MI vs DC, IPL 2021 Match 45 Result: রোহিতের মুম্বইকে হারাল ঋষভের দিল্লি

| Edited By: | Updated on: Oct 02, 2021 | 7:31 PM

MI vs DC Live Score: দেখুন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

MI vs DC, IPL 2021 Match 45 Result: রোহিতের মুম্বইকে হারাল ঋষভের দিল্লি
টিম দিল্লির উইকেট পাওয়ার সেলিব্রেশন (ছবি-আইপিএল টুইটার)

শারজা: আইপিএলের (IPL) ৪৬তম ম্যাচে আজ মুখোমুখি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। আজ, শনিবারের ডাবল হেডারের এটি প্রথম ম্যাচ।

শারজায় টসে জিতে মুম্বইকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটের বিনিময়ে ১২৯ রানে আটকে গেল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। ১২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুর দিকে হুড়মুড়িয়ে পড়েছিল দিল্লির টপ অর্ডারের ব্যাটাররা। তবে শেষ পর্যন্ত অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে দলের জয় অবধি ক্রিজে ছিলেন দিল্লির প্রাক্তন নেতা শ্রেয়স আইয়ার। ছয় মেরে দলকে জেতালেন রবিচন্দ্রন অশ্বিন। ৫ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নিল পন্থের দিল্লি। এই ম্যাচে ২ পয়েন্ট তুলে নিয়ে চেন্নাইয়ের মতো ১৮ পয়েন্ট হয়ে গেল দিল্লির। ১২ ম্যাচের ৯টিতে জয় ও ৩টি তে হারের ফলে দু’নম্বরে রয়েছেন পন্থরা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 02 Oct 2021 07:16 PM (IST)

    ৪ উইকেটে জয়ী দিল্লি

    ছয় মেরে দলকে জেতালেন রবিচন্দ্রন অশ্বিন। ৫ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নিল পন্থের দিল্লি। ১২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুর দিকে হুড়মুড়িয়ে পড়েছিল দিল্লির টপ অর্ডারের ব্যাটাররা। তবে শেষ পর্যন্ত অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে দলের জয় অবধি ক্রিজে ছিলেন দিল্লির প্রাক্তন নেতা শ্রেয়স আইয়ার।

  • 02 Oct 2021 07:14 PM (IST)

    টানটান শেষ ওভার

    শেষ ওভারে দিল্লির জয়ের জন্য প্রয়োজন ৪ রান

  • 02 Oct 2021 07:01 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারে দিল্লির স্কোর ৪ উইকেটে ১১১। শেষ ৩ ওভারে দিল্লির জয়ের জন্য প্রয়োজন ১৯ রান

  • 02 Oct 2021 06:51 PM (IST)

    ১৫ ওভারে দিল্লি ১০০/৪

    খেলা বাকি ৫ ওভারের। জয়ের জন্য দিল্লির প্রয়োজন ৩০ বলে ৩০ রান

  • 02 Oct 2021 06:43 PM (IST)

    শিমরন হেটমায়ার আউট

    জসপ্রীত বুমরার বলে আউট হলেন শিমরন হেটমায়ার। ১৫ রান করে মাঠ ছাড়লেন তিনি

  • 02 Oct 2021 06:32 PM (IST)

    অক্ষর প্যাটেল আউট

    ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন অক্ষর প্যাটেল

  • 02 Oct 2021 06:20 PM (IST)

    ১০ ওভারে দিল্লি ৬৫/৪

    খেলা বাকি ১০ ওভারের। দিল্লির জয়ের জন্য প্রয়োজন ৬৬ রান

  • 02 Oct 2021 06:13 PM (IST)

    ঋষভ পন্থ আউট

    ২৬ রান করে সাজঘরে ফিরলেন দিল্লির নেতা ঋষভ পন্থ

  • 02 Oct 2021 06:01 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল মুম্বই। দিল্লির তিন তাবড় ব্যাটারকে ৬ ওভারের মধ্যেই সাজঘরে পাঠিয়েছে এমআই পল্টন।

    ৬ ওভারে দিল্লি ক্যাপিটালস ৪৬/৩

  • 02 Oct 2021 05:57 PM (IST)

    ৫ ওভারে দিল্লি ৩৫/৩

    প্রথম ৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছে দিল্লি। স্কোরবোর্ডে উঠেছে ৩৫ রান

  • 02 Oct 2021 05:53 PM (IST)

    স্টিভ স্মিথ আউট

    ৯ রান করে আউট হলেন স্টিভ স্মিথ। পাওয়ার প্লে-র মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে দিল্লি

  • 02 Oct 2021 05:43 PM (IST)

    পৃথ্বীর উইকেট হারাল দিল্লি

    ক্রুণাল পান্ডিয়ার বলে এলবিডব্লিউ হলেন পৃথ্বী শ। ৬ রান করে সাজঘরে পৃথ্বী

  • 02 Oct 2021 05:39 PM (IST)

    রান আউট ধাওয়ান

    ৮ রান করে রান আউট হলেন দিল্লির ওপেনার শিখর ধাওয়ান

  • 02 Oct 2021 05:32 PM (IST)

    দিল্লির ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন শিখর ধাওয়ান ও ঋষভ পন্থ।

  • 02 Oct 2021 05:14 PM (IST)

    ১২৯ রানে মুম্বইয়ের ইনিংস শেষ

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটের বিনিময়ে ১২৯ রানে আটকে গেল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।

  • 02 Oct 2021 05:12 PM (IST)

    জয়ন্ত যাদব আউট

    শেষ ওভারে রবিচন্দ্রন অশ্বিন তুলে নিলেন জয়ন্ত যাদবের উইকেট

  • 02 Oct 2021 05:09 PM (IST)

    নাথান আউট

    হার্দিক পান্ডিয়ার পর নাথান নাইলের উইকেট তুলে নিলেন আবেশ খান

  • 02 Oct 2021 05:07 PM (IST)

    হার্দিক আউট

    আবেশ খানের বলে আউট হলেন হার্দিক পান্ডিয়া। ১৭ রান করেছেন তিনি

  • 02 Oct 2021 04:45 PM (IST)

    ১৫ ওভারে মুম্বই ৮৭/৫

    ক্রিজে পান্ডিয়া ব্রাদার্স। ১৫ ওভারে শতরানের গণ্ডি টপকাতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। বাকি ৫ ওভারে কত রান তুলবে হার্দিকরা, নজর এখন সেদিকেই

  • 02 Oct 2021 04:40 PM (IST)

    পোলার্ড আউট

    ৬ রান করে এনরিক নর্টজের শিকার হলেন কায়রন পোলার্ড।

  • 02 Oct 2021 04:32 PM (IST)

    সৌরভ তিওয়ারি আউট

    ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেন সৌরভ তিওয়ারি। অক্ষর প্যাটেল তৃতীয় উইকেট পেলেন। আর মুম্বই হারাল তাদের চতুর্থ উইকেট

  • 02 Oct 2021 04:20 PM (IST)

    স্কাই আউট

    ৩৩ রান করে সাজঘরে ফিরলেন সূর্যকুমার যাদব। অক্ষর প্যাটেল দিল্লিকে এনে দিলেন তৃতীয় উইকেট

  • 02 Oct 2021 04:18 PM (IST)

    ১০ ওভারে মুম্বই ৬৬/২

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে মুম্বই তুলেছে ৬৬ রান

  • 02 Oct 2021 04:00 PM (IST)

    ডি’কক আউট

    অক্ষর প্যাটেল তুলে নিলেন মুম্বই ওপেনার কুইন্টন ডি’ককের উইকেট। ১৯ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 02 Oct 2021 03:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে মুম্বই তুলেছে ৩৫ রান

  • 02 Oct 2021 03:54 PM (IST)

    ৫ ওভারে মুম্বই ৩২/১

    ক্যাপ্টেনের উইকেট হারিয়ে এগোচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। ৫ ওভারে মুম্বই ৩২/১

    কুইন্টন ডি’কক ১৫*, সূর্যকুমার যাদব ৯*

  • 02 Oct 2021 03:44 PM (IST)

    ৩ ওভারে মুম্বই ২২/১

    রোহিত শর্মার গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেছে মুম্বই। ৩ ওভারে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ২১

  • 02 Oct 2021 03:39 PM (IST)

    রোহিত শর্মা আউট

    ৭ রান করে মাঠ ছাড়লেন রোহিত শর্মা। অবেশ খানের বলে কাগিসো রাবাডার হাতে ক্যাচ দিলেন হিটম্যান

  • 02 Oct 2021 03:31 PM (IST)

    মুম্বইয়ের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও কুইন্টন ডি’কক।

  • 02 Oct 2021 03:24 PM (IST)

    ম্যাচের আগে খুনসুটিতে ঋষভ-রোহিত

    এক ফ্রেমে হিটম্যান-স্পাইডারম্যান

  • 02 Oct 2021 03:18 PM (IST)

    রঙিন জার্সিতে মাঠে নামবেন পন্থরা

    মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজ রঙিন জার্সি পরে মাঠে নামবে টিম দিল্লি

  • 02 Oct 2021 03:15 PM (IST)

    মুম্বইয়ের প্রথম একাদশ

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: কুইন্টন ডি’কক (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, ক্রুণাল পান্ডিয়া, কায়রন পোলার্ড, জয়ন্ত যাদব, হার্দিক পান্ডিয়া, নাথান নাইল, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরা।

  • 02 Oct 2021 03:07 PM (IST)

    দিল্লির প্রথম একাদশ

    টিম দিল্লিতে এক পরিবর্তন। ললিত যাদবের জায়গায় প্রথম একাদশে ফিরে এসেছেন পৃথ্বী শ।

    দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), স্টিভ স্মিথ, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, আভেশ খান, এনরিক নর্টজে।

  • 02 Oct 2021 03:04 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল দিল্লি ক্যাপিটালস।

    টসে জিতে মুম্বইকে ব্যাটিং করতে পাঠালেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ

  • 02 Oct 2021 03:01 PM (IST)

    টিম দিল্লি তৈরি, আর আপনারা তৈরি তো?

    কিছুক্ষণের মধ্যে আবু ধাবিতে শুরু হবে ঋষভ-রোহিত দ্বৈরথ

  • 02 Oct 2021 03:00 PM (IST)

    ম্যাচের আগে সাক্ষাৎ গব্বর-হিটম্যানের

  • 02 Oct 2021 02:58 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    এখনও পর্যন্ত আইপিএলে ২৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই-দিল্লি। যার মধ্যে ১৬টি ম্যাচে জিতেছেন রোহিত শর্মারা। ১৩টি ম্যাচে জিতেছে টিম দিল্লি।

Published On - Oct 02,2021 2:57 PM

Follow Us: