India vs South Africa: উইকেট নিয়ে রোনাল্ডো সেলিব্রেশনে মাতলেন সিরাজ, দেখুন ভিডিও

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 28, 2021 | 8:00 PM

Mohammed Siraj: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্টাইলে সেলিব্রেশন করে সেঞ্চুরিয়ন মাতালেন মহম্মদ সিরাজ।

India vs South Africa: উইকেট নিয়ে রোনাল্ডো সেলিব্রেশনে মাতলেন সিরাজ, দেখুন ভিডিও
India vs South Africa: উইকেট নিয়ে রোনাল্ডো সেলিব্রেশনে মাতলেন সিরাজ, দেখুন ভিডিও (ছবি-প্রিমিয়ার লিগ ইন্ডিয়া টুইটার)

Follow Us

সেঞ্চুরিয়ন: ক্রিকেটার হোক বা ফুটবলার.. উইকেট পেলে বা গোল করলে ম্যাচ চলাকালীনই নিজেদের ইউনিক স্টাইলে সেলিব্রেশন করেই থাকেন। সেঞ্চুরিয়নে হঠাৎ করেই দেখা গেল, পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্টাইলে সেলিব্রেশনে মেতেছেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

গোল করলেই রোনাল্ডো তাঁর সিগনেচার স্টাইল ‘Siuuu’-করে উদযাপন করে থাকেন। ঠিক একই ভাবে, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে রাসি ভ্যান দার দুসেনের উইকেট তুলে নিয়ে সিআর সেভেনের স্টাইলে ‘Siuuu’ সেলিব্রেশনে মজলেন সিরাজ। ১৩ তম ওভারে দুসেনকে ফেরানোর পর সিরাজের এই সেলিব্রেশনের ছবি ধরা পড়ে টেলিভিশন ক্যামেরায়।

 

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, সিরাজের রোনাল্ডো স্টাইলে ‘Siuuu’ সেলিব্রেশনের ভিডিও। প্রিমিয়ার লিগ ইন্ডিয়ার টুইটারে মহম্মদ সিরাজের ছবি পোস্ট করে লেখা হয়, “দক্ষিণ আফ্রিকায় বিসিসিআইয়ের ক্যাম্পে পৌঁছে গিয়েছে ‘Siuuu’ সেলিব্রেশন।”

এই মুহূর্তে (৫২ ওভারে) ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছে প্রোটিয়ারা। এখনও পর্যন্ত ৪টি উইকেট নিয়েছেন মহম্মদ সামি। ১টি করে উইকেট নিয়েছেন জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুর।

আরও পড়ুন:  India vs South Africa: চোট পেয়ে মাঠের বাইরে জসপ্রীত বুমরা

আরও পড়ুন: Sourav Ganguly: কোহলিদের ম্যাচের দিকেই সর্বক্ষণ নজর রাখলেন মহারাজ

আরও পড়ুন: IND vs SA 1st Test Day 3 Live: হাফসেঞ্চুরির পর আউট বাভুমা, সাত নম্বর উইকেট হারাল প্রোটিয়ারা

Next Article