মুম্বই: ২০১৮ টি-টোয়েন্টি (T-20) বিশ্বকাপের (World Cup) সেমিফাইনালে ভারত (India) বিদায় নেওয়ার পরই প্রকাশ্যে এসেছিল মিতালি রাজ-রমেশ পাওয়ার দ্বন্দ্ব। সেই সেমিফাইনালে বাদ দেওয়া হয়েছিল মিতালিকে (Mithali Raj)। ম্যাচেও হারতে হয় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। মিতালি-রমেশ পাওয়ার দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর তোলপাড় হয় ভারতীয় ক্রিকেট। একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনেন। সেই তিক্ততা এখনও ভোলেনি ভারতীয় ক্রিকেট।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পরামর্শদাতা কমিটি ফের কোচ হিসেবে রমেশ পাওয়ারকে (Ramesh Powar) নিয়োগ করে। তারপর ফের শুরু হয় চর্চা। মিতালি-রমেশ পাওয়ার অতীতের তিক্ত সম্পর্ককে কেন্দ্র করেই শুরু হয় চর্চা। রমেশ পাওয়ারকে কোচ করার পর এতদিন বাদে মুখ খুললেন মিতালি। ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে মুম্বইয়ের টিম হোটেলে কোয়ারান্টিনে আছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখান থেকে এক সাক্ষাতকারে ভারতীয় দলনায়ক বলেন, ‘অতীত নিয়ে আমরা কেউ থাকি না। দীর্ঘদিন আমি জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলছি। কারও ওপর ব্যক্তিগত কোনও আক্রোশ নেই। ব্যক্তিগত পছন্দ, অপছন্দ নিয়ে কখনও ভাবিনি। ২১ বছর ধরে দেশের হয়ে খেলছি। দেশের হয়ে যখন প্রতিনিধিত্ব করি, তখন ব্যক্তিগত বিষয় নিয়ে ভাবার অবকাশ থাকে না। সেগুলোকে কোনও প্রধান্যই দিই না।’
এর সঙ্গে আরও যোগ করে মিতালি বলেন, ‘উনি দলের কোচ। তার নির্দিষ্ট কোনও পরিকল্পনা আছে। আমাদের দু’জনের কাজই এক। দেশকে সাফল্য এনে দেওয়া। শুধু তার বা আমার নয়, পুরো দলের লক্ষ্যই এক।’ রমেশ পাওয়ার-মিতালি রাজ সম্পর্কে কি বরফ গলেছে? সে প্রসঙ্গে মিতালি বলেন, ‘আমাদের মধ্যে অনেক বৈঠক হয়েছে। রোজই অনেক আলোচনা হয়। পুরনো তিক্ততা ভুলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।’
আরও পড়ুন: মোটো থ্রি রেসে দুর্ঘটনা, প্রাণ হারালেন ১৯ বছরেরে জেসন