কলকাতা: ঐতিহ্যবাহী রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) চলতি মরসুম শেষের পথে। চলছে জোড়া সেমিফাইনাল। এক সেমিফাইনালে মুখোমুখি অজিঙ্ক রাহানের মুম্বই ও সাই কিশোরের তামিলনাড়ু। এবং আর এক সেমিফাইনালে মুখোমুখি অক্ষয় ওয়াডেকরের বিদর্ভ ও শুভম শর্মার মধ্যপ্রদেশ। সেমিফাইনালের পালা শেষ হলেই ১০ মার্চ থেকে শুরু হবে এ বারের রঞ্জির ফাইনাল। মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে তামিলনাড়ুর ক্যাপ্টেন সাই কিশোরের (Sai Kishore) বোলিংয়ের ঝাঁঝে ধুঁকছে অজিঙ্ক রাহানের মুম্বই। চলতি মরসুমে অনবদ্য বোলিং করছেন সাই। নকআউটেও জ্বলে উঠেছেন। মুম্বইয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই ৫ উইকেট তুলে নিয়ে মুশির খানদের বিরাট চাপে ফেলে দিয়েছেন সাই।
তারকাখচিত মুম্বইয়ের বিরুদ্ধে সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিলনাড়ুর ক্যাপ্টেন সাই কিশোর। ১৪৬ রানে গুটিয়ে যায় তামিলনাড়ুর প্রথম ইনিংস। শার্দূল-তুষার-মুশিরদের দাপুটে বোলিংয়ে ওয়াশিংটন সুন্দর (৪৩) ও বিজয় শংকর (৪৪) ছাড়া কেউ সেই অর্থে রান করতেই পারেননি। মুম্বইয়ের ওপেনিং জুটি সেমিফাইনালের প্রথম ইনিংসে দাগ কাটতে পারেনি। পৃথ্বী শ ৫ রান করেন। কুলদীপ সেন তামিলনাড়ুর হয়ে উইকেটের খাতা খোলেন। এরপর ক্যাপ্টেন সাই কিশোর বোলিং নিয়ন্ত্রণ করা শুরু করেন। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বই। সরফরাজ খানের ভাই মুশির খান ছাড়া এখনও অবধি অর্ধশতরান করতে পারেননি মুম্বইয়ের কোনও ব্যাটার। লাঞ্চ বিরতি অবধি মুম্বই ৭ উইকেট হারিয়ে তুলেছে ১২৫ রান। তামিলনাড়ুর থেকে এখনও ২১ রানে পিছিয়ে রয়েছে।
Fabulous fifer 👌👌
Captain Sai Kishore has spearheaded Tamil Nadu’s fightback against Mumbai with a splendid spell so far 👏👏
Relive 📽️ his brilliant spell @IDFCFIRSTBank | #RanjiTrophy | #MUMvTN | #SF2
Scorecard ▶️ https://t.co/9tosMLk9TT pic.twitter.com/zOhv6ZWuNt
— BCCI Domestic (@BCCIdomestic) March 3, 2024
এ বারের রঞ্জি ট্রফিতে এখনও অবধি (সেমিফাইনাল ম্যাচ চলছে, তাতে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া অবধি) ৯টি ম্যাচে ৫২টি উইকেট নিয়েছেন তামিলনাড়ুর ক্যাপ্টেন সাই কিশোর। সেমিফাইনালে সাইয়ের ৫ শিকার ভুপেন লালওয়ানি (১৫), মোহিত অবস্তি (২), অজিঙ্ক রাহানে (১৯), মুশির খান (৫৫) ও সামস মুলানি (০)। রঞ্জি সেমিফাইনালে মুম্বইয়ের হয়ে খেলছেন শ্রেয়স আইয়ার। প্রথম ইনিংসে তাঁর ব্যাট চলেনি। মাত্র ৩ রান করেন তিনি।