মেলবোর্নে ৪টি টেস্ট জয় ভারতের। বিদেশের কোনও একটি মাঠে সব থেকে বেশি টেস্ট জয়ে মেলবোর্নেই। ইংল্যান্ড ছাড়া মেলবোর্নে আর কোনও দল তিনটির বেশি টেস্ট জেতেনি।
গত ৫০ বছরে তৃতীয় দল হিসেবে নয়া নজির ভারতের। সিরিজে ০-১ এ পিছিয়ে থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ভারত।
চলতি শতকে অস্ট্রেলিয়া ভারতের মাটিতে যেকটা টেস্ট জিতেছে, ভারত অস্ট্রেলিয়ার মাটিতে তার থেকে বেশি টেস্ট জিতল।
মেলবোর্নে অভিষেক টেস্টে ৫ উইকেট সিরাজের। লাসিথ মালিঙ্গার পর দ্বিতীয় বোলার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট পেলেন তরুণ ভারতীয় পেসার।
৩২ বছরে প্রথমবার। কোনও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ঘরের মাঠে টেস্ট ম্যাচে অর্ধশতরান পেলেন না। অজিদের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৫ রান ক্যামারন গ্রিনের ব্যাটে।