Mohammed Shami: রোহিত তো চায়ই না, আর বিরাটের সঙ্গে আমার… সিক্রেট ফাঁস করলেন মহম্মদ সামি
Watch Video: ভারতীয় তারকা পেসার মহম্মদ সামির লক্ষ্য দ্রুত মাঠে ফেরা। সেই চেষ্টাই করছেন তিনি। মাঝে মাঝেই সামি থাকছেন ট্রেন্ডিংয়ে। সোশ্যাল মিডিয়ায় তাঁর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে তিনি ফাঁস করেছেন ভারতের নেট সেশনে কী হয়।
কলকাতা: মহম্মদ সামি (Mohammed Shami) কেমন আছেন? কবে মাঠে ফিরবেন? এই সকল প্রশ্ন মাঝে মাঝেই তাঁর অনুরাগীদের মনে উঁকি দিচ্ছে। ভারতীয় তারকা বোলার সুস্থ হয়ে উঠছেন। গত বছর ওডিআই বিশ্বকাপের সময় তিনি চোট পেয়েছিলেন। পরবর্তীতে তাঁর অস্ত্রোপচারও হয়। রিহ্যাব পর্ব কাটিয়েছেন। এখন নেটে বোলিং করা শুরু করেছেন। পেস বোলিং বিভাগ একেবারে আক্রমণাত্মক করার জন্য শুধু জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজকে দিয়ে হবে না। পুরোদমে চাই মহম্মদ সামিকেও। তাঁর লক্ষ্য দ্রুত মাঠে ফেরা। সেই চেষ্টাই করছেন তিনি। মাঝে মাঝেই সামি থাকছেন ট্রেন্ডিংয়ে। সোশ্যাল মিডিয়ায় তাঁর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে তিনি ফাঁস করেছেন ভারতের নেট সেশনে কী হয়।
এক পডকাস্টে নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন সামি। ৩৩ বছর বয়সী পেসার জানিয়েছেন ভারতের নেট সেশনের সময় বিরাট কোহলি, রোহিত শর্মারা কী করেন। তাঁর কথায়, ‘বিরাটের সঙ্গে সব সময় আমার চ্যালেঞ্জ চলে। ও ভালো শট মারতে চায়। আর আমি ওকে আউট করতে চাই। একটা বন্ডিং রয়েছে আমাদের মধ্যে। বন্ধুত্বটাও ফুটে ওঠে। ওকে যখন বল করি তখন ফিল্ড পজিশনের কথাও ভাবি। এই যেমন ২ জন স্লিপে, ২ জন গালিতে। এটা ভাবতে বলে আমি হার্দিককে বলি নাও এ বার এসো, রান করো। এই বিষয় গুলো আমরা বেশ উপভোগ করি।’
বিরাটকে নেটে বল করে খুশি হন সামি। আবার কোহলিও তাঁর বলে খেলে খুশি হন। আর রোহিত? মহম্মদ সামি বলেন, ‘রোহিত তো খেলার আগেই বারণ করে। বলে দেয় ও আমার বিরুদ্ধে খেলা পছন্দ করে না।’ মজা করেই এ কথা যে বলেছেন সামি, তা বলার অপেক্ষা রাখে না।
এ বছর এখনও অ্যাকশনে দেখা যায়নি মহম্মদ সামিকে। আইপিএল, টি-২০ বিশ্বকাপ এবং একাধিক সিরিজে খেলতে পারেনি তিনি। প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফেরার আগে সামিকে এনসিএ ও বোর্ডের থেকে সবুজ সংকেত পেতে হবে। সামি এখন সেই চেষ্টাই করছেন। পুরোদমে অনুশীলন করে নিজের পুরো ছন্দ ফিরে পেতে চাইছেন। ক্রিকেট মহলে শোনা যাচ্ছে এ বছর রয়েছে ভারত-বাংলাদেশ ২ ম্যাচের টেস্ট সিরিজ। সব ঠিক ঠাক থাকলে সেখানেই টিমে ফিরতে পারেন সামি।