AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AUS vs WI: দিন-রাতের টেস্টে মিচেল স্টার্কের নয়-ছয়, ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ!

Australia vs West Indies: এর কারিগর অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। মাত্র ১ রানের জন্য আরও বড় লজ্জার হাত থেকে বেঁচেছে ওয়েস্ট ইন্ডিজের মতো ঐতিহ্যশালী টিম।

AUS vs WI: দিন-রাতের টেস্টে মিচেল স্টার্কের নয়-ছয়, ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ!
Image Credit: PTI
| Updated on: Jul 15, 2025 | 4:54 PM
Share

টেস্ট ক্রিকেটের ইতিহাসে লজ্জার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ২৭ রানেই অলআউট! টেস্ট ক্রিকেটে এটিই দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। আর এর কারিগর অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। মাত্র ১ রানের জন্য আরও বড় লজ্জার হাত থেকে বেঁচেছে ওয়েস্ট ইন্ডিজের মতো ঐতিহ্যশালী টিম। টেস্টে সর্বনিম্ন স্কোরের রেকর্ডটা অক্ষত থেকেছে।

কেরিয়ারের শততম টেস্টে নেমেছিলেন মিচেল স্টার্ক। আর সেই ম্যাচেই টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলস্টোন স্টার্কের। মাত্র ৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। অন্য দিকে হ্যাটট্রিক করেছেন স্কট বোল্যান্ড। অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টেস্ট হয়েছে এক তরফা। ১৭৬ রানে জিতেছে অস্ট্রেলিয়া। আলোচনায় অবশ্যই মিচেল স্টার্কের পাফরফরম্যান্স।

মিচেল স্টার্ক শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন। নিজের প্রথম ১৫ ডেলিভারিতেই ফাইফার পূর্ণ করেন। টেস্ট ইতিহাসে এটিই দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড। কেরিয়ারে এই নিয়ে ১৫ বার ইনিংসে পাঁচ কিংবা তার বেশি উইকেট নিলেন স্টার্ক। বাঁ হাতি এই পেসার ইনিংসের প্রথম ডেলিভারিতেই উইকেট নেন। প্রথম ওভারেই নেন তিন উইকেট। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪.৩ ওভারেই অলআউট করে অস্ট্রেলিয়া। দিন-রাতের টেস্টেও জয়। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ক্লিনসুইপ করল অস্ট্রেলিয়া।