MI vs SRH, IPL 2021 Match 9 Result: ওয়ার্নারদের হারিয়ে এগিয়ে গেল মুম্বই

| Updated on: Apr 17, 2021 | 11:27 PM

MI vs SRH Live Score in Bengali: মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম সানরাইজার্স হায়দরবাদ (Sunrisers Hyderabad) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

MI vs SRH, IPL 2021 Match 9 Result: ওয়ার্নারদের হারিয়ে এগিয়ে গেল মুম্বই

চেন্নাইয়ে আজ মুখোমুখি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান তোলেন রোহিতরা। অরেঞ্জ অর্মিতে অভিষেকে জোড়া উইকেট নিয়েছেন মুজিব উর রহমান। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন কুইন্টন ডি’কক (৪০)। কায়রন পোলার্ড  ম্যাচের শেষের দিকে ৩৫ রান করে ওয়ার্নারদের জন্য ১৫১ রানের টার্গেট সেট করে দেন। ১৫১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ১৩৭ রানে আটকে যায় হায়দরাবাদ। নিজামের শহরকে ১৩ রানে হারিয়ে ম্যাচ পকেটে পুরল মায়ানগরী। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ রান করেন জনি বেয়ারস্টো (৪৩)। অধিনায়ক ওয়ার্নার ৩৬ রান করে রান আউট হন।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 17 Apr 2021 11:12 PM (IST)

    ১৩ রানে জিতল মুম্বই

    ১৩৭ রানে অলআউট সানরাইজার্স হায়দরাবাদ।

  • 17 Apr 2021 11:10 PM (IST)

    ভুবনেশ্বকুমার ফিরলেন বোল্ড হয়ে

    ১ রান করে বোল্ড হলেন ভুবনেশ্বর কুমার

  • 17 Apr 2021 11:09 PM (IST)

    টানটান শেষ ওভার

    ছয় বলে ১৭ রান প্রয়োজন হায়দরাবাদের

  • 17 Apr 2021 11:07 PM (IST)

    বিজয় শংকরের উইকেট হারাল হায়দরাবাদ

    ২৮ রান করে সাজঘরে ফিরলেন বিজয় শংকর

  • 17 Apr 2021 11:03 PM (IST)

    আউট রশিদ খান

    বোল্টের বলে এলবিডব্লিউ হলেন রশিদ খান

  • 17 Apr 2021 11:00 PM (IST)

    রান আউট হলেন আব্দুল সামাদ

    ৭ রান করে সাজঘরে ফিরলেন আব্দুল সামাদ।

  • 17 Apr 2021 10:42 PM (IST)

    ১৫ ওভারে হায়দরাবাদ ১০৪/৫

    এক ওভারে পরপর দুই উইকেট হারিয়ে চাপে হায়দরাবাদ।

  • 17 Apr 2021 10:42 PM (IST)

    অভিষেক শর্মাকে ফেরালেন রাহুল চাহার

    ২ রান করে মাঠ ছাড়লেন অভিষেক শর্মা।

  • 17 Apr 2021 10:38 PM (IST)

    ফের উইকেট পতন হায়দরাবাদের

    বিরাট সিং ১১ রান করে মাঠ ছাড়লেন

  • 17 Apr 2021 10:36 PM (IST)

    সানরাইজার্স হায়দরাবাদের শতরান

    ১৩.৪ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের দলগত শতরান পূর্ণ

  • 17 Apr 2021 10:23 PM (IST)

    রান আউট হলেন ওয়ার্নার

    ৩৬ রান করে রান আউট হলেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার

  • 17 Apr 2021 10:14 PM (IST)

    ১০ ওভারে ওয়ার্নারদের স্কোর ৭৪/২

    ক্রিজে রয়েছেন বিরাট সিং ও ডেভিড ওয়ার্নার

  • 17 Apr 2021 10:11 PM (IST)

    রাহুল চাহার নিলেন মনীশ পাণ্ডের উইকেট

    ২ রান করে আউট হলেন মনীশ পাণ্ডে

  • 17 Apr 2021 10:03 PM (IST)

    সাজঘরে ফিরলেন বেয়ারস্টো

    ৪৩ রান করে মাঠ ছাড়লেন জনি বেয়ারস্টো। ক্রুণাল পান্ডিয়ার বলে আউট হলেন তিনি।

  • 17 Apr 2021 09:53 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    ৬ ওভারে ওয়ার্নারদের স্কোর বিনা উইকেটে ৫৭

  • 17 Apr 2021 09:48 PM (IST)

    ৫ ওভারে হায়দরাবাদ ৫৫/০

    ভালো শুরু সানরাইজার্স হায়দরাবাদের। প্রথম ৫ ওভার থেকে এসেছে ৫টি চার ও ৪টি ছয়।

  • 17 Apr 2021 09:47 PM (IST)

    হায়দরাবাদের ৫০ রান

    ৪.৪ ওভারে হায়দরাবাদের দলগত ৫০ রান পূর্ণ। পাশাপাশি ৫০ রানের পার্টনারশিপও পূর্ণ ওয়ার্নার-বেয়ারস্টোর।

  • 17 Apr 2021 09:23 PM (IST)

    হায়দরাবাদের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো।

  • 17 Apr 2021 09:07 PM (IST)

    হায়দরাবাদের টার্গেট ১৫১

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে রোহিতরা ৫ উইকেট হারিয়ে তুলেছেন ১৫০ রান।

  • 17 Apr 2021 09:01 PM (IST)

    হার্দিক ফিরলেন সাজঘরে

    ১৮.৪ ওভারে খালিল আহমেদের বলে আউট হলেন হার্দিক পান্ডিয়া। ৭ রান করে মাঠ ছাড়লেন মুম্বইয়ের অলরাউন্ডার

  • 17 Apr 2021 08:56 PM (IST)

    বাকি মাত্র ৩ ওভার

    মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ১১৫।

  • 17 Apr 2021 08:52 PM (IST)

    ঈশানের উইকেট নিলেন মুজিব

    ১২ রান করে সাজঘরে ফিরলেন মুম্বইয়ের তরুণ ক্রিকেটার

  • 17 Apr 2021 08:40 PM (IST)

    ১৫ ওভারে মুম্বই ১০১/৩

    ক্রিজে রয়েছেন কায়রন পোলার্ড ও ঈশান কিষাণ

  • 17 Apr 2021 08:38 PM (IST)

    মুম্বইয়ের শতরান

    ১৪.৩ ওভারে মুম্বইয়ের দলগত শতরান পূর্ণ হল।

  • 17 Apr 2021 08:33 PM (IST)

    অভিষেকে প্রথম উইকেট মুজিবের

    কুইন্টন ডি'ককের উইকেট নিলেন মুজিব উর রহমান। ৪০ রান করে মাঠ ছাড়লেন মুম্বই ওপেনার

  • 17 Apr 2021 08:19 PM (IST)

    ১০ ওভারে মুম্বই ৭৫/২

    ক্রিজে রয়েছেন ঈশান-ডি'কক।

  • 17 Apr 2021 08:12 PM (IST)

    সূর্যকুমারকে ফেরালেন বিজয়

    ৮.৩ ওভারে সূর্যকুমার যাদবের উইকেট তুলে নিলেন বিজয় শংকর। ১০ রান করে সাজঘরে ফিরলেন সূর্য।

  • 17 Apr 2021 08:02 PM (IST)

    রোহিতকে ফেরালেন বিজয়

    মুম্বই অধিনায়ক রোহিত শর্মার উইকেট নিলেন বিজয় শংকর। ৩২ রান করে ফিরলেন রোহিত

  • 17 Apr 2021 07:59 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল মুম্বই। ৬ ওভারে রোহিতদের স্কোর বিনা উইকেটে ৫৩।

  • 17 Apr 2021 07:58 PM (IST)

    মুম্বইয়ের ৫০ রান পূর্ণ

    ৫.৩ ওভারে মুম্বই দলগত ৫০ রান পূর্ণ করল

  • 17 Apr 2021 07:55 PM (IST)

    ৫ ওভারে মুম্বই ৪৮/০

    ভালো শুরু মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম ৫ ওভার থেকে এসেছে ৫টি চার ও ২টি ছয়।

  • 17 Apr 2021 07:31 PM (IST)

    মুম্বইয়ের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও কুইন্টন ডি'কক।

  • 17 Apr 2021 07:30 PM (IST)

    মুম্বইয়ের জার্সিতে অভিষেক এক ক্রিকেটারের

    মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে অভিষেক হল অ্যাডাম মিলনের।

  • 17 Apr 2021 07:23 PM (IST)

    অরেঞ্জ আর্মিতে দুই ক্রিকেটারের অভিষেক

    সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে অভিষেক হল বিরাট সিং ও মুজিব উর রহমানের।

  • 17 Apr 2021 07:18 PM (IST)

    হায়দরাবাদের প্রথম একাদশ

    সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, মণীশ পাণ্ডে, বিরাট সিং, আব্দুল সামাদ, বিজয় শংকর, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, মুজিব উর রহমান, খালিল আহমেদ।

  • 17 Apr 2021 07:16 PM (IST)

    মুম্বইয়ের প্রথম একাদশ

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে এবং জশপ্রীত বুমরা।

  • 17 Apr 2021 07:02 PM (IST)

    টসে জিতল মুম্বই

    টসে জিতে ব্যাটিং বেছে নিলেন রোহিত শর্মা

  • 17 Apr 2021 06:40 PM (IST)

    কোন দলের পাল্লা ভারি?

    আইপিএলে এই নিয়ে দুই দল ১৬ বার মুখোমুখি হয়েছে। মুম্বই জিতেছে ৮ বার। হায়দরাবাদও জিতেছে ৮ বার। আজ কোন দল এগিয়ে যাবে? নজর থাকবে সেদিকে।

Published On - Apr 17,2021 11:26 PM

Follow Us: