Mohammed Shami: ‘একটু তো লজ্জা করো’, প্রাক্তন পাক ক্রিকেটারকে ধুয়ে দিলেন মহম্মদ সামি

ICC World Cup 2023: বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জিতে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে রোহিত শর্মার ভারত। ব্যাটে-বলে ভারতকে কোনও দলই টেক্কা দিতে পারছে না। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা বিস্ফোরক মন্তব্য করেন। তাঁর কথায়, ভারতীয় বোলারদের বিশেষ বল দিয়ে সুবিধে পাইয়ে দিচ্ছে আইসিসি। এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি।

Mohammed Shami: 'একটু তো লজ্জা করো', প্রাক্তন পাক ক্রিকেটারকে ধুয়ে দিলেন মহম্মদ সামি
'একটু তো লজ্জা করো', প্রাক্তন পাক ক্রিকেটারকে ধুয়ে দিলেন মহম্মদ সামি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 11:19 PM

বেঙ্গালুরু: বিশ্বকাপে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগের তির তুলেছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার হাসান রাজা। তাঁর মতে, বিশ্বকাপে ভারতীয় বোলারদের আলাদা বল দিচ্ছি আইসিসি। এই আলটপকা মন্তব্য শুনে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রও একহাত নিয়েছিলেন। এ বার চুপ থাকতে পারলেন না ভারতীয় তারকা পেসার মহম্মদ সামি (Mohammed Shami)। চলতি বিশ্বকাপে (ICC World Cup) ভারতের সাফল্য দেখে জ্বলছে বাকি দলগুলো। তার মধ্যে বেশি ফোস্কা পড়েছে যেন একাধিক প্রাক্তন পাক তারকার। তাঁদের মধ্যেই রয়েছেন হাসান আলি। আক্রমও তাঁর বক্তব্য শুনে মন্তব্য না করে থাকতে পারেননি। এ বার সামি তো সরাসরি বলেই দিলেন, ‘একটু তো লজ্জা করো’… আর কী বললেন ভারতীয় তারকা সামি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা নিজে অতীতে ক্রিকেট খেলেছেন। তারপরও তিনি ভারতীয় বোলারদের আইসিসির সুবিধে পাইয়ে দেওয়া নিয়ে যে যুক্তি দিচ্ছেন, তা মেনে নেওয়ার মতো নয়। বলছে ক্রিকেট মহল। এর আগে ওয়াসিম আক্রম যে কারণে, পরিষ্কার করে বল বাছার নিয়ম, দুই দলকে বল দেওয়ার নিয়ম বুঝিয়েছিলেন। কিন্তু তারপরও লাভ হয়নি। এরপর হাসান রাজা ডিআরএস নিয়েও ভারতকে কটাক্ষ করেন। তাঁর প্রশ্ন সব ডিআরএস কীভাবে ভারতের পক্ষে যায়? এ বার সেই প্রসঙ্গ টেনে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে পাক ক্রিকেটারকে তুলোধনা করলেন সামি।

ইন্সটা স্টোরিতে সামি লেখেন, ‘একটু তো লজ্জা করো। খেলার ফোকাস করো। ফালতু জিনিয়ে সময় নষ্ট করে কী লাভ। কখনও তো অন্যের সাফল্যে খুশি হও। আইসিসি বিশ্বকাপ হচ্ছে, তোমার পাড়ার টুর্নামেন্ট নয়। আপনি নিজেও তো প্লেয়ারই ছিলেন। ওয়াসিম ভাই তো আপনাকে বিস্তারিত বুঝিয়েছিল, তারপরও এসব বকছো। হা হা হা হা। আপনাদের ক্রিকেটার ওয়াসিম আক্রমের উপর তার মানে ভরসা নেই। শুধু নিজেরই প্রশংসা করে গেলে।’

মহম্মদ সামি এখনও অবধি এ বারের বিশ্বকাপে ৪টি ম্যাচ খেলেছেন। তাতে নিয়েছেন ১৬টি উইকেট। এ বারের বিশ্বকাপে ভারতের হয়ে বাকি ম্যাচে তিনি খেলার সুযোগ পেলে এই উইকেট সংখ্যা নিশ্চিত ভাবে বাড়বে।