MI: টি-২০ ফর্ম্যাটে নবম খেতাব, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রাজত্ব বিস্তার করেছে MI

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 31, 2023 | 4:44 PM

MLC 2023: সিয়াটেলকে হারিয়ে উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে এমআই নিউ ইয়র্ক। টি-২০ ক্রিকেটে এমআই ফ্র্যাঞ্চাইজির এটি নবম খেতাব জয়।

MI: টি-২০ ফর্ম্যাটে নবম খেতাব, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রাজত্ব বিস্তার করেছে MI
MI: টি-২০ ফর্ম্যাটে নবম খেতাব, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রাজত্ব বিস্তার করেছে MI
Image Credit source: MLC Twitter

Follow Us

টেক্সাস: আইপিএলের (IPL) অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। ৫টি আইপিএল ট্রফি রয়েছে মুম্বইয়ের নামে। এ বার মার্কিন মুলুকের ফ্র্যাঞ্চাইজি লিগেও দাপট দেখিয়ে জিতল MI ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেট বিশ্বে যতগুলি ফ্র্যাঞ্চাইজি রয়েছে তার মধ্যে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি এমআই। এ বার এমআই এর মুকুটে জুড়ল নয়া পালক। MLC র উদ্বোধনী সংস্করণের চ্যাম্পিয়ন হয়েছে এমআই নিউ ইয়র্ক। বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরু হওয়ার পর এক দশকেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। গত ৫ বছরে বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রসার দ্রুত হতে দেখা গিয়েছে। ক্রিকেট বিশ্বে মুম্বইভিত্তিক ফ্র্যাঞ্চাইজির টিম রয়েছে ৫টি আলাদা টি-২০ টুর্নামেন্টে। সব টুর্নামেন্টেই নিজেদের দাপট দেখিয়েছে এমআই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে MI এর রাজত্ব

  1. মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি এই নিয়ে বিভিন্ন টি-২০ টুর্নামেন্টে ৯টি খেতাব জিতল।
  2. — ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ৫ বার খেতাব জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স।
  3. — চ্যাম্পিয়ন্স লিগ টি-২০-তে ২ বার জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স।
  4. — উইমেন্স প্রিমিয়ার লিগের একটি সংস্করণই অনুষ্ঠিত হয়েছে। আর তাতে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
  5. — এ বার মার্কিন মুলুকের টি-২০ লিগ মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হল MI।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোন সালে কোন খেতাব জিতেছে MI?

  • ২০১১ – সে বার মুম্বই ইন্ডিয়ান্স CLT20 খেতাব জিতেছিল।
  • ২০১৩ – আইপিএল এবং CLT20 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স
  • ২০১৫ – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
  • ২০১৭ – সে বছর মুম্বই ইন্ডিয়ান্স তৃতীয় আইপিএল খেতাব জিতেছিল।
  • ২০১৯ – মুম্বই ইন্ডিয়ান্স চতুর্থ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ট্রফি পেয়েছিল ২০১৯ সালে।
  • ২০২০ – ২০১৯ সালের পর ২০২০ সালেও আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মার ভারত।
  • ২০২৩ – চলতি বছরে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে উইমেন্স প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
  • ২০২৩ – আজ, ৩১ জুলাই মেজর লিগ ক্রিকেটের চ্যাম্পিয়ন হল MI।
Next Article