ভবানীপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান

sushovan mukherjee |

Apr 27, 2021 | 6:01 PM

সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান। এ বার ফাইনালেও বাজিমাত।

ভবানীপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান
দুরন্ত ছন্দে বাংলার অধিনায়ক।

Follow Us

কলকাতা: ক্রিকেট মরশুমে প্রথম ট্রফি ঘরে তুলল মোহনবাগান (Mohun Bagan)। সিএবি (CAB)পরিচালিত প্রথম ডিভিশনের (1st division) একদিনের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সবুজ-মেরুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাইনালে ভবানীপুরকে (Bhawanipore Club) হারাল ৬ উইকেটে। দুরন্ত ব্যাটিং করে ফাইনালে মোহনবাগানকে জেতালেন অভিমণ্যু ঈশ্বরণ (Abhimanyu Ishwaran)।

আরও পড়ুন : IPL 2021: বিদেশিদের বাড়ি পাঠানোর দায়িত্ব নিল বিসিসিআই

টসে জিতে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৮৮ রান তোলে ভবানীপুর। সেঞ্চুরি করেন অভিষেক দাস। অগ্নিভ পান আউট হন ৫৭ রানে। রান তাড়া করতে নেমে শুরুতেই বিবেক সিংয়ের উইকেট হারায় মোহনবাগান। ৪০ রানে আউট হন সুদীপ চট্টোপাধ্যায়ও। অধিনায়ক অনুষ্টুপ মজুমদারকে সঙ্গে নিয়ে লড়াই চালান অভিমণ্যু ঈশ্বরণ। ১৪৪ বলে ১৬৭ রানে অপরাজিত থাকেন ঈশ্বরণ। ইনিংসে সাজানো ২টো ছয় আর ১৫টা চার। ৬২ করেন অনুষ্টুপ। ৪৭.৫ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় মোহনবাগান।

সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান। এ বার ফাইনালেও বাজিমাত। বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ এবং জেসি মুখার্জি ট্রফিতে ব্যর্থ হয়েছিল মোহনবাগান। ওয়ানডে টুর্নামেন্টে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে মরশুমের প্রথম খেতাব জিতল সবুজ-মেরুন।

Next Article