Bengal Cricket: এ বার মহম্মদ সামির সঙ্গে খেলবেন উঠতি পেসার যুধাজিৎ!
Mohammed Shami-Yudhajit Guha: চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছেন। কিন্তু ফিটনেসের জন্য তাঁকে টেস্টে আর বিবেচনা করা হয়নি। ইংল্যান্ড সফরে দলে জায়গা হয়নি সামির। ঘরোয়া ক্রিকেট দিয়ে প্রত্যাবর্তন হতে চলেছে মহম্মদ সামির।

ভারতীয় ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় মহম্মদ সামির প্রত্যাবর্তনের। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। গুরুতর চোট ছিল। অস্ত্রোপচারও করাতে হয়। এরপর ঘরোয়া ক্রিকেট দিয়ে ফেরেন। আবারও চোট, রিহ্যাব এবং প্রত্যাবর্তন। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছেন। কিন্তু ফিটনেসের জন্য তাঁকে টেস্টে আর বিবেচনা করা হয়নি। ইংল্যান্ড সফরে দলে জায়গা হয়নি সামির। ঘরোয়া ক্রিকেট দিয়ে প্রত্যাবর্তন হতে চলেছে মহম্মদ সামির।
একদিকে যেমন মহম্মদ সামিকে নিয়ে আলোচনা, তেমনই বাংলার উঠতি পেসার যুধাজিৎ গুহকে নিয়েও। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। যুধাজিৎ রয়েছেন ইংল্যান্ড সফরে। অনূর্ধ্ব ১৯ দলের হয়ে মাল্টি ফরম্যাট সিরিজ খেলতে গিয়েছেন। এ দিন বাংলার প্রাথমিক টিম ঘোষণা হয়েছে। মহম্মদ সামি, আকাশ দীপ, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক পোড়েলের মতো পরিচিত নাম রয়েছেন। এর সঙ্গে ৫০ জনের প্রাথমিক টিমে রয়েছেন যুধাজিৎ গুহ।
বাংলা ক্রিকেটে জোর আলোচনা। অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের হয়ে যেভাবে পারফর্ম করছেন, তাতে এ বার বাংলা সিনিয়র দলের হয়েও খেলতে দেখা যেতে পারে যুধাজিৎকে। সামি বাংলা তথা ভারতীয় ক্রিকেটের বর্তমান। তেমনই ভবিষ্যতের তারকা মনে করা হচ্ছে যুধাজিৎকে। একসঙ্গে দেখা যেতেই পারে। সামিকে অবশ্য বাংলার আগে ইস্ট জোনের হয়ে দলীপ ট্রফিতেই নামতে দেখা যেতে পারে। লাল-বলের ক্রিকেটে তাঁর ফিটনেস প্রমাণের লড়াই।
