দুবাই: টিম যখন চরম বিপদে, হারের ধাক্কায় রীতিমতো বেসামাল, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় টলমল, তখন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) দায়িত্ব নিলেন না কেন? যা একেবারেই মেনে নিতে পারছেন না মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)। প্রাক্তন অধিনায়কের মতে, ভারতীয় টিমের কোচের উচিত ছিল প্রেস মিটে এসে যাবতীয় বিতর্ক সামাল দেওয়া।
আজহার বলেছেন, ‘আমার তো মনে হয়, নিউজিল্যান্ড ম্যাচে হারের পর ভারতীয় টিমের কোচের প্রেস মিটে আসা উচিত। ক্যাপ্টেন বিরাট কোহলি যদি না আসতে চায়, তা হলে আরও বেশি করে রবিভাইকেই তো আসতে হবে। এমন তো নয়, টিম জিতলে তবেই কোচ প্রেস মিটে আসবে। টিমের হারের ব্যাখ্যাও কোচকে দিতে হয় অনেক সময়। বুমরাকে প্রেস মিটে পাঠানোটা একেবারেই ঠিক দর্শন ছিল না। কোচ কিংবা ক্য়াপ্টেনই তো এই সময় সামনে এসে দাঁড়াবে। তা না হলে কোচিং স্টাফদের কেউ একজন আসবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের পর পর দুটো ম্যাচ হারের জন্য খুব বেশি দায়ী করছেন না আজহার। কিন্তু টিমের তরফে কাউকে হারের দায়িত্ব নিতে না দেখে হতবাক। আজহারের কথায়, ‘একটা বা দুটো ম্যাচ হারের মধ্যে কোনও লজ্জা নেই। কিন্তু কোচ কিংবা ক্যাপ্টেনকে সংবাদমাধ্যেমের সামনে দাঁড়িয়ে ব্যাখ্যা করতে হবে, কেন দেশ হারল। বুমরার মতো কেউ সেই সব প্রশ্নের উত্তর দিতে পারবে, এটা আশা করাই যায় না। টিমের সাফল্যে মিডিয়ার সামনে যে বসবে, খারাপ সময়েও তাকে দায়িত্ব নিতে হবে।’
বিরাট কোহলির টিম দুটো ম্যাচ হারায় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে গিয়েছে। এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভব কিনা, সেটা সময় বলবে। তবে বিরাটরা চাইছেন আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত একটা জয় তুলে পরিস্থিতি পাল্টানোর। কিন্তু রশিদ খানদের টিমও চমৎকার ক্রিকেট খেলছে। ব্য়াটিং-বোলিং ভারসাম্য যে কোনও টিমকে দুশ্চিন্তায় ফেলে দিতে পারে। রশিদদের সামলানো কি সম্ভব ভারতীয় টিমের পক্ষে? এই উত্তরই আজ খুঁজতে চাইছে ক্রিকেটমহল।
আরও পড়ুন: T20 World Cup 2021: নিউজিল্যান্ড সিরিজে নেতৃত্বে হয়তো রাহুল