Suryakumar Yadav : শেষ বলে ছক্কা, আইপিএলে নিজের প্রথম শতরান হাঁকালেন সূর্যকুমার

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 12, 2023 | 10:13 PM

MI vs GT, IPL 2023 : 'মিস্টার ৩৬০' নামে পরিচিত সূর্যকুমার যাদব এদিন দুটো অর্ধশতরানের পার্টনারশিপ খেললেন।

Suryakumar Yadav : শেষ বলে ছক্কা, আইপিএলে নিজের প্রথম শতরান হাঁকালেন সূর্যকুমার
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: একদিন আগেই অল্পের জন্য শতরান হাতছাড়া করেছিলেন যশস্বী জয়সওয়াল। রাজস্থান রয়্যালস ওপেনারের দু হাত ছড়িয়ে সেলিব্রেশন দেখা হয়নি ক্রিকেট জনতার। আইপিএলের দর্শকদের হতাশ করলেন না সূর্যকুমার যাদব। টি-২০ ফরম্যাটের সেরা ব্যাটারকে চেনা ছন্দে পাওয়া গিয়েছিল গত ম্যাচে। ৮৩ রানের ইনিংস খেলেছিলেন। পরের ম্যাচেই আইপিএলে তিন অঙ্কের ঘর পার করে গেলেন সূর্যকুমার। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের প্রথম শতরান হাঁকালেন সূর্য। চলতি আইপিএলের চতুর্থ শতরান এটি। তাঁর ব্যাটিং বিক্রমে টাইটান্সদের দুরন্ত বোলিংয়ের সামনে মুম্বই স্কোরবোর্ডে তুলল ২১৮ রান। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

‘মিস্টার ৩৬০’ নামে পরিচিত সূর্যকুমার যাদব এদিন দুটো অর্ধশতরানের পার্টনারশিপ খেললেন। বিষ্ণু বিনোদের সঙ্গে চতুর্থ উইকেটে ৪২ বলে ৬২ রান তোলেন। এরপর ষষ্ঠ উইকেটে ক্যামেরন গ্রিনের সঙ্গে জুটি বেঁধে ১৮ বলে ৫৪ রান তুললেন। যেখানে গ্রিনের অবদান মাত্র ৩ রান! শেষ তিন ওভারে ১৫টি বল খেললেন সূর্যকুমার। এই ১৫ বলে ৫০ রান এল তাঁর ব্যাটে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারি মাতিয়ে দিলেন সূর্যকুমার যাদব। ১৮তম ওভারে মোহিত শর্মার বলে তিনটি চার ও একটি ছয় হাঁকান। এরপর ১৯তম ওভারে মহম্মদ সামির বিরুদ্ধে হাঁকান একটি ছয় ও দুটি চার। শেষ ওভারে জোড়া ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করেন সূর্যকুমার যাদব। শতরান পূর্ণ করার জন্য শেষ বলে সূর্যের প্রয়োজন ছিল তিন রান। আলজারি জোসেফের বল বাউন্ডারির ওপারে ফেলে আইপিএলের প্রথম শতরান পূর্ণ করে নিলেন কুড়ি বিশের ফরম্যাটের সেরা ব্যাটার।

চলতি মরসুমের চতুর্থ শতরান এটি। ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে চলতি আইপিএলের প্রথম শতরান হাঁকিয়েছিলেন হ্যারি ব্রুক। এরপর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০৪ রানের ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়ার। মুম্বইয়ের বিরুদ্ধে হেরে গেলেও যশস্বী জয়সওয়াল খেলেন ১২৪ রানের ইনিংস। এদিন গুজরাটের বিরুদ্ধে সূর্যকুমার যাদব খেললেন অপরাজিত ১০৩ রানের ইনিংস।

Next Article