IPL 2025, Mohammad Siraj: চিন্নাস্বামীতে ফিরল সিরাজের সেই সেলিব্রেশন, জার্সি শুধু আলাদা…

Apr 03, 2025 | 2:52 AM

IPL 2025, RCB vs GT: ফ্র্যাঞ্চাইজিরই শুধু নয়, আরসিবি সমর্থকদের কাছেও প্রিয় হয়ে উঠেছিলেন সিরাজ। তাঁর সাফল্যে আনন্দে মেতেছেন এতদিন। হঠাৎ কেনই বা তাঁর হাত ছাড়বেন। দল বদলেছে, সম্পর্ক নয়। সিরাজ আবারও নামলেন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু প্রতিপক্ষ হিসেবে।

IPL 2025, Mohammad Siraj: চিন্নাস্বামীতে ফিরল সিরাজের সেই সেলিব্রেশন, জার্সি শুধু আলাদা...
Image Credit source: BCCI

Follow Us

বেঙ্গালুরু যেমন বিরাট কোহলির শহর হয়ে উঠেছে, সিরাজেরও তাই। দীর্ঘ সময় রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরুতে ছিলেন সিরাজ। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িয়ে ছিলেন পুরোপুরি। অনেক আনন্দের মুহূর্ত এসেছে, তেমনই হতাশারও। কিন্তু সম্পর্কটা একই রয়ে গিয়েছিল। আইপিএলের মেগা অকশনে কিছুটা তাল কাটে। সিরাজকে রিটেন করেনি আরসিবি। অকশনেও যে ফেরানোর মরিয়া চেষ্টা হয়েছে, বলা যায় না। পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এতে কী আর সম্পর্ক শেষ হয়ে যায়!

অনেকেই প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলে থাকেন, আরসিবি এবং তাঁর সমর্থকদের মতো হতে হবে। ট্রফি যদি সাফল্য হয়, আইপিএলে তা নেই আরসিবির। এই ফ্র্যাঞ্চাইজি কি একেবারেই ট্রফি জেতেনি? সেটাও নয়। উইমেন্স প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন্স হয়েছিলেন স্মৃতি মান্ধানারা। ট্রফি আনতে না পারলেও সমর্থকরা কিন্তু বিরাট কোহলিদের হাত ছাড়েননি। সেই একই ভাবে সমর্থন করে যাচ্ছেন। কিন্তু বুধবার রাতের ম্যাচটা আবেগেরও ছিল। সৌজন্যে সিরাজ।

ফ্র্যাঞ্চাইজিরই শুধু নয়, আরসিবি সমর্থকদের কাছেও প্রিয় হয়ে উঠেছিলেন সিরাজ। তাঁর সাফল্যে আনন্দে মেতেছেন এতদিন। হঠাৎ কেনই বা তাঁর হাত ছাড়বেন। দল বদলেছে, সম্পর্ক নয়। সিরাজ আবারও নামলেন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু প্রতিপক্ষ হিসেবে। ম্যাচের ওই সময়টুকু সিরাজের দায়িত্ব ছিল নিজের বর্তমান দল গুজরাট টাইটান্সের জন্য ভালো পারফর্ম করা। সেটা ভোলেননি। তেমনই মনে রেখেছেন সম্পর্কগুলো।

এখানে যতই দল আলাদা হোক, আন্তর্জাতিক ক্রিকেটে সকলে কাঁধে কাঁধ মিলিয়েই লড়াই করতে হবে। ম্যাচের আগের দিন বিরাট কোহলি এবং আরসিবির অন্যান্যদের সঙ্গে বন্ধুত্বের নানা মুহূর্ত কেটেছিল। ম্যাচে চোখ ধাঁধানো পারফরম্যান্স সিরাজের। দেবদত্ত, সল্ট, লিভিংস্টোন। তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তাঁর ঝুলিতে। চেনা মাঠে তাক লাগিয়ে দেওয়া পারফরম্যান্স। সেই পরিচিত সেলিব্রেশন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেটা করে থাকেন, সেই সিউউউ সেলিব্রেশন। এর আগে এই মাঠে বহুবার করেছেন আরসিবি জার্সিতে।

যে লক্ষ্যে মাঠে নেমেছিলেন, সেটাও পূর্ণ। সিরাজের বর্তমান দল গুজরাট টাইটান্স জিতেছে। ব্যক্তি সিরাজও জিতেছেন। কিন্তু ম্যাচ শেষে কেমন যেন মনখারাপ। গ্যালারির জন্যই কি?

Next Article