MI vs CSK, IPL 2021 Match 27 Results: পোলার্ডের চওড়া ব্যাট ম্যাচ জেতাল মুম্বইকে

| Updated on: May 01, 2021 | 11:38 PM

MI vs CSK Live Score: মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

MI vs CSK, IPL 2021 Match 27 Results: পোলার্ডের চওড়া ব্যাট ম্যাচ জেতাল মুম্বইকে
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস

আইপিএলে (IPL) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ মুখোমুখি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। দুই দলের কড়া টক্কর দেখার অপেক্ষায় ছিল ক্রিকেটপ্রেমীরা। টসে জিতে ধোনিদের প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে চেন্নাই তোলে ২১৮ রান। সিএসকের হয়ে সর্বোচ্চ রান করেন অম্বাতি রায়ডু ৭২*। মইন আলি করেছেন ৫৮ এবং ফাফ দু প্লেসি ৫০। রোহিতদের টার্গেট ছিল ২১৯। রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে টার্গেট পূর্ণ করে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। কায়রন পোলার্ডের ৮৭* রানের দুরন্ত ইনিংসে ভর করে ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 01 May 2021 11:30 PM (IST)

    ৪ উইকেটে জয়ী মুম্বই

    নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রানের টার্গেট পূর্ণ করে মুম্বই ইন্ডিয়ান্স। পোলার্ডের ৮৭ রানের দুরন্ত ইনিংসে ভর করে ম্যাচ জিতল মুম্বই।

  • 01 May 2021 11:23 PM (IST)

    জিমির উইকেট নিয়ে হ্যাটট্রিক স্যাম কারানের

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন জিমি নিশাম

  • 01 May 2021 11:21 PM (IST)

    হার্দিকের উইকেট হারাল মুম্বই

    স্যাম কারানের বলে ১৬ রান করে আউট হলেন হার্দিক পান্ডিয়া।

  • 01 May 2021 11:17 PM (IST)

    বাকি ২ ওভার

    মুম্বইয়ের জয়ের জন্য প্রয়োজন ১২ বলে ৩১ রান

  • 01 May 2021 11:08 PM (IST)

    ক্রুণাল ফিরলেন সাজঘরে

    ৩২ রান করে মাঠ ছাড়লেন ক্রুণাল পান্ডিয়া। স্যাম কারান ভেঙে দিলেন কায়রন-ক্রুণাল জুটি

  • 01 May 2021 10:58 PM (IST)

    ১৫ ওভারে মুম্বই ১৫৩/৩

    ৩ উইকেট হারানোর পর মুম্বইয়ের রাশ ধরেছেন কায়রন পোলার্ড। খেলা বাকি ৫ ওভারের।

  • 01 May 2021 10:56 PM (IST)

    পোলার্ডের হাফ সেঞ্চুরি

    মাত্র ১৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন কায়রন পোলার্ড।

  • 01 May 2021 10:38 PM (IST)

    মুম্বইয়ের শতরান

    ১২. ৩ ওভারে মুম্বই দলগত শতরান পূর্ণ করল।

  • 01 May 2021 10:29 PM (IST)

    ১০ ওভারে মুম্বই ৮১/৩

    প্রথম ১০ ওভারে ক্যাপ্টেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও কুইন্টন ডি’ককের উইকেট হারিয়ে মুম্বই তুলেছে ৮১ রান

  • 01 May 2021 10:27 PM (IST)

    মইনের খাতায় ডি’ককের উইকেট

    ৩৮ রান করে আউট হলেন কুইন্টন ডি’কক

  • 01 May 2021 10:23 PM (IST)

    সূর্যকুমার যাদবের উইকেট হারাল মুম্বই

    ৩ রান করে রবীন্দ্র জাডেজার বলে আউট হলেন সূর্যকুমার যাদব।

  • 01 May 2021 10:16 PM (IST)

    রোহিত আউট

    ৩৫ রান করে মাঠ ছাড়লেন মুম্বই অধিনায়ক।

  • 01 May 2021 10:06 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে মুম্বই তুলেছে ৫৮ রান

  • 01 May 2021 10:03 PM (IST)

    মুম্বইয়ের ৫০ রান

    ৫.১ ওভারে মুম্বই দলগত ৫০ রান পূর্ণ করল

  • 01 May 2021 10:01 PM (IST)

    ৫ ওভারে মুম্বই ৪৪/০

    প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে রোহিতরা তুলেছেন ৪৪ রান

  • 01 May 2021 09:36 PM (IST)

    মুম্বইয়ের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও কুইন্টন ডি’কক

  • 01 May 2021 09:23 PM (IST)

    মুম্বইয়ের টার্গেট ২১৯

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে চেন্নাই তুলেছে ২১৮ রান। রোহিতদের টার্গেট ২১৯

  • 01 May 2021 09:13 PM (IST)

    চেন্নাইয়ের দ্বিশতরান

    ১৮.৫ ওভারে চেন্নাই দলগত দ্বিশতরান পূর্ণ করল।

  • 01 May 2021 09:03 PM (IST)

    বাকি ৩ ওভার

    ১৭ ওভারে চেন্নাইয়ের স্কোর ৪ উইকেটে ১৭৪। পাশাপাশি জাডেজা ও রায়ডুর ৫০ রানের পার্টনারশিপও পূর্ণ

  • 01 May 2021 08:54 PM (IST)

    ১৫ ওভারে চেন্নাই ১৩৬/৪

    খেলা বাকি ৫ ওভারের।

  • 01 May 2021 08:35 PM (IST)

    সুরেশ রায়না ফিরলেন সাজঘরে

    মাত্র ২ রান করে পোলার্ডের বলে আউট হলেন সুরেশ রায়না।

  • 01 May 2021 08:35 PM (IST)

    ফাফ দু প্লেসি আউট

    ৫০ রান করে পোলার্ডের বলে আউট হলেন ফাফ দু প্লেসি।

  • 01 May 2021 08:34 PM (IST)

    দু প্লেসির হাফ সেঞ্চুরি

    ২৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন ফাফ দু প্লেসি ।

  • 01 May 2021 08:33 PM (IST)

    মইন আউট

    জশপ্রীত বুমরার বলে ১০.৫ ওভারে মইন আলি আউট হলেন

  • 01 May 2021 08:24 PM (IST)

    ১০ ওভারে চেন্নাই ৯৫/১

    ম্যাচের শুরুতেই ঋতুরাজের উইকেট হারানোর পর চেন্নাইকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ফাফ দু প্লেসি ও মইন আলি।

  • 01 May 2021 08:20 PM (IST)

    মইনের হাফ সেঞ্চুরি

    ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন মইন আলি।

  • 01 May 2021 08:08 PM (IST)

    চেন্নাইয়ের ৫০ রান

    ৬.১ ওভারে চেন্নাই সুপার কিংস দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 01 May 2021 07:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে চেন্নাই তুলেছে ৪৯ রান

  • 01 May 2021 07:54 PM (IST)

    ৫ ওভারে সিএসকে ৪২/১

    প্রথম ৫ ওভারে এক উইকেট হারিয়ে চেন্নাই তুলেছে ৪২ রান।

  • 01 May 2021 07:34 PM (IST)

    ওপেনার ঋতুরাজের উইকেট বোল্টের খাতায়

    ৪ রান করে মাঠ ছাড়লেন সিএসকের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড।

  • 01 May 2021 07:31 PM (IST)

    চেন্নাইয়ের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ফাফ দু প্লেসি ও ঋতুরাজ গায়কোয়াড।

  • 01 May 2021 07:08 PM (IST)

    সিএসকের প্রথম একাদশ

    চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড, ফাফ দু প্লেসি, মইন আলি, লুনগি এনগিডি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, শার্দূল ঠাকুর, দীপক চাহার।

  • 01 May 2021 07:07 PM (IST)

    মুম্বইয়ের প্রথম একাদশ

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি’কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, জিমি নিশাম, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, ধবল কুলকার্নি এবং জশপ্রীত বুমরা।

  • 01 May 2021 07:06 PM (IST)

    মুম্বইয়ের জার্সিতে অভিষেক এক ক্রিকেটারের

    চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে অভিষেক হল জিমি নিশামের

  • 01 May 2021 07:01 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন রোহিত শর্মা।

  • 01 May 2021 06:32 PM (IST)

    কোন দলের পাল্লা ভারি?

    আইপিএলে (IPL) এই নিয়ে মোট ৩০ বার মুখোমুখি হয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তার মধ্যে ১৮ বার জিতেছে মুম্বই। ১২ বার জিতেছে সিএসকে।

Published On - May 01,2021 11:37 PM

Follow Us: