Shreyas Iyer: আরে আমাকে জিজ্ঞাসা করো… PBKS ক্যাপ্টেন শ্রেয়সের ‘ম্যাক্সিমাম’ রাগ!
Watch Video: হায়দরাবাদের উপ্পলে শনি-রাতে ৮ উইকেটে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। বিধ্বংসী ছন্দে ১৪১ রানের অসাধারণ ইনিংস উপহার দেন অভিষেক শর্মা। ওই ম্যাচে পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স এক সময় রেগে গিয়েছিলেন। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল।

কলকাতা: আইপিএলে (IPL) টানা ৪ ম্যাচ হারার পর ঘরের মাঠে জয়ে ফিরেছে সানরাইজার্স হায়দরাবাদ। নেপথ্যে অভিষেক শর্মার অনবদ্য ১৪১ রানের ইনিংস। হাইস্কোরিং এই ম্যাচ হয়েছে বেশ উপভোগ্য। আর সেই ম্যাচেই পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এক সময় রেগে কাঁই হয়ে গিয়েছিলেন। কারণ কী? আসলে ফিল্ডিং টিম যখন কোনও রিভিউ নেয়, সেই সময় আম্পায়ারকে ফাইনাল সিগন্যাল দেন ক্যাপ্টেন। হায়দরাবাদের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েল একটি রিভিউ নিতে চান। সরাসরি আম্পায়ারকে সিগন্যাল দেন। আর তা দেখেই শ্রেয়স চটে যান। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে শ্রেয়সের মুখে-চোখে বিরক্তি। তারপর বেশ কিছু কথা বলেন তিনি।
আসলে হায়দরাবাদের তরুণ তুর্কি অভিষেক শর্মা যখন ব্যাটিং করছিলেন, সেই সময় আম্পায়ার একটি ওয়াইড দেন। গ্লেন ম্যাক্সওয়েল বল করছিলেন। সেই সময় ম্যাক্সির মনে হয়েছিল, বল প্যাডে টাচ করেছে। তিনি সরাসরি আম্পায়ারকে ডিআরএসের সিগন্যাল দেন। যা দেখে রেগে যান শ্রেয়স আইয়ার। ভাইরাল ভিডিয়ো অনুযায়ী, সেই সময় শ্রেয়স বলেন, ‘আম্পায়ার আমাকে জিজ্ঞাসা করো প্রথমে।’ যদিও শেষ অবধি শ্রেয়সই ফাইনাল সিগন্যাল দেন। সেই সময় অভিষেক ১২ বলে ৩৬ রানে ছিলেন।
Shreyas Iyer getting angry is a very rare sight. pic.twitter.com/mZG2D7BNcM
— PIXEL77 (@SaviourShrey96) April 12, 2025
Shreyash iyer i am the captain moment In SRH vs PBKS high scoring match Glenn Maxwell asked for review and umpire took it Then shreyash iyer came and said i am the captain ask me i will take review #SRHvsPBKSpic.twitter.com/bADvhNrLQw
— Viraj Rk17 (@VirajRk17) April 12, 2025
ম্যাক্সি আম্পায়ারের কাছে ডিআরএসের আবেদন করার পর, তিনি তা গ্রহণ করে নিতেই শ্রেয়স রেগে যান। তাঁর মতে আম্পায়ারের কাজ ক্যাপ্টেনের থেকে ফুল অ্যান্ড ফাইনাল সিগন্যাল নেওয়া। শ্রেয়সকে সেই অর্থে মাঠে রাগ প্রকাশ করতে দেখা যায় না। কিন্তু শনিবার তাঁকে মেজাজ হারাতে দেখা গেল।





