আমেদাবাদ: ভারতকে হারিয়ে ষষ্টবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia)। বিশ্বজয় করে ঔদ্ধত্য় যেন বাধ মানছে না অজিদের। জেতার পর অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) জানান, লক্ষাধিক মানুষকে চুপ করিয়ে দেওয়ার মতো শান্তি আর কিছুতে নেই। আর জয়ের পর সদ্য জেতা সোনালী ট্রফিতে পা দিয়ে বিশ্রাম আর এক অজি তারকা মিচেল মার্শের (Mitchell Marsh)। বিশ্বকাপ জিতেও চরম বিতর্কের মুখে অস্ট্রেলিয়া। মার্শের এই আচরণ একেবারেই ভালো ভাবে নেয়নি নেটপাড়া। প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার সংস্কৃতি। কী বলছেন নেটিজেনরা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবদনে।
ভারতকে হারিয়ে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। এ দিন জয়ের পর, বিশ্বকাপের উপর পা তুলে বিশ্রাম নিতে দেখা গিয়েছে অজি তারকা মার্শকে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করেছেন অজি অধিনায়ক প্য়াট কামিন্স। ছবিটি দেখে বোঝাই যাচ্ছে খোসমেজাজে নিজেদের মধ্যে আড্ডায় ব্যস্ত অজিরা। আর এই ছবি ভাইরাল হতেই চটেছে নেটপাড়া। মুহূর্তে ভাইরাল হয়েছে এই ছবি। মার্শের এই আচরণকে ‘অসম্মানজনক’ বলে দাগিয়েছে নেটপাড়ার একাংশ। বিশ্বকাপ জিতে আনন্দে আত্মহারা হয়ে এমন ঘটনা ঘটিয়ে ট্রোলের মুখে পড়েছেন মার্শ। তাঁর এই আচরণ যে একেবারেই ভালোভাবে নিচ্ছে না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তা বুঝিয়ে দিয়েছে তারা।
ঔদ্ধত্য আর অস্ট্রেলিয়া যেন সমার্থক। নইলে ট্রফিতে পা দেওয়ার মতো কাজ কী করে করলেন মার্শ! প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কেউ-কেউ। মার্শকে বিঁধতে ১৯৮৩ বিশ্বকাপের নায়ক কপিল দেবের উদাহরণ টেনেছেন অনেকে। দেশের জার্সিতে বিশ্বকাপ জিতে, তা মাথায় তুলে নিয়েছিলেন হরিয়ানা হ্যারিকেন। এটাই যে ভারতের সংস্কৃতি, তা গোটা পৃথিবীকে আরও এক বার মনে করিয় দিচ্ছে নেটিজেনরা। ২০২২ ফিফা বিশ্বকাপ জিতে, সাধের সোনালী ট্রফিকে নিজের সন্তানের মতো বুকে আগলে ঘুমিয়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এটাই তো যোগ্য সম্মান, বলছেন কেউ-কেউ।