কলকাতা: ক’টা বাজছে তখন? ঘড়ির কাঁটা আর টাকার দর দুইই যেন তীব্র গতিতে ছুটছে। দুপুর নাগাদ দুবাইয়ে রেকর্ড গড়েছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। বিরতির পর নিলাম যখন দ্বিতীয়ার্ধে পা দেবে, তখন যে কামিন্সকে খুঁজেও পাওয়া যাবে না, কে জানত! দেশোয়ালি ভাইয়ের কাছেই তাজ খোয়া গেল কামিন্সের। মাত্র দু’ঘণ্টায় টাকার পাহাড়ে কে উঠে দাঁড়ালেন? তেত্রিশ বছরের মিচেল স্টার্ক। অভিজ্ঞতা ভরপুর। তীব্র গতিতে বল করেন। ডেথ এক্সপার্ট। আর কী চাই! বাঁ-হাতি স্টার্কের জন্য মরিয়া হল আইপিএলের (IPL) প্রায় সব দলই। দিল্লি, মুম্বই, গুজরাটের মধ্যে বল দেওয়া নেওয়া। হঠাৎই আসরে হাজির কেকেআর। সেই যে এল, স্টার্ককে ঝুলিতে তুলে তবেই দম ফেলল গৌতম গম্ভীরের টিম। কামিন্সের দর উঠেছিল সাড়ে কুড়ি কোটি। স্টার্ক আরও ৪ কোটি ২৫ লক্ষ বেশি নিয়ে গেলেন। এই আইপিএলে তাঁর দাম ২৪.৭৫ কোটি। আইপিএল তো বটেই, আজ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি লিগে এত দাম কারও ওঠেনি। দেশের হয়ে তিনটে বিশ্বকাপ জিতেও এত টাকা পাননি স্টার্ক (Mitchell Starc)।
২০১৪-১৫ মরসুমে শেষ বার আইপিএলে খেলতে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ান পেস বোলারকে। পরের বছর কেকেআরে সই করেছিলেন ঠিকই, চোটের জন্য খেলতে পারেননি। ৯ বছর পর সেই স্টার্ক আবার ফিরছেন ক্রিকেটের মেগা শো-তে। এর মধ্যে দেশের জার্সিতে তিনটে বিশ্বকাপ জিতেছেন। সদ্য ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ জিতে ফিরেছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যে এ বারের আইপিএলে ভালো দর পাবেন, মোটামুটি জানাই ছিল। দুবাইয়ে মক অকশন বা নিলামের মহড়ায় ১৮.৫০ কোটি টাকা দর উঠেছিল স্টার্কের। সেই তিনি যে প্রত্যাশার সব পারদ ছাপিয়ে যাবেন, হয়তো নিজেও ভাবেননি। ৮ বছর আগে কেকেআরে যখন সই করেছিলেন, দর ছিল প্রায় ১০ কোটি। ৮ বছর পর আরও ১৫ কোটি বাড়তি নিয়ে ফিরলেন বেগুনি জার্সিতে। আইপিএলে মোট ২৭ ম্যাচ খেলে নিয়েছেন ৩৪ উইকেট। বিশ্বকাপে যে ফর্মে ছিলেন, তার ছিটেফোঁটাও যদি দিতে পারেন, কেকেআরে কিন্তু ফুল ফোটাবেন।
কী হচ্ছে নিলাম ঘরে? সরাসরি আপডেট পেতে ক্লিক করুন
স্টার্ককে নিয়ে কেকেআর কি ঠিক করল? পার্সে ৩১ কোটির মতো ছিল নাইটদের। গম্ভীরের টিমের বোলিং গভীরতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই এমন একজনকে টিম ম্যানেজমেন্ট চাইছিল, যিনি বল হাতে টিমকে যেমন টানতে পারবেন, পাশাপাশি বোলিং বিভাগের মুখ হয়ে উঠবেন। তরুণ ক্রিকেটারদের লিডার হতে পারবেন। স্টার্ক নিঃসন্দেহে ভালো পছন্দ। শুধু একটাই খটকা থাকবে অজি ক্রিকেটারকে নিয়ে। বড় বেশি চোট প্রবণ। বিপুল টাকায় কেনার পর পুরো আইপিএলে যদি স্টার্কের সার্ভিস না পায় কেকেআর, তা হলে ভরাডুবি হবে।