India vs South Africa: সামির ডাবল সেঞ্চুরিতে কাত প্রোটিয়ারা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 28, 2021 | 10:24 PM

প্রত্যাশা ছিলই। সেই মতোই খেলা দেখাতে শুরু করল সেঞ্চুরিয়নের পিচ। তৃতীয় দিন উইকেট থেকে সাহায্য পেলেন, দুই দলের বোলাররাই।

India vs South Africa: সামির ডাবল সেঞ্চুরিতে কাত প্রোটিয়ারা
India vs South Africa: সামির ডাবল সেঞ্চুরিতে কাত প্রোটিয়ারা (ছবি-টুইটার)

Follow Us

প্রথম দিন ২৭২-৩ এর পর
দ্বিতীয় দিন বৃষ্টির কারণে খেলা হয়নি
ভারত – ৩২৭ (১০৫.৩ ওভার) (প্রথম ইনিংস) এবং ১৬-১ (৬ ওভার) (দ্বিতীয় ইনিংস)
দক্ষিণ আফ্রিকা – ১৯৭ (৬২.৩ ওভার) (প্রথম ইনিংস)

সেঞ্চুরিয়ন: প্রত্যাশা ছিলই। সেই মতোই খেলা দেখাতে শুরু করল সেঞ্চুরিয়নের পিচ। বৃষ্টির কারণে দ্বিতীয় দিন একটা বলও মাঠে গড়ায়নি। প্রথম দিনের শেষে ভালো জায়গায় ছিল টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু তৃতীয় দিন খেলা শুরু হওয়ার পরই, উইকেট থেকে সাহায্য পেতে থাকলেন এনগিডি-রাবাডারা। ২৭২-৩ এই স্কোর নিয়ে মাঠে নেমে, ৩২৭ রানে থামে ভারতের প্রথম ইনিংস। তৃতীয় দিন স্কোরবোর্ডে মাত্র ৫৫ রান যোগ করে ৭ উইকেট হারিয়ে বসে কোহলির ভারত। প্রোটিয়াদের ইনিংস শুরু হতেই, একই সুবিধা পেলেন সামি-বুমরা-শার্দূলরা। ভারতীয় বোলারদের দাপটে ১৯৭ রানেই গুটিয়ে যায় ডিন এলগারদের প্রথম ইনিংস।

তৃতীয় দিনের শুরুতেই ভারতের সহ-অধিনায়কের উইকেট তুলে নেন রাবাডা। ১২৩ রান করে সাজঘরে ফেলেন লোকেশ রাহুল। এরপর ক্রিজে আসেন ঋষভ পন্থ। রাহুল ফেরার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি রাহানেও। ৪৮ রানের মাথায় এনগিডির শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন জিঙ্কস। ফের বড় রান এল না রাহানের ব্যাট থেকে। হাফসেঞ্চুরিটাও হাত ছাড়া করলেন বিরাটের প্রাক্তন ডেপুটি। আর কোনও জুটিকেই উইকেটে থিতু হতে দেননি প্রোটিয়া বোলাররা। একদিকে সুইং, বাউন্সকে কাজে লাগাতে থাকেন রাবাডারা, অন্যদিকে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। পন্থের ব্যাট থেকে আজ বড় রান আসেনি। মাত্র ৮ রান করে এনগিডির পঞ্চম শিকার হন পন্থ। শেষের দিকে বুমরা গুরুত্বপূর্ণ ১৪ রান করে যান। প্রোটিয়াদের হয়ে ৭১ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছেন লুনগি এনগিডি। ৩টি উইকেট পেয়েছেন কাগিসো রাবাডা। ১টি উইকেট পেয়েছেন মার্কো জ্যানসেন।

প্রথম ইনিংস শুরু হতে না হতেই বড় ধাক্কা খায় প্রোটিয়ারা। প্রথম ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের উইকেট তুলে নেন জশপ্রীত বুমরা। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন এলগার। এরপর মার্করামের সঙ্গে জুটি বাঁধেন কিগান পিটারসেন। তবে সেই জুটিকে জমে ওঠার আগে ভাঙেন মহম্মদ সামি। তবে হঠাৎ করেই গোড়ালিতে চোট পান বুমরা। যার ফলে তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। ওপেনার মার্করামের (১৩) উইকেট তুলে নেন সামি। এরপর রাসি ভ্যান দার দুসেনের (৩) উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। তার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো সেলিব্রেশনও করেন সিরাজ।

চার উইকেট হারানোর পর বাভুমা-ডি’কক জুটিতে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৭২ রানের পার্টনারশিপ গড়েন এই জুটি। এবং অবশেষে এই জুটিকে আরও ভয়ঙ্কর হতে না দিয়ে, ডি’ককের উইকেট তুলে নিতে সফল হন শার্দূল ঠাকুর। এরপর মুল্ডার ফেরেন ১২ রান করে। হাফসেঞ্চুরি পূর্ণ করার পরের বলেই সামির শিকার হয়ে, মাঠ ছাড়েন তেম্বা বাভুমা (৫২)। কাগিসো রাবাডা করেন দলের হয়ে গুরুত্বপূর্ণ ২৫ রান। তবে মহম্মদ সামির এদিনের ম্যাচের পঞ্চম শিকার হলেন তিনি। পাশাপাশি টেস্ট ক্রিকেটে ২০০তম উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন মহম্মদ সামি। তৃতীয় দিন প্রোটিয়াদের প্রথম ইনিংসে ভারতের হয়ে ৫ টি উইকেট নিয়েছেন মহম্মদ সামি। ২টি করে উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা এবং শার্দূল ঠাকুর। এবং একটি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। ১৩ ওভার বল করলেও কোনও উইকেট পাননি রবিচন্দ্রন অশ্বিন। এ দিনের ম্যাচে উইকেটকিপার হিসেবে ২৬ তম ম্যাচ খেলতে নেমে ১০০ শিকারের মালিক হলেন ঋষভ পন্থ। টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনি, ঋদ্ধিমান সাহাকে।

তৃতীয় দিনের শেষবেলায় ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হয়ে যায়। তৃতীয় দিনের শেষে ৬ ওভার ব্যাটিং করেছে ভারত। তার মধ্যে ১ উইকেট হারিয়ে ১৬ রান তুলেছে টিম ইন্ডিয়া। ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের (৪) উইকেট তুলে নিয়েছেন মার্কো জ্য়ানসেন। ক্রিজে কেএল রাহুল (৫*) ও শার্দূল ঠাকুর (৪*)। তৃতীয় দিনের শেষে ১৪৬ রানে এগিয়ে রয়েছে ভারত।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ৩৭০ এবং ১৬-১ (কেএল রাহুল ৫*, মার্কো জ্যানসেন ১-৪)
দক্ষিণ আফ্রিকা ১৯৭ (তেম্বা বাভুমা ৫২, কুইন্টন ডি’কক ৩৪, মহম্মদ সামি ৫-৪৪)।

Next Article