AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mitchell Starc-Alyssa Healy: স্ত্রী হিলির ব্যাট কেন ‘চুরি’ করেছেন মিচেল স্টার্ক?

ক্রিকেটের পাওয়ার কাপল বলে মিচেল স্টার্ক ও অ্যালিসা হিলিকে সকলেই চেনেন। সদ্য অজি তারকা স্টার্ক জানিয়েছেন, গত সাত মাস ধরে তিনি তাঁর স্ত্রী অ্যালিসা হিলির ব্যাট ব্যবহার করছেন। কারণ জানলে অবাক হবেন।

Mitchell Starc-Alyssa Healy: স্ত্রী হিলির ব্যাট কেন 'চুরি' করেছেন মিচেল স্টার্ক?
স্ত্রী হিলির ব্যাট কেন 'চুরি' করেছেন মিচেল স্টার্ক?Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 14, 2023 | 12:02 AM
Share

নয়াদিল্লি: ক্রিকেটের পাওয়ার কাপল তাঁরা। কথা হচ্ছে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (Mitchell Starc) ও অ্যালিসা হিলিকে (Alyssa Healy) নিয়ে। এই দু’জনই অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেন। বর্তমানে স্টার্ক ও হিলি ব্যাস্ত অ্যাসেজে। অজি পুরুষ দলের হয়ে অ্যাসেজে খেলছেন মিচেল স্টার্ক। অন্যদিকে মেয়েদের অ্যাসেজে অজি মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন অ্যালিসা হিলি। সম্প্রতি মিচেল স্টার্ক জানিয়েছেন, গত সাত মাস ধরে তাঁর স্ত্রী অ্যালিসার একটি ব্যাট তাঁর কাছে রয়েছে। হিলি এই ব্যাপারে কিছু জানতেনও না। স্ত্রী হিলির ব্যাট কেন ‘চুরি’ করেছেন স্টার্ক জানেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মিচেল স্টার্কই সম্ভবত প্রথম ক্রিকেটার, যিনি পুরুষদের টেস্ট ক্রিকেটে তাঁর স্ত্রীর ব্যাট নিয়ে খেলেছেন। যদিও এক-দু’দিন নয়। গত সাত মাস ধরে অ্যালিসা হিলির ব্যাটেই ক্রিকেট খেলেছেন স্টার্ক। সম্প্রতি তিনি হিলির ব্যাট দিয়ে ম্যাচে খেলার কারণও জানিয়েছেন। আসলে মেয়েদের ক্রিকেটে যে ব্যাট ব্যবহার করা হয় তা তুলনামূলক হালকা হয়। যে কারণে হিলির ব্যাটটি পছন্দ হয়ে যায় স্টার্কের।

অজি পেসার তাই অকপটে বলেন, ‘ওর ব্যাটটা একটু হালকা।’ আর তিনি আগে যে ব্যাটটি ব্যবহার করতেন সেটি একটু ভারী ছিল। হঠাৎ কেন হালকা ব্যাট ব্যবহার করছেন স্টার্ক? এই নিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার অনরিখ নখিয়া গ্রীষ্মজুড়ে বেশ দ্রুতগতিতে বোলিং করছিল। যার ফলে আমি একটি হালকা ব্যাট ব্যবহার করেছি।’

অ্যালিসা হিলির ব্যাটটি তাঁর কাছ থেকে চেয়ে নেননি মিচেল স্টার্ক। আসলে এক সফরে হিলি তখন বাইরে ছিলেন। আর ঘরে থাকা কিছু ক্রিকেট কিটের ব্যাগ পরিষ্কার করছিলেন স্টার্ক। সেই সময় হিলির ব্যাগে তিনটি ব্যাট খুঁজে পান স্টার্ক। যে ব্যাটগুলির খবর হিলি জানতেনও না। মিচেল স্টার্ক এরপর অ্যালিসা হিলিকে ফোন করে বলেন, ‘তুমি কি জানো তোমার ব্যাগে তিনটি ব্যাট আছে?’ হিলি জানান তিনি এটা জানতেন না। এরপর স্টার্ক তাঁকে বলেন, ‘এখন ওই ব্যাগে ২টি ব্যাট রয়েছে। আর একটি ব্যাট রয়েছে আমার ব্যাগে।’ হিলির ব্যাটটি নিয়ে একটিই পরিবর্তন করেছেন স্টার্ক। অজি পেসার জানান, হিলির ব্যাটের হাতলে একটি অতিরিক্ত রাবার গ্রিপ লাগিয়েছেন স্টার্ক।