সেই পরিচিত লাইন, ক্যাচ মিস-ম্যাচ মিস। টেস্ট ক্রিকেটে এই লাইন যেন আরও বেশি করে প্রযোজ্য। সেরা ফিল্ডার কে! কার হাতে ক্যাচ গেলে, নিশ্চিন্ত থাকা যায়? অনেক নামই মাথায় আসবে। মহম্মদ আজহারউদ্দিন, জন্টি রোডস, সুরেশ রায়না, যুবরাজ সিং এবং বর্তমানে রবীন্দ্র জাডেজার কথা কি ভোলা যায়! সক্রিয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচের তালিকায় কোন ফিল্ডাররা রয়েছেন? এই লিস্ট উইকেট কিপারদের বাদ দিয়ে। কারা রয়েছেন সেরা দশে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিরাট কোহলির কাছে সুযোগ ছিল সক্রিয় ক্রিকেটারদের মধ্যে ক্যাচের নিরিখে অনেকটা উপরে থাকার। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। চার ম্যাচ শেষ। ভারত ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। ৭-১১ মার্চ ধরমশালায় পঞ্চম তথা শেষ টেস্ট। তাতেও খেলবেন না বিরাট। ফিল্ডারদের মধ্যে টেস্টে ক্যাচের নিরিখে সবার উপরে জো রুট। ২৬৪ ইনিংসে ১৯২টি ক্যাচ রুটের। ধরমশালায় এই সংখ্যাটা আরও বাড়তেই পারে।
দ্বিতীয় স্থানে রয়েছেন অজি ক্রিকেটার স্টিভ স্মিথ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। এখনও অবধি ২০৫ ইনিংসে ১৮২টি ক্যাচ স্মিথের। তালিকায় তিনে বিরাট কোহলি। ২১৬ ইনিংসে ১১১টি ক্যাচ নিয়েছেন কিং কোহলি। রাঁচি টেস্টে অনবদ্য একটা ক্যাচ নিয়েছিলেন ৪২ বছরের জেমস অ্যান্ডারসন। ৩৫২ ইনিংসে ১০৭টি ক্যাচ রয়েছে তাঁর। এরপরই রয়েছেন ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক বেন স্টোকস। ১৯৩ ইনিংসে ১০৬টি ক্যাচ নিয়েছেন স্টোকস।
সেরা দশের তালিকায় কিং কোহলি ছাড়াও রয়েছেন আর এক ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে। তিনি অবশ্য জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। অবসরও নেননি। ১৬৩ ইনিংসে ১০২টি ক্যাচ রাহানের। এরপর রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (৮৯), টম ল্যাথাম (৮৬)। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস রয়েছেন (৮১) তালিকায়। তাঁর পর ফের কিউয়ি ক্রিকেটার টিম সাউদি (৭৯)।