লন্ডন: বিরাট কোহলি (Virat Kohli) যে স্বার্থপর নন, নিজেই প্রমাণ করলেন! ক্রিকেট দুনিয়া ভিকের আচমকা টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়াকে এ ভাবেই দেখছে। শুধু তাই নয়, ক্যাপ্টেন বিরাটের থেকে অনেক বেশি এ বার ব্যাটসম্যান বিরাটকে দেখার অপেক্ষায় তাঁরা।
মাইকেল ভনের (Michael Vaughan) মতো প্রাক্তন ক্রিকেটার টুইটারে লিখেছেন, ‘স্বার্থপরহীন সিদ্ধান্ত। ওয়েল ডান বিরাট! এই সিদ্ধান্ত তোমাকে খানিকটা হলেও ফুরফুরে হাওয়া দেবে। চাপ থেকে অনেকটাই মুক্তি পাবে তুমি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারতের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে বিরাটকে। ওই টুর্নামেন্ট জয় দিয়ে বাঁধিয়ে রাখতে চাইবেন তিনি। এমনই মনে করছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর কথায়, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিতেই ও ক্যাপ্টেন্সি ছাড়বে। ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ায় ওর চাপ অনেকটা কমে গেল। বিশ্বকাপটাতেই যে ও শেষবার ভারতের অধিনায়কত্ব করতে নামবে, সেটা খুব ভালো করেই জানে। এটা ভারতীয় টিমকে বাড়তি সুবিধা দেবে।’
ক্যাপ্টেন্সি ছাড়ায় বিরাট নিজের ব্যাটিংয়ে অনেক বেশি মনোঃসংযোগ করতে পারবে, এমনই মনে করছেন গাভাসকর। সানির কথায়, ‘যখন কেউ ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়, সে নিজের ব্যাটিং বা বোলিংয়ে অনেক বেশি মনোঃসংযোগ করতে পারে। আর তাতে যদি ব্যর্থ হয়, টিম থেকে বাদ পড়ে যায়। যে কোনও প্রাক্তন ক্যাপ্টেন এটা খুব করেই জানে। ফলে, সে নিজেকে আরও বেশি তুলে ধরার চেষ্টা করে।’
বিরাটের ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত তাঁর ভক্তদের চরম হতাশ করেছে। টুইটারে নিজের যন্ত্রণা গোপনও রাখেননি তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার কিন্তু নিজের পথ বেছে নিয়েছেন। ব্যাটিংয়েই অনেক বেশি ফোকাস করবেন। টিমকে জেতাতে হলে বিরাটকে আবার আগের মতো রানমেশিন হয়ে উঠতে হবে।
আরও পড়ুন: Virat Kohli: বিরাট টিম ইন্ডিয়ার মূল্যবান সম্পদ: সৌরভ
আরও পড়ুন: Virat Kohli: হঠাৎই টি-টোয়েন্টির ক্যাপ্টেন্সি ছাড়লেন আগ্রাসী বিরাট