ্ধে যৌন নিগ্রহের (sexual harassment) অভিযোগ উঠেছে। এই ঘটনায় খুবই দুঃখ পেয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার।

নিজের ছোটবেলার স্কুলে এমন ঘটনার জন্য ক্ষোভে ফুসছেন অশ্বিন। পাশাপাশি নিজের দুই মেয়েকে নিয়েও চিন্তিত তিনি। টুইটারে অশ্বিন লেখেন, “এই ঘটনাটি জানার পর থেকে বেশ কয়েকটা রাত আমি খুবই অস্বস্তির মধ্যে কাটিয়েছি। আমি এই বিদ্যালয়ের পুরনো ছাত্র। তবে শুধু তার জন্য নয়, আমারও দুই মেয়ে রয়েছে। আজ রাজাগোপালনের মত শিক্ষকের নাম উঠে এসেছে। কিন্তু ভবিষ্যতের কথা আমাদের ভাবতে হবে। সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। গোটা ব্যবস্থাকে দ্রুত বদলে ফেলতে হবে।”

পাশাপাশি অশ্বিন আরও বলেন, “আমি জানি আইন আর বিচার ব্যবস্থা কিছুটা সময় নেবে। কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে।” চেন্নাইয়ের ওই স্কুল শিক্ষকে বিরুদ্ধে স্কুলের ছাত্রীরা অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগও জানিয়েছে। অশ্বিনের দুই মেয়ে রয়েছে। তাদের নিয়ে স্বাভাবিক ভাবেই এই ঘটনার পর চিন্তিত তিনি। সোশ্যাল মিডিয়াতে বরাবরই সরব অশ্বিন। তাই এ বার এখানেও তিনি তাঁর উদ্বেগের কথা তুলে ধরার পাশাপাশি, সকলকে সচেতন হওয়ার আর্জিও জানালেন।

আরও পড়ুন: মেসি-রোনাল্ডোদের মত নিখুঁত ! তাক লাগালেন ফুটবলার বিরাট