South Africa vs Bangladesh Match Highlights, T20 World Cup 2021: বাংলাদেশকে হারিয়ে শেষ চারের দিকে আরও একধাপ এগোল প্রোটিয়ারা

| Edited By: | Updated on: Nov 02, 2021 | 6:42 PM

South Africa vs Bangladesh Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দক্ষিণ আফ্রিকা (South Africa) ও বাংলাদেশ (Bangladesh) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

South Africa vs Bangladesh Match Highlights, T20 World Cup 2021: বাংলাদেশকে হারিয়ে শেষ চারের দিকে আরও একধাপ এগোল প্রোটিয়ারা
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ

আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর (Super 12) একাদশতম দিনে আবু ধাবিতে প্রথম ম্যাচে মুখোমুখি হয়ে ছিল তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (South Africa) ও মাহমুদুল্লাহের বাংলাদেশ (Bangladesh)। টসে জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটং করতে পাঠিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক। রাবাডা-নর্টজেদের দাপটে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষ করার আগেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১৮.২ ওভার খেলে ৮৪ রান তোলে মাহমুদুল্লাহরা। ১২০ বলে ৮৫ রান তুলতে হত ডি’ককদের। ১৩.৩ ওভারেই নির্ধারিত টার্গেট পূরণ করে ফেলে দঃ আফ্রিকা। ৪ উইকেটের বিনিময়ে ৮৬ রান তোলার পাশাপাশি ম্যাচ জিতে নিয়েছেন বাভুমারা। অন্যদিকে সুপার-১২-এ হারের হ্যাটট্রিকের পরও কোনও ম্যাচে জিততে পারল না বাংলাদেশে। যদিও লিটনদের বাকি রয়েছে আর একটা ম্যাচ। সেটা শুধু সম্মান রক্ষার ম্যাচেই আবদ্ধ থাকবে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 02 Nov 2021 06:33 PM (IST)

    ৬ উইকেটে জয়ী দঃ আফ্রিকা

    ১৩.৩ ওভারেই নির্ধারিত টার্গেট পূরণ করে ফেলেছে দঃ আফ্রিকা। ৪ উইকেটের বিনিময়ে ৮৬ রান তোলার পাশাপাশি ম্যাচ জিতে নিয়েছেন বাভুমারা।

  • 02 Nov 2021 06:11 PM (IST)

    ১০ ওভারে দঃ আফ্রিকা ৫৫/৩

    খেলা বাকি ১০ ওভারের। তবে প্রোটিয়াদের ম্যাচ জিততে চাই ৬০ বলে ৩০ রান

  • 02 Nov 2021 05:48 PM (IST)

    ৫ ওভারে দঃ আফ্রিকা ২৮/২

    প্রথম ওভারেই ওপেনার রেজা হেনড্রিক্সের উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। এবং পঞ্চম ওভারে ডি’ককের উইকেটও হারিয়ে বসল বাভুমারা। ৫ ওভারে দঃ আফ্রিকার স্কোর ২৮/২

  • 02 Nov 2021 05:23 PM (IST)

    দঃ আফ্রিকার ইনিংস শুরু

    রান তাড়া করতে নামলেন কুইন্টন ডি’কক ও রেজা হেনড্রিক্স।

  • 02 Nov 2021 05:12 PM (IST)

    ৮৪ রানে অলআউট বাংলাদেশ

    নির্ধারিত ২০ ওভারের খেলা শেষ করার আগেই অলআউট হয়ে গেল বাংলাদেশ। ১৮.২ ওভার খেলে ৮৪ রান তুলেছে মাহমুদুল্লাহরা।

  • 02 Nov 2021 04:51 PM (IST)

    ১৫ ওভারে বাংলাদেশ ৬২/৬

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৬২ রান তুলেছে বাংলাদেশ

  • 02 Nov 2021 04:25 PM (IST)

    ১০ ওভারে বাংলাদেশ ৪০/৫

    প্রোটিয়ারা রীতিমতো চাপে ফেলে দিয়েছে বাংলাদেশকে। কোনও জুটিকেই থিতু হতে দিচ্ছেন না রাবাডারা। ১০ ওভারে ৫০ রানও স্কোরবোর্ডে তুলতে পারেনি বাংলাদেশ। ১০ ওভারে টাইগারদের স্কোর ৫ উইকেটে ৪০।

  • 02 Nov 2021 04:10 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে বাংলাদেশের ওপর চাপ ধরে রেখেছে দঃ আফ্রিকা। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮ রান তুলেছে বাংলাদেশ।

  • 02 Nov 2021 03:53 PM (IST)

    ৫ ওভারে বাংলাদেশ ২৪/২

    ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। ৫ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ২৪/২

  • 02 Nov 2021 03:41 PM (IST)

    ৩ ওভারে বাংলাদেশ ১৭/০

    কোনও উইকেট না হারিয়ে প্রথম ৩ ওভারে লিটন দাস ও মহম্মদ নইমের ওপেনিং জুটিতে তুলেছে ১৭ রান।

  • 02 Nov 2021 03:31 PM (IST)

    বাংলাদেশের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন লিটন দাস ও মহম্মদ নইম

  • 02 Nov 2021 03:16 PM (IST)

    টাইগারদের প্রথম একাদশ

    মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের বদলে আজ বাংলাদেশের প্রথম একাদশে রয়েছেন শামিম হোসেন ও নাসুম আহমেদ।

    বাংলাদেশের প্রথম একাদশ: মহম্মদ নইম, শামিম হোসেন, লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, মুসফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ।

  • 02 Nov 2021 03:10 PM (IST)

    প্রোটিয়াদের প্রথম একাদশ

    দঃ আফ্রিকার প্রথম একাদশ: তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক (উইকেটকিপার), রেজা হেনড্রিক্স, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার দাসেন, ডেভিড মিলার, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, এনরিক নর্টজে ও তাবরাইজ শামসি।

  • 02 Nov 2021 03:07 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল দক্ষিণ আফ্রিকা

    টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন দঃ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা।

  • 02 Nov 2021 02:54 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এর আগে ৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ছ’বারই জিতেছে দক্ষিণ আফ্রিকা। এবং বিশ্বকাপের মঞ্চে এর আগে এক বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। তাতেও জয় প্রোটিয়াদের। আজ কি বাংলাদেশ সেই রেকর্ড ভাঙতে পারবে? তা জানতে নজর রাখতে হবে আবু ধাবির আজকের প্রথম ম্যাচে।

  • 02 Nov 2021 02:45 PM (IST)

    দঃ আফ্রিকা বনাম বাংলাদেশে ম্যাচে নজরে থাকবে কোন বোলাররা?

  • 02 Nov 2021 02:41 PM (IST)

    ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি দঃ আফ্রিকা-বাংলাদেশ

Published On - Nov 02,2021 2:33 PM

Follow Us: