Team India: ধরমশালা টেস্টের আগে WTC-র সিংহাসনে রোহিতের ভারত

Mar 03, 2024 | 1:41 PM

World Test Championship: ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া রবিবার জেতার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের শীর্ষে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনও অবধি ৮টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। তাতে রোহিতব্রিগেড জিতেছে ৫টি ম্যাচ, হার ২টি ও ড্র ১টি। এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনও অবধি সবচেয়ে বেশি ১১টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া।

Team India: ধরমশালা টেস্টের আগে WTC-র সিংহাসনে রোহিতের ভারত
ধরমশালা টেস্টের আগে WTC-র সিংহাসনে রোহিতের ভারত
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: আর দিনতিনেক পর নয়নাভিরাম ধরমশালায় মুখোমুখি হবে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত ও বেন স্টোকসের ইংল্যান্ড। ৫ টেস্টের সিরিজের শেষ ম্যাচ জিতে ভারত সফরে হারের লজ্জা খানিকটা কমাতে চান স্টোকস-রুটরা। আর রোহিত অ্যান্ড কোংয়ের ফোকাস ৪-১ সিরিজ করে ট্রফি দেশে রাখার। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই টেস্ট সিরিজের শেষ ৩ ম্যাচে দাপট ছিল দেখার মতো। এ বার ধরমশালা টেস্টের আগে ভারতীয় টিমের জন্য বিরাট সুখবর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) আপডেটেড পয়েন্ট টেবলের মগডালে উঠে পড়েছে রোহিতের ভারত।

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া রবিবার জেতার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের শীর্ষে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনও অবধি ৮টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। তাতে রোহিতব্রিগেড জিতেছে ৫টি ম্যাচ, হার ২টি ও ড্র ১টি। এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনও অবধি সবচেয়ে বেশি ১১টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে WTC পয়েন্ট টেবলের শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ৬২। ভারতের পয়েন্ট শতাংশ ৬৪.৫৮। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৩৬। এবং পয়েন্ট শতাংশ ৬০.০০। আর তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৭৮। আর পয়েন্ট শতাংশ ৫৯.০৯।

এই মুহূর্তে আইসিসি টিম ব়্যাঙ্কিংয়ে নজর রাখলে ভারতের দাপট দেখা যাবে। কারণ বর্তমানে বিশ্বের এক নম্বর টেস্ট টিম ভারত। অবশ্য প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াও আইসিসি টেস্ট টিমের ক্রমতালিকায় রোহিত শর্মার টিমের সঙ্গে একাসনে রয়েছে। আইসিসির এক নম্বর ওডিআই এবং এক নম্বর টি-২০ টিমও এখন টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলেও জ্বলজ্বল করছে ভারতের নাম।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট বিভাজনের নিয়ম অনুযায়ী কোনও টিম জিতলে ১২ পয়েন্ট পায়। টাই হলে ৬ পয়েন্ট আর ড্র করলে ৪ পয়েন্ট। অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে টিমের ব়্যাঙ্কিং হয় পয়েন্টের পারসেন্টেজের ওপর নির্ভর করে। যে দুটো টিম শীর্ষে থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্র শেষ করবে তারা গত বছর লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে।

Next Article