পশ্চিমি দাদাগিরির কারণেই পাক সফর বাতিল ইংল্যান্ডের: মাইকেল হোল্ডিং

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 07, 2021 | 8:29 AM

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার স্পষ্ট কথা বলার জন্যই ক্রিকেট সার্কিটে বিখ্যাত। নিরপাত্তার কারণে নিউজিল্যান্ড পাক সফর বাতিল করার পরই একই পথে হেঁটেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও। যা নিয়ে তীব্র আপত্তি তুলেছিলেন অনেকেই। তবে হোল্ডিংয়ের মতো সোজা কথাটা কেউ বলেননি।

পশ্চিমি দাদাগিরির কারণেই পাক সফর বাতিল ইংল্যান্ডের: মাইকেল হোল্ডিং
মাইকেল হোল্ডিং (ছবি-টুইটার)

Follow Us

লন্ডন: ‘পশ্চিমি দাদাগিরি’র কারণেই পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড (England)। এমনই বলছেন মাইকেল হোল্ডিং (Michael Holding)। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার স্পষ্ট কথা বলার জন্যই ক্রিকেট সার্কিটে বিখ্যাত। নিরপাত্তার কারণে নিউজিল্যান্ড পাক সফর বাতিল করার পরই একই পথে হেঁটেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও। যা নিয়ে তীব্র আপত্তি তুলেছিলেন অনেকেই। তবে হোল্ডিংয়ের মতো সোজা কথাটা কেউ বলেননি।

হোল্ডিয়ের কথায়, ‘ইংল্যান্ডের পাক সফর বাতিল যে ইঙ্গিত বয়ে এনেছে, তা হল পশ্চিমি দাদাগিরি। অনেকটা যেন, আমার যে ভাবে মনে হবে, ঠিক সে ভাবেই তোমার সঙ্গে ব্যবহার করব। এর জন্য তোমার কী মনে হচ্ছে, তা নিয়ে ভাবব না। আমার যা ইচ্ছে, তাই করব। এটা পাকিস্তানের সঙ্গে করা যায়। ওদের বদলে যদি ভারত হত, তা হলে এটা করতে পারত না। কারণ, ভারত অর্থনৈতিক ভাবে তো বটেই, আন্তর্জাতিক ক্ষেত্রেও ক্ষমতাশালী।’

কোভিডের মধ্যেও পাকিস্তান কিন্তু ইংল্যান্ড সফর করেছিল। সেটা মনে রাখেনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। হোল্ডিং বলেছেন, ‘পাকিস্তান এমন একটা সময় ইংল্যান্ড গিয়েছিল, যখন ভ্যাকসিন ততটা সহজলভ্য হয়নি। তার পরও ওরা পাকিস্তানে ওই দেশে গিয়েছিল, খেলেছিল। ওই সময়টা বায়ো বাবলে ছিল পাক ক্রিকেটাররা। আমি তাই ছিলাম। কারণ, ওটাই ছিল সেরা রাস্তা।’

ইসিবির তীব্র সমালোচনা করে হোল্ডিং জুড়েছেন, ‘পাকিস্তান টিম কিন্তু ওই পরিস্থিতিতেও ইংল্যান্ডকে সম্মান জানিয়েছিল। ঠিক যতটা সম্মান দাবি করেছিল ইংল্যান্ড। এটাই সময় ছিল পাকিস্তানকে তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার।’

পর পর দুটো দেশ পাক সফর থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা অত্যন্ত চটে গিয়েছিলেন। তিনি বলেই দিয়েছিলেন, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড যে শিক্ষা দিয়েছে, তা থেকে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, পাকিস্তান আগামী দিনের স্বার্থের কথাই আগে ভাববে।

রামিজ বলেছিলেন, ‘পুরো ব্যাপারটা খুব হতাশাজনক। ইংল্যান্ডের পাক সফর বাতিল করা প্রত্যাশিত ছিল। কারণ পশ্চিমী দেশগুলো সব সময় এক হয়ে থাকার চেষ্টা করে। একে অপরের পাশে থাকে। আর তাই নিরাপত্তার হুজুগ তুলে ওরা সরে গিয়েছে। নিউজিল্যান্ড কেন সফর বাতিল করছে, তার যথাযথ কারণ কিন্তু ওরা তুলে ধরতে পারেনি।’

Next Article