Suryakumar Yadav: সেঞ্চুরির পর ডাক! সূর্য ওঠার আগেই যেন ডুবে গেল

Apr 07, 2024 | 4:48 PM

IPL, Mumbai Indians: দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ঝকঝকে সেঞ্চুরি করেছিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। যদিও ফিল্ডিংয়ের সময় সেই ম্যাচে চোট পান। বাকি সময় নেতৃত্ব দিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। চোট কতটা গুরুতর সে সময় আন্দাজ করা যায়নি। সেটি যে খুবই গুরুতর ছিল, রিপোর্ট পাওয়ার পরই প্রকাশ্যে আসে। দীর্ঘদিন ধরে রিহ্যাব চলছিল সূর্যকুমার যাদবের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফেরার অপেক্ষায় ছিলেন স্কাই।

Suryakumar Yadav: সেঞ্চুরির পর ডাক! সূর্য ওঠার আগেই যেন ডুবে গেল
Image Credit source: BCCI

Follow Us

শেষ বার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন দেশের হয়েই। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের নেতৃত্বেও ছিলেন সূর্যকুমার যাদব। তার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জিতেছিল ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ৪-১ ব্যবধানে সিরিজ জয়। ব্যাট হাতেও দুর্দান্ত ফর্মে ছিলেন স্কাই। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরেই আতঙ্ক ঘিরে ধরে।

দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ঝকঝকে সেঞ্চুরি করেছিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। যদিও ফিল্ডিংয়ের সময় সেই ম্যাচে চোট পান। বাকি সময় নেতৃত্ব দিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। চোট কতটা গুরুতর সে সময় আন্দাজ করা যায়নি। সেটি যে খুবই গুরুতর ছিল, রিপোর্ট পাওয়ার পরই প্রকাশ্যে আসে। দীর্ঘদিন ধরে রিহ্যাব চলছিল সূর্যকুমার যাদবের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফেরার অপেক্ষায় ছিলেন স্কাই।

প্রথম তিন ম্যাচে স্কাইকে পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। ফিট সার্টিফিকেট না পাওয়াতেই খেলতে পারছিলেন না স্কাই। অবশেষে ফিট সার্টিফিকেট এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর প্রত্যাবর্তন হল। ভালো ইনিংস খেলার মঞ্চও তৈরি ছিল। রোহিত-ঈশান ওপেনিং জুটি যে শুরুটা দিয়েছিল, খোলা মনে ব্যাট করতে পারতেন স্কাই। প্রথমেই অবশ্য় ইয়র্কার সামলাতে হয় স্কাইকে। লেগ বিফোরের আবেদন উঠলেও দ্রুতই বোঝা যায়, বুটের আগে ব্যাটে লেগেছে।

অবশ্য থিঁতু হতে পারলেন না স্কাই। দ্বিতীয় ডেলিভারিতেই বড় শট খেলার চেষ্টায় আউট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির ইনিংসের পর প্রত্যাবর্তন হল শূন্য রানে। মুম্বইয়ের মিডল অর্ডারে যে ক্রাইসিস চলছিল, তা যেন মিটল না।

Next Article