কলকাতা: দেশের মাটিতে গত বছর হওয়া ওডিআই বিশ্বকাপে অনবদ্য ছন্দে ছিলেন তিনি। শুরুর দিকে কয়েকটা ম্যাচে অবশ্য খেলার সুযোগ পাননি। তারপর একবার বল হাতে পেতেই মহম্মদ সামি দেখিয়েছিলেন ম্যাজিক। টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারিও হয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের সময় থেকেই সামি গোড়ালির চোটে ভুগছিলেন। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, বিশ্বকাপের সময় সামি নিয়মিত ইঞ্জেকশনও নিতেন। সেভাবেই খেলা চালিয়ে যান। এরপর তেইশের শেষে প্রোটিয়া সিরিজের জন্য মহম্মদ সামিকে (Mohammad Shami) শুরুর দিকে দলে রাখে বিসিসিআই। পরবর্তীতে তিনি ফিট না হয়ে ওঠায় তাঁর নাম বাতিলও করে বোর্ড। নতুন বছরে এখনও দেশের হয়ে কোনও ম্যাচ খেলেননি সামি। তাঁর চোটের বর্তমান অবস্থা সম্পর্কে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে আরও অস্বস্তি বাড়ছে ভারতীয় শিবিরে। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম ২টো টেস্টে রাখা হয়নি সামিকে। পরের তিনটে টেস্টে সামির প্রত্যাবর্তন হতে পারে বলা হচ্ছিল। কিন্তু এখন তাঁর যা পরিস্থিতি, তাতে শোনা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে (Test Series) তো নয়, সামি হয়তো আইপিএলেও ফিরতে পারবেন না।
মহম্মদ সামি বর্তমানে রিহ্যাবে রয়েছেন। সূত্রের খবর, শীঘ্রই লন্ডনে যাবেন। এবং সেখানে গিয়ে তাঁর চোট নিয়ে বিশেষজ্ঞর পরামর্শ নেবেন। ক্রীড়া ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, এনসিএ স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টের প্রধান নীতীন প্যাটেলের সঙ্গে সামি লন্ডনে যাবেন। জানা গিয়েছে, ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে খুব তাড়াতাড়ি বিসিসিআই লন্ডনে পাঠাতে পারেন। সেখানে পন্থও বিশেষজ্ঞর পরামর্শ নেবেন। ২০২২ সালে শেষ বার দেশের হয়ে খেলেছিলেন পন্থ। তারপর থেকে এখনও অবধি তিনি কোনও ক্রিকেট ম্যাচ খেলেননি। আগামী আইপিএলে পন্থের ২২ গজে ফেরার কথা।
দেশের একাধিক ক্রিকেটারের চোট আপাতত মাথাব্যাথা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় শিবিরের। আইপিএলের আগে এই সকল তারকা ক্রিকেটারদের চোট সারানোই তাই যেন বোর্ডের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। মহম্মদ সামি, ঋষভ পন্থের পাশাপাশি চোটের খাতায় নাম রয়েছে সূর্যকুমার যাদব, পৃথ্বী শ-এর মতো ক্রিকেটাররাও। চলতি বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার আগে সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটারের চোট ভারতীয় শিবিরে অস্বস্তি বাড়িয়েছে। কয়েকদিন আগে জার্মানির হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে সূর্যকুমার যাদবের। এ বার তিনি দেশে ফিরে এনসিএতে রিহ্যাব পর্ব কাটাবেন। অন্যদিকে পৃথ্বী শ হাঁটুর চোটের কারণে গত বছর ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেননি। কাউন্টি খেলতে গিয়েছিলেন বিদেশে। সেখান থেকে মাঝপথে চোটের কারণে দেশে ফেরেন তিনি। তারপর থেকে এনসিএতে রিহ্যাবে রয়েছেন। জানা গিয়েছে, আর এক মাস মতো সময় লাগবে পৃথ্বীর ফিট হতে।