Virat-Rohit: জনপ্রিয় হলেই কি… বিরাট-রোহিতদের খোঁচা KKR তারকার
ক্রিকেট বিশ্ব ভালো মতোই জানে বিরাট কোহলি ও রোহিত শর্মার ভক্তের তালিকা দীর্ঘ। তাই তাঁদের পক্ষেও পুরোপুরি অবসরে যাওয়া এখনই কঠিন।

কলকাতা: নামে কী আসে যায়! (হোয়াটস ইন এ নেম?) সেই তো কবে বলে গিয়েছেন শেক্সপিয়ার। কিন্তু অনেক সময় নামেও এসে যায়। গত বছর টি-২০ বিশ্বকাপ জেতার পর বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নেন। এরপর বিগত কয়েকদিন ধরে তাঁদের অবসর নিয়ে কথা হচ্ছে। এই তিন ক্রিকেটার এখন আইপিএলে ব্যস্ত। পাশাপাশি তিন ক্রিকেটার এখনও একদিনের ক্রিকেট ও টেস্টে খেলা চালিয়ে যাচ্ছেন। বিরাট, রোহিতের থেকে জাডেজাকে নিয়ে একটু কম অলোচনা হচ্ছে। এ বার নাম না করেই ভারতীয় তারকাদের অবসর প্রসঙ্গে বিস্ফোরক বক্তব্য রেখেছেন কেকেআরের এক তারকা ক্রিকেটার। যিনি আবার ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। কী বলছেন তিনি?
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মইন আলি মনে করেন, বিরাট ফ্যান ফলোয়ার্স থাকা মানে এই নয় যে, ব্যর্থ হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যাবে কোনও ক্রিকেটার। সেরা ছন্দে না থাকলে তাঁর মতে আন্তর্জাতিক ক্রিকেটে অন্যদের জায়গা ছেড়ে দেওয়া উচিত।
এ বার আইপিএলে কেকেআরের হয়ে খেলছেন মইন। তিনি বলেন, “ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেট সব সময় সম্পূর্ণ আলাদা। এটা অনেকটা প্রাইভেট এন্টারপ্রাইজের মতো। যদি কোনও ফ্র্যাঞ্চাইজির সমস্যা না থাকে, তা হলে যতদিন খুশি খেলা চালিয়ে যাওয়া যায়। আর এটা টি-২০। আমার মনে হয় টেস্ট বা একদিনের ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করার সময় নিজে কেমন খেলছ, কেমন ছন্দে আছো, সেটা দেখা খুবই জরুরি। যদি ইংল্যান্ড একটা ফ্র্যাঞ্চাইজি হত, তা হলে আমি এখনও আন্তর্জাতিক খেলা চালিয়ে যেতাম। আমি জানি, আমি সেটা পারব। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য অনেকে অপেক্ষা করছে। তাই আমি সরে দাঁড়িয়েছি।”
ক্রিকেট বিশ্ব ভালো মতোই জানে বিরাট কোহলি ও রোহিত শর্মার ভক্তের তালিকা দীর্ঘ। তাই তাঁদের পক্ষেও পুরোপুরি অবসরে যাওয়া এখনই কঠিন। আইপিএলে রোহিতকে এ বার ছন্দে দেখা যাচ্ছে না। বিরাট অবশ্য রান পাচ্ছেন। তবে নাম না করে মইন বলেছেন, “আমার মনে হয়, তুমি যতবড় নামই হও না কেন, বা তুমি যতই জনপ্রিয় হও না কেন, জাতীয় দলে জায়গাটা আটকে রেখো না। দলের থেকে ব্যক্তিগত লক্ষ্য কখনই যেন বড় না হয়। এমনটা হলে অনেকটা স্বার্থপরের মতো হয়ে যাবে। কিছুটা বাস্তবসম্মত ভাবে ভাবা উচিত। মনে রাখতে হবে যে, অনেক নতুন প্লেয়ার হয়তো তোমার থেকে সেই সময় ভালো খেলছে। নিজে ফর্মে না থাকলে সেটা ভাবতে হবে। নিজের প্রতি অন্তত সৎ থাকা উচিত।”
