লন্ডন: বর্ণবিদ্বেষ (racism) বিতর্কে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন মাইকেল ভন (Michael Vaughan)। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার যতই অস্বীকার করুন, তাঁর কথায় যে সন্তুষ্ট নয় ক্রিকেটমহল, তা ক্রমশ প্রকাশ হয়ে পড়ছে। ইয়র্কশায়ারে (Yorkshire) খেলার সময় আজিম রফিক বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। এ নিয়ে তোলপাড় শুরু হতেই রীতিমতো নড়েচড়ে বসেছে আইসিসি। খেলার মান ও খেলার সংস্কৃতি যাতে কোনও ভাবেই নষ্ট না হয়, সে ব্যাপারে অত্যন্ত কড়া মানসিকতা অতীতেও দেখিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। অভিযুক্ত ভনের ব্যাপারেও তারা কঠোর মনোভাবই প্রদর্শন করবে। ইসিবি ইতিমধ্যেই ইয়র্কশায়ারের যাবতীয় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন বাতিল করে দিয়েছে। অসংখ্য স্পনসর নাম তুলে নিয়েছে।
আইসিসি (ICC) বা ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) এ নিয়ে এখনও কোনও বিবৃতি না দিলেও ভন ক্রমশ নিজের জায়গা হারাতে শুরু করেছেন। আজিমের রিপোর্টে নাম রয়েছে ভনের। ইয়র্কশায়ারে খেলার সময় ভনও নাকি বর্ণবিদ্বেষমূলত মন্তব্য করতেন। আর সেই কারণেই আপাতত ইংল্যান্ডের একটি নামী ব্রডকাস্টিং সংস্থা থেকে সরিয়ে দেওয়া হল প্রাক্তন ক্রিকেটারকে। ওই সংস্থার তরফে বলা হয়েছে, যদিও ভন পুরো অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন, কিন্তু তাঁরা এটাকে হালকা নিচ্ছেন না। বিশেষ করে বর্ণবিদ্বেষের মতো অভিযোগের ক্ষেত্রে তো নয়ই। যে কারণে ওঁকে কেন্দ্র করে যে শো চলত, তা এখন বন্ধ রাখা হচ্ছে।
আজিম ইয়র্কশায়ারে খেলাকালীন বারবার বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। তাঁর এক সময়ের সঙ্গী প্রাক্তন পাক পেসার রানা নাভেদ উল হাসানও সমর্থন করেছেন আজিমকে। সারা বিশ্ব জুড়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন চলছে। ইংল্যান্ডের কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ও দীর্ঘদিন ধরে বর্ণবিদ্বেষের শিকার। এমনকি, এশিয়ার যে সব মানুষ ইংল্যান্ড বা ইউরোপের বিভিন্ন দেশে থাকেন, তাঁদেরও কোনও না কোনও সময় এই অভিজ্ঞতা হয়েছে। আজিমের অভিযোগ পাওয়ার পর তাই নড়েচড়ে বসেছিল ইয়র্কশায়ার প্রশাসন। অভিযোগ যে মিথ্যে নয়, তা প্রমাণ হয়ে গিয়েছে। তারপরই ইয়র্কশায়ারের প্রেসিডেন্ট নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু ভন কি এতে জড়িত? আজিমের অভিযোগ ধরলে কিন্তু তিনিও জড়িত।
ভন কী বলেছিলেন আজিমকে? ভন যা নিয়ে বলেছেন, ‘বর্ণবিদ্বেষমূলক কোনও মন্তব্য তিনি করেননি। তবে আজিমদের বলেছিলাম, তোমরা একঝাঁক এশিয়ান টিমে রয়েছে। কিছু করো টিমের জন্য।’ কিন্তু তাতেও ভনকে নির্দোষ মানছেন না কেউই।