Manoj Tiwary: ময়দানে মন্ত্রীমশাইয়ের সেঞ্চুরি

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Dec 27, 2021 | 5:35 PM

কলকাতা ময়দানে মন্ত্রীর সেঞ্চুরি নজিরবিহীন ঘটনা। এর আগে মন্ত্রী হওয়ার পর ময়দানে খেলেছিলেন লক্ষ্মীরতন শুক্লা। তবে ক্লাব ক্রিকেটে প্রথম ডিভিশন একদিনের ক্রিকেট টুর্নামেন্টে মন্ত্রী মনোজের সেঞ্চুরি অবশ্যই বিরল নজির। ১০০ বলে ১০৩ রানে অপরাজিত থাকলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ইনিংসে সাজানো ৬টা ছয় আর ১০টা চার।

Manoj Tiwary: ময়দানে মন্ত্রীমশাইয়ের সেঞ্চুরি
মনোজ তিওয়ারি। ছবি: CAB মিডিয়া

Follow Us

কলকাতা: ময়দানে মন্ত্রীমশাইয়ের সেঞ্চুরি। সিএবি (CAB) প্রথম ডিভিশন ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকালেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। ওয়াইএমসিএ-র (YMCA) বিরুদ্ধে মোহনবাগানের হয়ে শতরান করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

কলকাতা ময়দানে মন্ত্রীর সেঞ্চুরি নজিরবিহীন ঘটনা। এর আগে মন্ত্রী হওয়ার পর ময়দানে খেলেছিলেন লক্ষ্মীরতন শুক্লা। তবে ক্লাব ক্রিকেটে প্রথম ডিভিশন একদিনের ক্রিকেট টুর্নামেন্টে মন্ত্রী মনোজের সেঞ্চুরি অবশ্যই বিরল নজির। ১০০ বলে ১০৩ রানে অপরাজিত থাকলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ইনিংসে সাজানো ৬টা ছয় আর ১০টা চার।

ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৩ রানে শেষ হয়ে যায় ওয়াইএমসিএ-র ইনিংস। ২৬.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় মোহনবাগান। ৫৬ রানে অপরাজিত থাকেন অভিমন্যু ঈশ্বরন। ২ ওভার হাত ঘোরালেও কোনও উইকেট পাননি মনোজ। মন্ত্রীত্ব পাওয়ার পরও ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন। বাংলার হয়ে এ বার রঞ্জি খেলার ঘোষণাও করেছিলেন তিনি। সেই মতো বাংলা শিবিরে যোগ দিয়ে অনুশীলনও করছেন। নিজেকে ব্যাটিং ফর্মে রাখতে ক্লাব ক্রিকেটেও খেলা চালিয়ে যাচ্ছেন মনোজ তিওয়ারি।

 

আরও পড়ুন: Ravi Shastri on Virat Kohli: বিরাটকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরানো নিয়ে মুখ খুললেন শাস্ত্রী

 

Next Article