IND vs SA 1st Test Day 3 Highlights: সেঞ্চুরিয়নে সামি-বুমরা-শার্দূলদের দাপট, তৃতীয় দিনের শেষে ১৪৬ রানে এগিয়ে ভারত

| Edited By: | Updated on: Dec 28, 2021 | 9:45 PM

India vs South Africa 1st Test Day 3 Live Score: সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা।

IND vs SA 1st Test Day 3 Highlights: সেঞ্চুরিয়নে সামি-বুমরা-শার্দূলদের দাপট, তৃতীয় দিনের শেষে ১৪৬ রানে এগিয়ে ভারত
প্রোটিয়াদের দেশে মুখোমুখি কোহলি-এলগার

সেঞ্চুরিয়ন: বক্সিং ডে টেস্টের (Boxing Day Test) প্রথম দিনের শেষে চালকের আসনে ছিল টিম ইন্ডিয়া (Team India)। সেঞ্চুরিয়নে শুরু হয়ে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) তিন ম্যাচের টেস্ট (Test) সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। সুপারস্পোর্ট পার্কে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম দিন ভালো শুরু করে ভারতের ওপেনিং জুটি। প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তোলে ২৭২ রান। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা হয়নি।

তৃতীয় দিন শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের শাসন করতে থাকেন এনগিডি-রাবাডারা। ৩২৭ রানে অলআউট হয়ে গেল কোহলির ভারত। ৬ টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা, ৩টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা এবং একটি উইকেট নিয়েছেন মার্কো জ্যানসেন। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন কেএল রাহুল (১২৩)। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের ব্যাট থেকে (৬০)। এছাড়া বিরাট করেছেন ৩৫ রান এবং ৪৮ রান করেছেন অজিঙ্ক রাহানে।

১৯৭ রানে অলআউট হয়ে গেল ডিন এলগারের টিম। এই মুহূর্তে ভারতের থেকে ১৩০ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ৫ টি উইকেট নিয়েছেন মহম্মদ সামি। ২টি করে উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা এবং শার্দূল ঠাকুর। এবং একটি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। ১৩ ওভার বল করলেও কোনও উইকেট পাননি রবিচন্দ্রন অশ্বিন।

তৃতীয় দিনের শেষবেলায় ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হয়ে যায়। তৃতীয় দিনের শেষে ৬ ওভার ব্যাটিং করেছে ভারত। তার মধ্যে ১ উইকেট হারিয়ে ১৬ রান তোলে ভারত। ক্রিজে কেএল রাহুল (৫) ও শার্দূল ঠাকুর (৪)।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 28 Dec 2021 09:30 PM (IST)

    তৃতীয় দিনের খেলা শেষ

    তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেল। দ্বিতীয় ইনিংসে ভারত ৬ ওভার ব্যাটিং করেছে। ১ উইকেট হারিয়ে তুলেছে ১৬ রান।

  • 28 Dec 2021 09:26 PM (IST)

    মায়াঙ্ক আউট

    মার্কো জ্যানসেন ফেরালেন মায়াঙ্ক আগরওয়ালকে। ৪ রান করে সাজঘরে ফিরলেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক।

  • 28 Dec 2021 09:24 PM (IST)

    ৫ ওভারে ভারত ১২/০

    ৫ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ভারত তুলেছে ১২ রান।

  • 28 Dec 2021 09:04 PM (IST)

    ভারতের দ্বিতীয় ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল।

  • 28 Dec 2021 08:53 PM (IST)

    ১৯৭ রানে অল আউট দক্ষিণ আফ্রিকা

    ১৯৭ রানে অলআউট হয়ে গেল ডিন এলগারের টিম। এই মুহূর্তে ভারতের থেকে ১৩০ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ৫ টি উইকেট নিয়েছেন মহম্মদ সামি। ২টি করে উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা এবং শার্দূল ঠাকুর। এবং একটি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। ১৩ ওভার বল করলেও কোনও উইকেট পাননি রবিচন্দ্রন অশ্বিন।

  • 28 Dec 2021 08:48 PM (IST)

    রাবাডা আউট

    মহম্মদ সামির বলে আউট হলেন কাগিসো রাবাডা। টেস্ট ক্রিকেটে ২০০ তম উইকেট পেলেন সামি।

  • 28 Dec 2021 08:40 PM (IST)

    ৬০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৯২/৮

    ৬০ ওভারের খেলা শেষ। ৮ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তুলেছে ১৯২ রান।

  • 28 Dec 2021 08:25 PM (IST)

    মার্কো আউট

    শার্দূল ঠাকুর তুলে নিলেন মার্কো জ্যানসেনের উইকেট। আট নম্বর উইকেট হারাল ভারত।

  • 28 Dec 2021 08:17 PM (IST)

    পন্থের কীর্তি

    ভারতীয় উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ,  সব থেকে দ্রুততম ১০০ শিকার করলেন।

  • 28 Dec 2021 08:10 PM (IST)

    ৫৫ ওভারে দঃ আফ্রিকা ১৭১/৭

    তৃতীয় দিনের তৃতীয় সেশনের খেলা শেষের দিকে। ৫৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে প্রোটিয়ারা।

  • 28 Dec 2021 07:54 PM (IST)

    ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৫৪/৭

    ৫০ ওভারের খেলা শেষ। ৭ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তুলেছে ১৫৪ রান।

  • 28 Dec 2021 07:40 PM (IST)

    হাফসেঞ্চুরির পর বাভুমা আউট

    হাফসেঞ্চুরি করার পরই মহম্মদ সামির শিকার হলেন তেম্বা বাভুমা (৫২)। সাত নম্বর উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।

  • 28 Dec 2021 07:38 PM (IST)

    বাভুমার হাফসেঞ্চুরি

    ৪৬.২ ওভারে মহম্মদ সামির বল বাউন্ডারিতে পাঠিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন তেম্বা বাভুমা।

  • 28 Dec 2021 07:29 PM (IST)

    মুল্ডার আউট

    মহম্মদ সামি ফেরালেন মুল্ডারকে। ছ’নম্বর উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ১২ রান করে সাজঘরে ফিরলেন মুল্ডার।

  • 28 Dec 2021 07:11 PM (IST)

    ৪০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১১৬/৫

    চা বিরতির পর ফের খেলা শুরু। ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছে ১১৬ রান।

  • 28 Dec 2021 07:05 PM (IST)

    তৃতীয় সেশনের খেলা শুরু

    চা বিরতির পর ক্রিজে ফিরলেন বাভুমা-মুল্ডার। তৃতীয় দিনের তৃতীয় সেশনের খেলা শুরু।

  • 28 Dec 2021 06:46 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ১০৯। ক্রিজে বাভুমা এবং মুল্ডার।

  • 28 Dec 2021 06:29 PM (IST)

    ৩৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১০৮/৫

    ক্রিজে তেম্বা বাভুমা এবং মুল্ডার। ৩৫ ওভারে প্রোটিয়ারা ৫ উইকেট হারিয়ে তুলেছে ১০৮ রান।

  • 28 Dec 2021 06:25 PM (IST)

    ডি’কক আউট

    কুইন্টন ডি’ককের উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ভারতকে পঞ্চম উইকেট এনে দিলেন শার্দূল ঠাকুর।

  • 28 Dec 2021 06:12 PM (IST)

    শতরানের গণ্ডি পেরোল প্রোটিয়ারা

    ৩১.১ ওভারে দলগত শতরান পূর্ণ করল দক্ষিণ আফ্রিকা।

  • 28 Dec 2021 05:44 PM (IST)

    ২৫ ওভারে দঃ আফ্রিকা ৬৭/৪

    তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা চলছে। ২৫ ওভারের খেলা শেষ। ৪ উইকেট খুইয়ে ৬৭ রান তুলেছে প্রোটিয়ারা।

  • 28 Dec 2021 05:22 PM (IST)

    ২০ ওভারে দঃ আফ্রিকা ৫৫/৪

    ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে প্রোটিয়ারা তুলেছে ৫৫ রান।

  • 28 Dec 2021 05:10 PM (IST)

    মেডিক্যাল আপডেট

    প্রথম ইনিংসে বোলিং করার সময় ডান পায়ের গোঁড়ালি মচকে গিয়েছে জশপ্রীত বুমরার। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছে বিসিসআইয়ের মেডিকেল টিম। তাঁর বিকল্প হিসেবে মাঠে নেমেছেন শ্রেয়স আইয়ার।

  • 28 Dec 2021 04:54 PM (IST)

    ১৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩৩/৪

    ১৫ ওভারের খেলা শেষ। ইতিমধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে প্রোটিয়ারা। এবং স্কোরবোর্ডে তুলেছে ৩৩ রান

  • 28 Dec 2021 04:44 PM (IST)

    দুসেন আউট

    এইডেন মার্করামের পর রাসি ভ্যান দার দুসেনের উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। সিরাজ ফেরালেন দুসেনকে। চতুর্থ উইকেট হারাল প্রোটিয়ারা।

  • 28 Dec 2021 04:38 PM (IST)

    মার্করাম আউট

    এইডেন মার্করামের উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। ১৩ রান করে সাজঘরে ফিরলেন প্রোটিয়া ওপেনার।

  • 28 Dec 2021 04:27 PM (IST)

    ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩০/২

    সেঞ্চুরিয়নে তৃতীয় দিনের খেলা চলছে। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৩০ রান।

  • 28 Dec 2021 04:15 PM (IST)

    কিগান পিটারসেন আউট

    লাঞ্চ বিরতির পর ক্রিজে ফিরেই মহম্মদ সামির শিকার হলেন কিগান পিটারসেন। দ্বিতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ১৫ রান করে সাজঘরে ফিরলেন তিনি।

  • 28 Dec 2021 04:13 PM (IST)

    দ্বিতীয় সেশনের খেলা শুরু

    লাঞ্চ বিরতির পর ক্রিজে ফিরলেন এইডেন মার্করাম এবং কিগান পিটারসেন

  • 28 Dec 2021 03:41 PM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ২১।

  • 28 Dec 2021 03:25 PM (IST)

    ৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৫/১

    প্রথম ৫ ওভারের খেলা শেষ। অধিনায়ক এলগারের উইকেট হারিয়ে ১৫ রান তুলেছে প্রোটিয়ারা।

  • 28 Dec 2021 03:07 PM (IST)

    ক্যাপ্টেন ডিন আউট

    জশপ্রীত বুমরা শুরুতেই ফেরালেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে। প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। মাত্র ১ রান করে সাজঘরে ফিরলেন তিনি।

  • 28 Dec 2021 03:04 PM (IST)

    প্রোটিয়াদের প্রথম ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন এইডেন মার্করাম ও ডিন এলগার।

  • 28 Dec 2021 02:56 PM (IST)

    ভারতের প্রথম ইনিংস শেষ

    ৩২৭ রানে শেষ হল ভারতের প্রথম ইনিংস। ৬টি উইকেট নিয়েছেন লুনগি এনগিডি। ৩টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা এবং একটি উইকেট নিয়েছেন মার্কো জ্যানসেন। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন কেএল রাহুল (১২৩)। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের ব্যাট থেকে (৬০)। এছাড়া বিরাট করেছেন ৩৫ রান এবং ৪৮ রান করেছেন অজিঙ্ক রাহানে।

  • 28 Dec 2021 02:50 PM (IST)

    ১০৫ ওভারে ভারত ৩২৭/৯

    তৃতীয় দিনের খেলা চলছে। এখন ক্রিজে রয়েছেন মহম্মদ সিরাজ ও জশপ্রীত বুমরা।

  • 28 Dec 2021 02:41 PM (IST)

    পন্থ আউট হতেই প্রশ্ন তুলে দিলেন বিনোদ কাম্বলি

    সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি লেখেন, ‘তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বোলাররা যেভাবে পারফর্ম করেছে তা বিস্ময়কর। সমস্ত ভারতীয় সমর্থকদের অনেক আশা ছিল পন্থের কাছ থেকে। কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে পারেনি ও। এটাকে বলব ওর অসাবধানতা নাকি বোলারদের দুর্দান্ত স্টাইল। এই মুহুর্তে পন্থের দায়িত্বশীলভাবে খেলা উচিত ছিল, আপনার কী মনে হয়?’

    Koo App

    साउथ अफ्रीका के गेंदबाजों ने जिस तरह तीसरे दिन प्रदर्शन किया है वो कमाल है. सभी भारतीय फैंस को पंत से काफी उम्मीदें थीं. लेकिन वो इस मौके को भुना नहीं पाए. इसको उनकी लापरवाही बोलेंगे या फिर गेंदबाजों का जबर्दस्त अंदाज. इस मोड़ पर आकर पंत को जिम्मेदारी से खेलना चाहिए था, आपको क्यो लगता है?#SAvIND #WTC23 #MyPlaying11 #AbkiJeetHaiPakki

    Vinod Kambli (@vinodkambli) 28 Dec 2021

  • 28 Dec 2021 02:31 PM (IST)

    সামি আউট

    দ্রুতগতিতে একের পর এক উইকেট হারাচ্ছে ভারত। মহম্মদ সামির উইকেট তুলে নিলেন এনগিডি। ৮ রান করে মাঠ ছাড়লেন সামি।

  • 28 Dec 2021 02:29 PM (IST)

    শার্দূল আউট

    শার্দূল ঠাকুরের উইকেট তুলে নিলেন কাগিসো রাবাডা। ৪ রান করে সাজঘরে ফিরলেন ভারতীয় অলরাউন্ডার।

  • 28 Dec 2021 02:24 PM (IST)

    ১০০ ওভারে ভারত ৩০৪/৭

    তৃতীয় দিন শুরু থেকেই উইকেট হারাচ্ছে ভারত। ১০০ ওভারের খেলা হয়ে গিয়েছে। ৭ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ৩০৪ রান।

  • 28 Dec 2021 02:17 PM (IST)

    পন্থ আউট

    পরপর উইকেট হারাচ্ছে ভারত। এ বার ঋষভ পন্থের উইকেট তুলে নিলেন লুনগি এনগিডি। মাত্র ৮ রান করে সাজঘরে ফিরলেন পন্থ।

  • 28 Dec 2021 02:16 PM (IST)

    অশ্বিন আউট

    রবিচন্দ্রন অশ্বিনকে ফেরালেন কাগিসো রাবাডা। ছ’নম্বর উইকেট হারাল ভারত।

  • 28 Dec 2021 02:09 PM (IST)

    রাহানে আউট

    অজিঙ্ক রাহানের উইকেট হারাল ভারত। ৪৮ রান করে সাজঘরে ফিরলেন রাহানে। এনগিডি প্রোটিয়াদের এনে দিলেন পঞ্চম উইকেট।

  • 28 Dec 2021 01:51 PM (IST)

    কেএল রাহুল আউট

    তৃতীয় দিন তাড়াতাড়ি লোকেশ রাহুলের উইকেট হারিয়ে ফেলল ভারত। ১২৩ রানে সাজঘরে ফিরলেন রাহুল।

  • 28 Dec 2021 01:33 PM (IST)

    তৃতীয় দিনের খেলা শুরু

    তৃতীয় দিনের খেলা শুরু হল। ক্রিজে কেএল রাহুল ও অজিঙ্ক রাহানে।

  • 28 Dec 2021 01:00 PM (IST)

    দেখুন তৃতীয় দিনের শিডিউল

    তৃতীয় দিন ৯৮ ওভারের খেলা হওয়ার কথা। দেখে নিন তৃতীয় দিনের শিডিউল…

  • 28 Dec 2021 12:40 PM (IST)

    তৃতীয় দিনের খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে

    আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা।

Published On - Dec 28,2021 12:34 PM

Follow Us: